সেলটিক ছাড়েনি কিশোর দেম্বেলেকে
ক্রীড়া ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
২০১৬ সালে মাত্র ১৩ বছর বয়সে খেলেছেন সেলটিকের অনূর্ধ্ব-২০ দলে। মাঝের দুই বছরে কারামোকো দেম্বেলে কিশোর চমক হয়ে উঠেছেন। নিজেদের একাডেমিতে এই বিস্ময় বালককে পেতে লড়াইয়ে নেমেছিল চেলসি ও ম্যানচেস্টার সিটি। কিন্তু দুই ইংলিশ জায়ান্টকে হতাশ করল স্কটিশ ক্লাব সেলটিক। দেম্বেলের সঙ্গে তিন বছরের চুক্তি করে ঘরের সম্পদ ঘরেই রেখে দিল ক্লাবটি।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

২০১৬ সালে মাত্র ১৩ বছর বয়সে খেলেছেন সেলটিকের অনূর্ধ্ব-২০ দলে। মাঝের দুই বছরে কারামোকো দেম্বেলে কিশোর চমক হয়ে উঠেছেন। নিজেদের একাডেমিতে এই বিস্ময় বালককে পেতে লড়াইয়ে নেমেছিল চেলসি ও ম্যানচেস্টার সিটি। কিন্তু দুই ইংলিশ জায়ান্টকে হতাশ করল স্কটিশ ক্লাব সেলটিক। দেম্বেলের সঙ্গে তিন বছরের চুক্তি করে ঘরের সম্পদ ঘরেই রেখে দিল ক্লাবটি।
শেয়ার করুন