বেঞ্চ থেকে উঠে এসে বাঁচালেন রোনালদো
ক্রীড়া ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
সিরি আ-তে চলতি মৌসুমে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ রেখেছে
জুভেন্তাস। গতকাল আতালান্তার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। আসলে হারতে হারতে বেঁচে গেছে। ক্রিশ্চিয়ানো রোনালদোর কল্যাণে। ৭৮ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। ম্যাচের ৬৫ মিনিট পর্যন্ত রিজার্ভ বেঞ্চে বসে ছিলেন রোনালদো। ম্যাচের শুরুতে এগিয়ে যায় জুভারা। পরে ২৪ ও ৫৬ মিনিটে গোল করে এগিয়ে যায় আতালান্তা। এরপর রোনালদোর গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জুভেন্তাস। ইংলিশ প্রিমিয়ার লিগে ৪-০ গোলে নিউ ক্যাসেলকে হারিয়েছে লিভারপুল। অন্য ম্যাচে লেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরেছে ম্যানসিটি।
ফলে লিভারপুল ১৯ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছে। কিন্তু বোর্নমাউথকে ৫-০ গোলে হারিয়ে ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে টটেনহ্যাম। এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানসিটি।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

সিরি আ-তে চলতি মৌসুমে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ রেখেছে
জুভেন্তাস। গতকাল আতালান্তার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। আসলে হারতে হারতে বেঁচে গেছে। ক্রিশ্চিয়ানো রোনালদোর কল্যাণে। ৭৮ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। ম্যাচের ৬৫ মিনিট পর্যন্ত রিজার্ভ বেঞ্চে বসে ছিলেন রোনালদো। ম্যাচের শুরুতে এগিয়ে যায় জুভারা। পরে ২৪ ও ৫৬ মিনিটে গোল করে এগিয়ে যায় আতালান্তা। এরপর রোনালদোর গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জুভেন্তাস। ইংলিশ প্রিমিয়ার লিগে ৪-০ গোলে নিউ ক্যাসেলকে হারিয়েছে লিভারপুল। অন্য ম্যাচে লেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরেছে ম্যানসিটি।
ফলে লিভারপুল ১৯ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছে। কিন্তু বোর্নমাউথকে ৫-০ গোলে হারিয়ে ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে টটেনহ্যাম। এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানসিটি।
শেয়ার করুন