এই কারণে!
| ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
হোসে মরিনহো বিদায় হলেন। পল পগবার ফর্মও পেখম মেলল। দুইয়ের মধ্যে যারা কার্যকারণ যোগ খুঁজছেন তাদের জন্য একটা খবর। মারিয়া সালুস সন্তানসম্ভবা। মানে বাবা হচ্ছেন পগবা। এই খুশিতেই নাকি একের পর এক গোল করে চলেছেন ফরাসি তারকা। হাডার্সফিল্ডের বিপক্ষে জোড়া গোলে দলকে জিতিয়েছেন। ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারিতে বসে দেখছিলেন পার্টনার সালুস। তখনই টিভি ক্যামেরায় বেবি বাম্প ধরা পড়ে। মাঠে গোলের উদযাপনেও পগবাকে বেশি খুশি লাগে। দুয়ে-দুয়ে চার মিলিয়ে সবাই বলছেন পিতৃত্বের পথে হাঁটার আনন্দেই ফুটবলারের এমন ফর্ম। রোববার ম্যানইউর প্রতিপক্ষ বোর্নমাউথ। সেটিতেও গোল করলে বিষয়টা বুঝি প্রতিষ্ঠা পেয়ে যাবে! অবশ্য পগবা মুখে কিছু না বলা পর্যন্ত ত্রিমুখী আলোচনাও চলবে। কেউ বাবা প্রসঙ্গ, কেউবা মরিনহোর বিদায়ের কথা টানবেন। নতুন কোচ ওলে গানার সোলসকায়ের ফ্যাক্টর তো আছেই।
শেয়ার করুন
| ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

হোসে মরিনহো বিদায় হলেন। পল পগবার ফর্মও পেখম মেলল। দুইয়ের মধ্যে যারা কার্যকারণ যোগ খুঁজছেন তাদের জন্য একটা খবর। মারিয়া সালুস সন্তানসম্ভবা। মানে বাবা হচ্ছেন পগবা। এই খুশিতেই নাকি একের পর এক গোল করে চলেছেন ফরাসি তারকা। হাডার্সফিল্ডের বিপক্ষে জোড়া গোলে দলকে জিতিয়েছেন। ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারিতে বসে দেখছিলেন পার্টনার সালুস। তখনই টিভি ক্যামেরায় বেবি বাম্প ধরা পড়ে। মাঠে গোলের উদযাপনেও পগবাকে বেশি খুশি লাগে। দুয়ে-দুয়ে চার মিলিয়ে সবাই বলছেন পিতৃত্বের পথে হাঁটার আনন্দেই ফুটবলারের এমন ফর্ম। রোববার ম্যানইউর প্রতিপক্ষ বোর্নমাউথ। সেটিতেও গোল করলে বিষয়টা বুঝি প্রতিষ্ঠা পেয়ে যাবে! অবশ্য পগবা মুখে কিছু না বলা পর্যন্ত ত্রিমুখী আলোচনাও চলবে। কেউ বাবা প্রসঙ্গ, কেউবা মরিনহোর বিদায়ের কথা টানবেন। নতুন কোচ ওলে গানার সোলসকায়ের ফ্যাক্টর তো আছেই।
শেয়ার করুন