রাজশাহী কিংসে হাফিজ
ক্রীড়া ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
রাজশাহী কিংস দলে নিয়েছে পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হাফিজকে। দলটির নির্বাহী কর্মকর্তা এই খবরটি নিশ্চিত করেছেন। এবারই প্রথম বিপিএল খেলবেন হাফিজ। গত বছর কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাকে দলে নিলেও নিজের বোলিং অ্যাকশন নিয়ে কাজ করায় খেলেননি। আপাতত রাজশাহী কিংসের প্রথম পাঁচ ম্যাচে দেখা যাবে ৩৮ বছর বয়সী ডানহাতি এ ব্যাটসম্যানকে।
এরপর যদি দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তান ওয়ানডে দলে সুযোগ পান তাহলে খেলবেন না বাকি ম্যাচগুলোতে। এখন পর্যন্ত ২৫২টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৩১৭ রান করেছেন এ অলরাউন্ডার।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

রাজশাহী কিংস দলে নিয়েছে পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হাফিজকে। দলটির নির্বাহী কর্মকর্তা এই খবরটি নিশ্চিত করেছেন। এবারই প্রথম বিপিএল খেলবেন হাফিজ। গত বছর কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাকে দলে নিলেও নিজের বোলিং অ্যাকশন নিয়ে কাজ করায় খেলেননি। আপাতত রাজশাহী কিংসের প্রথম পাঁচ ম্যাচে দেখা যাবে ৩৮ বছর বয়সী ডানহাতি এ ব্যাটসম্যানকে।
এরপর যদি দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তান ওয়ানডে দলে সুযোগ পান তাহলে খেলবেন না বাকি ম্যাচগুলোতে। এখন পর্যন্ত ২৫২টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৩১৭ রান করেছেন এ অলরাউন্ডার।
শেয়ার করুন