সেরা মিডফিল্ডার হওয়ার স্বপ্ন
| ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
দাদা ছিলেন হকি খেলোয়াড়। বাবা খেলেছেন ফুটবল। কিন্তু বাবা নন, দাদার পদাঙ্ক অনুসরণ করে হকিকেই বেছে নিয়েছেন প্রিন্স লাল সামন্দ। বিকেএসপিতে পড়ছেন দ্বাদশ শ্রেণিতে। তবে এরই মধ্যে স্টিক হাতে প্রতিভার উন্মেষ ঘটেছে ১৮ বছরের ছেলেটির মধ্যে। বয়সভিত্তিক হকিতে সুনাম কুড়িয়ে তিনি এখন কড়া নাড়ছেন জাতীয় দলের দরজায়। এর মধ্যেই বিরল এক অভিজ্ঞতার সঙ্গে পরিচয় ঘটেছে তার। এ বছর বুয়েনস আইরেসে যুব অলিম্পিক গেমসে দেশের প্রতিনিধিত্ব করেছেন এই মিডফিল্ডার। নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন এর আগে থাইল্যান্ডে অনুষ্ঠিত গেমসের বাছাইপর্বে আট গোল করে, যা বাংলাদেশকে প্রথমবারের মতো সরাসরি নিয়ে যায় মূলপর্বে। যুব দলের হয়ে লাল-সবুজের প্রতিনিধিত্ব করা প্রিন্স এখন স্বপ্ন দেখেন দেশের সেরা হকি খেলোয়াড়দের তালিকায় নাম লেখানোর। হকির হাতেখড়িটা হয়েছিল পুরান ঢাকার ফজলু ওস্তাদের কাছে আরমানিটোলা মাঠে। এরপর বিকেএসপিতে হকির তালিম নিচ্ছেন সাবেক জাতীয় দলের খেলোয়াড় ও কোচ জাহিদ হোসেন রাজুর কাছে। সেখানেই বেড়ে উঠছে তার বড় তারকা হওয়ার স্বপ্ন, ‘আমার চোখে কামরুজ্জামান রানা ভাই দেশের সেরা মিডফিল্ডার। আমি স্বপ্ন দেখি একদিন তাকেও ছাড়িয়ে যাওয়ার।’
প্রিন্স লাল সামন্দ
হকি খেলোয়াড়
দল : বিকেএসপি
পজিশন : মিডফিল্ডার
বয়স : ১৮ বছর
শেয়ার করুন
| ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

দাদা ছিলেন হকি খেলোয়াড়। বাবা খেলেছেন ফুটবল। কিন্তু বাবা নন, দাদার পদাঙ্ক অনুসরণ করে হকিকেই বেছে নিয়েছেন প্রিন্স লাল সামন্দ। বিকেএসপিতে পড়ছেন দ্বাদশ শ্রেণিতে। তবে এরই মধ্যে স্টিক হাতে প্রতিভার উন্মেষ ঘটেছে ১৮ বছরের ছেলেটির মধ্যে। বয়সভিত্তিক হকিতে সুনাম কুড়িয়ে তিনি এখন কড়া নাড়ছেন জাতীয় দলের দরজায়। এর মধ্যেই বিরল এক অভিজ্ঞতার সঙ্গে পরিচয় ঘটেছে তার। এ বছর বুয়েনস আইরেসে যুব অলিম্পিক গেমসে দেশের প্রতিনিধিত্ব করেছেন এই মিডফিল্ডার। নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন এর আগে থাইল্যান্ডে অনুষ্ঠিত গেমসের বাছাইপর্বে আট গোল করে, যা বাংলাদেশকে প্রথমবারের মতো সরাসরি নিয়ে যায় মূলপর্বে। যুব দলের হয়ে লাল-সবুজের প্রতিনিধিত্ব করা প্রিন্স এখন স্বপ্ন দেখেন দেশের সেরা হকি খেলোয়াড়দের তালিকায় নাম লেখানোর। হকির হাতেখড়িটা হয়েছিল পুরান ঢাকার ফজলু ওস্তাদের কাছে আরমানিটোলা মাঠে। এরপর বিকেএসপিতে হকির তালিম নিচ্ছেন সাবেক জাতীয় দলের খেলোয়াড় ও কোচ জাহিদ হোসেন রাজুর কাছে। সেখানেই বেড়ে উঠছে তার বড় তারকা হওয়ার স্বপ্ন, ‘আমার চোখে কামরুজ্জামান রানা ভাই দেশের সেরা মিডফিল্ডার। আমি স্বপ্ন দেখি একদিন তাকেও ছাড়িয়ে যাওয়ার।’
প্রিন্স লাল সামন্দ
হকি খেলোয়াড়
দল : বিকেএসপি
পজিশন : মিডফিল্ডার
বয়স : ১৮ বছর