গেইলের চাওয়া
স্টাফ রিপোর্টার | ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
ফাইল ছবি,টি-টোয়েন্টি ক্রিকেটে্
এবারের ক্রিসমাসের প্রার্থনায় কী চেয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ক্রিস গেইল? সান্তা ক্লজের কাছে খুব মজার প্রার্থনা করেছেন তিনি। নিজের টুইটারে মজা করে লিখেছেন, ‘এবার মোটা ব্যাংক অ্যাকাউন্ট আর ছিপছিপে শরীর দাও। দয়া করে ব্যাপারটা গুলিয়ে ফেলে উল্টোটা করো না।’ এবারের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব রেখে দিয়েছে গেইলকে। টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় তারকা তিনি। সফল তারকাও বটে।
শেয়ার করুন
স্টাফ রিপোর্টার | ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

ফাইল ছবি,টি-টোয়েন্টি ক্রিকেটে্
এবারের ক্রিসমাসের প্রার্থনায় কী চেয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ক্রিস গেইল? সান্তা ক্লজের কাছে খুব মজার প্রার্থনা করেছেন তিনি। নিজের টুইটারে মজা করে লিখেছেন, ‘এবার মোটা ব্যাংক অ্যাকাউন্ট আর ছিপছিপে শরীর দাও। দয়া করে ব্যাপারটা গুলিয়ে ফেলে উল্টোটা করো না।’ এবারের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব রেখে দিয়েছে গেইলকে। টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় তারকা তিনি। সফল তারকাও বটে।
শেয়ার করুন