প্রথম দিন ভারতের
ক্রীড়া ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
এখনই নিশ্চিতভাবে বলার সময় আসেনি। তবে প্রথম দিনের ইঙ্গিত স্পষ্ট। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের উইকেটে তেমন পরিবর্তন হয়নি। আগের মতোই ফ্লাট। বোলাররা উইকেটের জন্য হা-পিত্যেশ করছেন। ব্যাটসম্যানরা খেলছেন মনের আনন্দে। ফলে যা হওয়ার তাই হয়েছে। টস জিতে ব্যাট করতে নেমে ভারত প্রথম দিন শেষে ২ উইকেটে করেছে ২১৫ রান। চেতেশ্বর পুজারা ৬৮ রানে অপরাজিত। অন্যপ্রান্তে নিজের মতোই খেলছেন বিরাট কোহলি। ৪৭ রানে ব্যাট করছিলেন ভারত অধিনায়ক। দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার বড় দুশ্চিন্তার কারণ হতে পারেন এই দুজন।
মেলবোর্নের সকালে অবশ্য মুগ্ধতা ছড়িয়েছিলেন অভিষিক্ত মায়াঙ্ক আগারওয়াল। চা বিরতির আগে ৭৬ রান করে আউট হন। এতেই রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন। সপ্তম ভারতীয় ওপেনার হিসেবে অভিষেকে হাফসেঞ্চুরি করেছেন তিনি। তবে অস্ট্রেলিয়ার মাটিতে আর কোনো ভারতীয় ওপেনার অভিষেকে তার চেয়ে বেশি রান করতে পারেনি। আগারওয়ালের এই কৃতিত্ব ভারতকে দুশ্চিন্তামুক্ত করেছে। অন্তত দলের একজন ওপেনার এই সফরে রান করলেন। হনুমা বিহারি ব্যর্থ হয়েছেন। ৬৬ বলে মাত্র ৮ রান করেন তিনি। মেলবোর্নে প্রথম উইকেটে ভারত তোলে ৪০ রান। দ্বিতীয় উইকেটে ৮৩ রানের জুটি গড়েন আগারওয়াল ও পুজারা। বাকি দিন অবিচ্ছিন্ন থেকে পার করেছে তৃতীয় উইকেটের জুটি। অভিষেকে রান পাওয়ার পর খুশি মায়াঙ্ক বলেছেন, ‘ভারতের টেস্ট ক্যাপ পরাটা অসাধারণ ব্যাপার। টুপিটা পরার সময় আমি আবেগে আপ্লুত ছিলাম।’ আবেগকে নিয়ন্ত্রণে রেখে এ ব্যাটসম্যান যে ভালো একটা ইনিংস খেলতে পেরেছেন তাতেই খুশি ভারতীয় দল। মেলবোর্নের নিষ্প্রাণ উইকেটে বড় রানের দিকে এগোচ্ছে সফরকারীরা। আজ পুজারা-কোহলির জুটি টিকে গেলে অস্ট্রেলিয়াকে বিপদে পড়তে হবে। প্রথম টেস্টে অসাধারণ সেঞ্চুরি করেছিলেন পুজারা। আর পার্থের আগুনে বোলিংয়ের বিপক্ষে কোহলির সেঞ্চুরির স্মৃতি তো এখনো টাটকা। মেলবোর্নে আজ দ্বিতীয় দিন এই দুজন টিকে গেলে ভারতের বড় রানের লক্ষ্য পূরণ হবে।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস : ২১৫/২ (আগারওয়াল ৭৬, পুজারা ৬৮ ব্যাটিং, কোহলি ৪৭ ব্যাটিং; কামিন্স ২/৪০)।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

এখনই নিশ্চিতভাবে বলার সময় আসেনি। তবে প্রথম দিনের ইঙ্গিত স্পষ্ট। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের উইকেটে তেমন পরিবর্তন হয়নি। আগের মতোই ফ্লাট। বোলাররা উইকেটের জন্য হা-পিত্যেশ করছেন। ব্যাটসম্যানরা খেলছেন মনের আনন্দে। ফলে যা হওয়ার তাই হয়েছে। টস জিতে ব্যাট করতে নেমে ভারত প্রথম দিন শেষে ২ উইকেটে করেছে ২১৫ রান। চেতেশ্বর পুজারা ৬৮ রানে অপরাজিত। অন্যপ্রান্তে নিজের মতোই খেলছেন বিরাট কোহলি। ৪৭ রানে ব্যাট করছিলেন ভারত অধিনায়ক। দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার বড় দুশ্চিন্তার কারণ হতে পারেন এই দুজন।
মেলবোর্নের সকালে অবশ্য মুগ্ধতা ছড়িয়েছিলেন অভিষিক্ত মায়াঙ্ক আগারওয়াল। চা বিরতির আগে ৭৬ রান করে আউট হন। এতেই রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন। সপ্তম ভারতীয় ওপেনার হিসেবে অভিষেকে হাফসেঞ্চুরি করেছেন তিনি। তবে অস্ট্রেলিয়ার মাটিতে আর কোনো ভারতীয় ওপেনার অভিষেকে তার চেয়ে বেশি রান করতে পারেনি। আগারওয়ালের এই কৃতিত্ব ভারতকে দুশ্চিন্তামুক্ত করেছে। অন্তত দলের একজন ওপেনার এই সফরে রান করলেন। হনুমা বিহারি ব্যর্থ হয়েছেন। ৬৬ বলে মাত্র ৮ রান করেন তিনি। মেলবোর্নে প্রথম উইকেটে ভারত তোলে ৪০ রান। দ্বিতীয় উইকেটে ৮৩ রানের জুটি গড়েন আগারওয়াল ও পুজারা। বাকি দিন অবিচ্ছিন্ন থেকে পার করেছে তৃতীয় উইকেটের জুটি। অভিষেকে রান পাওয়ার পর খুশি মায়াঙ্ক বলেছেন, ‘ভারতের টেস্ট ক্যাপ পরাটা অসাধারণ ব্যাপার। টুপিটা পরার সময় আমি আবেগে আপ্লুত ছিলাম।’ আবেগকে নিয়ন্ত্রণে রেখে এ ব্যাটসম্যান যে ভালো একটা ইনিংস খেলতে পেরেছেন তাতেই খুশি ভারতীয় দল। মেলবোর্নের নিষ্প্রাণ উইকেটে বড় রানের দিকে এগোচ্ছে সফরকারীরা। আজ পুজারা-কোহলির জুটি টিকে গেলে অস্ট্রেলিয়াকে বিপদে পড়তে হবে। প্রথম টেস্টে অসাধারণ সেঞ্চুরি করেছিলেন পুজারা। আর পার্থের আগুনে বোলিংয়ের বিপক্ষে কোহলির সেঞ্চুরির স্মৃতি তো এখনো টাটকা। মেলবোর্নে আজ দ্বিতীয় দিন এই দুজন টিকে গেলে ভারতের বড় রানের লক্ষ্য পূরণ হবে।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস : ২১৫/২ (আগারওয়াল ৭৬, পুজারা ৬৮ ব্যাটিং, কোহলি ৪৭ ব্যাটিং; কামিন্স ২/৪০)।