মেলবোর্নে শক্ত অবস্থানে ভারত
ক্রীড়া ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
প্রাণহীন উইকেট। তবে ব্যাটিং সহায়ক। বোলারদের জন্য আন-ইভেন বাউন্স ছাড়া আশার কিছু নেই। অস্ট্রেলিয়াকে আরো নিরাশ করেছে ভারতীয় ব্যাটিং। যা ছিল মন্থর, সাবধানী, কিছুটা প্রাণবন্তও। চেতেশ্বর পুজারা সেঞ্চুরি করেছেন। বিরাট কোহলি অল্পের জন্য মিস করেছেন। ফেরার ম্যাচে রোহিত শর্মার অপরাজিত ৬৩ রান। এই তিনে মিলে মেলবোর্নে রাজত্ব ভারতের।
দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার কিছু আগে ৭ উইকেটে ৪৪৩ রানে ইনিংস ঘোষণা করে তারা। অস্ট্রেলিয়া ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৮ রান তুলেছে।
সারা দিনে উইকেটে পড়েছে মোটে ৫টি। প্রথম দিনের ২ উইকেট ধরলে মোট ৭ উইকেটের পতন দেখেছে মেলবোর্ন। দুদিনে খেলা হয়েছে ১৭৫.৪ ওভার। উঠেছে ৪৫১ রান।
আজও পরিস্থিতি না বদলালে গত বছরের মতোই মেলবোর্নের উইকেট নিয়ে প্রশ্ন উঠবে। প্রশ্ন উঠবে অস্ট্রেলিয়ার বোলিং সামর্থ্য নিয়েও। মিচেল স্টার্ক কিছু করতে পারেননি। প্যাট কামিন্স ৩ উইকেট পেয়েছেন। যদিও প্রভাব বিস্তার করতে পারেননি। হঠাৎ নিচু হওয়া বলে পুজারাকে আউট করে উচ্ছ্বাসও দেখাননি তাই। লায়ন ৪০ ওভার বল করার পর উইকেটের দেখা পেয়েছেন।
উইকেটে বাউন্স না থাকায় তার ফুল লেন্থ ডেলিভারি কাভার ও মিড উইকেটে খেলেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। অফ স্পিনের বিপক্ষে পা-টাও ব্যবহার করেছেন দক্ষতার সঙ্গে। অথচ অ্যাডিলেড আর পার্থে এই লায়নই বাউন্সের কারণে ভয়ংকর ছিলেন।
গতকাল অজিঙ্কা রাহানে তার একটি নিচু হয়ে যাওয়া বলে এলবিডব্লিউ হন। পুজারার ১৭তম টেস্ট সেঞ্চুরি, কোহলির ৮২ এবং রোহিতের ধৈর্যশীলতার চেয়েও লায়নের এই নিচু হওয়া বলে রাহানের আউট আশান্বিত করছে ভারতকে। অধিনায়ক কোহলি হয়তো ভাবছেন রবীন্দ্র জাদেজার বলেও এমন কিছু যদি হয়!
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস : ৪৪৩/৭ডি. (আগারওয়াল ৭৬, পুজারা ১০৬, কোহলি ৮২, রোহিত ৬৩*; কামিন্স ৩/৭২, স্টার্ক ২/৮৭)। অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৮/০ (হ্যারিস ৫*, ফিঞ্চ ৩*)।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

প্রাণহীন উইকেট। তবে ব্যাটিং সহায়ক। বোলারদের জন্য আন-ইভেন বাউন্স ছাড়া আশার কিছু নেই। অস্ট্রেলিয়াকে আরো নিরাশ করেছে ভারতীয় ব্যাটিং। যা ছিল মন্থর, সাবধানী, কিছুটা প্রাণবন্তও। চেতেশ্বর পুজারা সেঞ্চুরি করেছেন। বিরাট কোহলি অল্পের জন্য মিস করেছেন। ফেরার ম্যাচে রোহিত শর্মার অপরাজিত ৬৩ রান। এই তিনে মিলে মেলবোর্নে রাজত্ব ভারতের।
দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার কিছু আগে ৭ উইকেটে ৪৪৩ রানে ইনিংস ঘোষণা করে তারা। অস্ট্রেলিয়া ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৮ রান তুলেছে।
সারা দিনে উইকেটে পড়েছে মোটে ৫টি। প্রথম দিনের ২ উইকেট ধরলে মোট ৭ উইকেটের পতন দেখেছে মেলবোর্ন। দুদিনে খেলা হয়েছে ১৭৫.৪ ওভার। উঠেছে ৪৫১ রান।
আজও পরিস্থিতি না বদলালে গত বছরের মতোই মেলবোর্নের উইকেট নিয়ে প্রশ্ন উঠবে। প্রশ্ন উঠবে অস্ট্রেলিয়ার বোলিং সামর্থ্য নিয়েও। মিচেল স্টার্ক কিছু করতে পারেননি। প্যাট কামিন্স ৩ উইকেট পেয়েছেন। যদিও প্রভাব বিস্তার করতে পারেননি। হঠাৎ নিচু হওয়া বলে পুজারাকে আউট করে উচ্ছ্বাসও দেখাননি তাই। লায়ন ৪০ ওভার বল করার পর উইকেটের দেখা পেয়েছেন।
উইকেটে বাউন্স না থাকায় তার ফুল লেন্থ ডেলিভারি কাভার ও মিড উইকেটে খেলেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। অফ স্পিনের বিপক্ষে পা-টাও ব্যবহার করেছেন দক্ষতার সঙ্গে। অথচ অ্যাডিলেড আর পার্থে এই লায়নই বাউন্সের কারণে ভয়ংকর ছিলেন।
গতকাল অজিঙ্কা রাহানে তার একটি নিচু হয়ে যাওয়া বলে এলবিডব্লিউ হন। পুজারার ১৭তম টেস্ট সেঞ্চুরি, কোহলির ৮২ এবং রোহিতের ধৈর্যশীলতার চেয়েও লায়নের এই নিচু হওয়া বলে রাহানের আউট আশান্বিত করছে ভারতকে। অধিনায়ক কোহলি হয়তো ভাবছেন রবীন্দ্র জাদেজার বলেও এমন কিছু যদি হয়!
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস : ৪৪৩/৭ডি. (আগারওয়াল ৭৬, পুজারা ১০৬, কোহলি ৮২, রোহিত ৬৩*; কামিন্স ৩/৭২, স্টার্ক ২/৮৭)। অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৮/০ (হ্যারিস ৫*, ফিঞ্চ ৩*)।