বাদ পড়ে দুর্ধর্ষ হ্যান্ডসকম্ব
ক্রীড়া ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
নিজের রাজ্য ভিক্টোরিয়ায় ভারতের বিপক্ষে তৃতীয় টেস্ট হচ্ছে। অথচ বাদ পড়েছেন পিটার হ্যান্ডসকম্ব। কষ্টটা বুঝি কমাচ্ছেন বিগ ব্যাশে। গতকাল তার দুর্দান্ত ব্যাটিংয়ে এবারের প্রথম জয় পেয়েছে মেলবোর্ন স্টার্স। তার ৭০ রানে সিডনি সিক্সার্সের বিপক্ষে ৩১ বল বাকি থাকতে ৫ উইকেটে জিতেছে স্টার্স।
টস হেরে ব্যাটিংয়ে নামা সিক্সার্স ৯ উইকেটে ১৩০ রান তোলে। জর্ডান সিল্ক ৪১ রানে অপরাজিত থাকেন। পেসার জ্যাকসন কোলম্যান ৩ এবং নেপালের স্পিনার সন্দিপ লামিচান নেন ২ উইকেট। ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে সিক্সার্স বোলারদের ব্যস্ত রাখেন হ্যান্ডসকম্ব। ২২ বলে করেন ফিফটি। ৯ চার আর ৩ ছক্কায় সাজানো তার ৩৫ বলে ৭০ রানের ইনিংস। ম্যাচসেরাও হয়েছেন।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

নিজের রাজ্য ভিক্টোরিয়ায় ভারতের বিপক্ষে তৃতীয় টেস্ট হচ্ছে। অথচ বাদ পড়েছেন পিটার হ্যান্ডসকম্ব। কষ্টটা বুঝি কমাচ্ছেন বিগ ব্যাশে। গতকাল তার দুর্দান্ত ব্যাটিংয়ে এবারের প্রথম জয় পেয়েছে মেলবোর্ন স্টার্স। তার ৭০ রানে সিডনি সিক্সার্সের বিপক্ষে ৩১ বল বাকি থাকতে ৫ উইকেটে জিতেছে স্টার্স।
টস হেরে ব্যাটিংয়ে নামা সিক্সার্স ৯ উইকেটে ১৩০ রান তোলে। জর্ডান সিল্ক ৪১ রানে অপরাজিত থাকেন। পেসার জ্যাকসন কোলম্যান ৩ এবং নেপালের স্পিনার সন্দিপ লামিচান নেন ২ উইকেট। ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে সিক্সার্স বোলারদের ব্যস্ত রাখেন হ্যান্ডসকম্ব। ২২ বলে করেন ফিফটি। ৯ চার আর ৩ ছক্কায় সাজানো তার ৩৫ বলে ৭০ রানের ইনিংস। ম্যাচসেরাও হয়েছেন।
শেয়ার করুন