সময়ের অপেক্ষায় সোহান
ক্রীড়া প্রতিবেদক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
মুশফিকুর রহিম কিপিং ছাড়ছেন না। লিটন দাসও দলে জায়গা করে নিয়েছেন বেশ। এক দলে তিনজন উইকেটকিপার-ব্যাটসম্যান রাখার মানে নেই। জাতীয় দলে এখন জায়গাও নেই নূরুল হাসান সোহানের। তরুণ খেলোয়াড় নিজের ওপর চাপ না টেনে সব ছেড়ে দিচ্ছেন সময়ের হাতে।
‘এই তো বিসিএলে খেললাম। আমি আমার খেলাটা খেলে যাব। পারফর্ম করার চেষ্টা করব। বাকিটা আমার হাতে নেই।’ গতকাল সোমবার দুপুরে মিরপুরের একাডেমির সামনে কথা প্রসঙ্গে এলো এগিয়ে আসা বিশ্বকাপও। ‘ওসব নিয়ে ভাবছি না। আমার কাজ খেলা।’ আর সব স্রষ্টার হাতে ছেড়ে দিয়ে নির্ভার ২৫ বছর বয়সী এ ক্রিকেটার।
একটু অবশ্য ঝামেলায় আছেন। স্ত্রী তাসনিম ইসলাম লিসা খানিকটা অসুস্থ। এমার্জিং কাপে দলকে নেতৃত্ব দিয়েছেন সম্প্রতি। ভালো হয়নি। এরপর বিসিএল। এর মাঝে সমস্যাটা বেড়েছে। ঘরনির অভিমান সামলে চিকিৎসকের কাছে ছুটছেন এখন। তাতে বিসিএলের চলমান রাউন্ড মিস হলো। প্রতিভাবান সোহান তিন টেস্টের শেষটা খেলেছেন জুলাইয়ে, ওয়েস্ট ইন্ডিজে। সুযোগ পেলেও পারফরম্যান্স বলার মতো নয়। দুই ওয়ানডেতে আশার ঝলক ছিল। এখন সুযোগ মিলছে না। নয় ম্যাচে টি-টোয়েন্টির রান সাকল্যে ৭৮। সোহান তাই তাকিয়ে থাকেন সামনের বিপিএলের দিকে। তা ছাড়িয়ে আরো ভবিষ্যতের দিকে।
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

মুশফিকুর রহিম কিপিং ছাড়ছেন না। লিটন দাসও দলে জায়গা করে নিয়েছেন বেশ। এক দলে তিনজন উইকেটকিপার-ব্যাটসম্যান রাখার মানে নেই। জাতীয় দলে এখন জায়গাও নেই নূরুল হাসান সোহানের। তরুণ খেলোয়াড় নিজের ওপর চাপ না টেনে সব ছেড়ে দিচ্ছেন সময়ের হাতে।
‘এই তো বিসিএলে খেললাম। আমি আমার খেলাটা খেলে যাব। পারফর্ম করার চেষ্টা করব। বাকিটা আমার হাতে নেই।’ গতকাল সোমবার দুপুরে মিরপুরের একাডেমির সামনে কথা প্রসঙ্গে এলো এগিয়ে আসা বিশ্বকাপও। ‘ওসব নিয়ে ভাবছি না। আমার কাজ খেলা।’ আর সব স্রষ্টার হাতে ছেড়ে দিয়ে নির্ভার ২৫ বছর বয়সী এ ক্রিকেটার।
একটু অবশ্য ঝামেলায় আছেন। স্ত্রী তাসনিম ইসলাম লিসা খানিকটা অসুস্থ। এমার্জিং কাপে দলকে নেতৃত্ব দিয়েছেন সম্প্রতি। ভালো হয়নি। এরপর বিসিএল। এর মাঝে সমস্যাটা বেড়েছে। ঘরনির অভিমান সামলে চিকিৎসকের কাছে ছুটছেন এখন। তাতে বিসিএলের চলমান রাউন্ড মিস হলো। প্রতিভাবান সোহান তিন টেস্টের শেষটা খেলেছেন জুলাইয়ে, ওয়েস্ট ইন্ডিজে। সুযোগ পেলেও পারফরম্যান্স বলার মতো নয়। দুই ওয়ানডেতে আশার ঝলক ছিল। এখন সুযোগ মিলছে না। নয় ম্যাচে টি-টোয়েন্টির রান সাকল্যে ৭৮। সোহান তাই তাকিয়ে থাকেন সামনের বিপিএলের দিকে। তা ছাড়িয়ে আরো ভবিষ্যতের দিকে।