পেইনের ফাঁদ
রূপান্তর ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
স্টাম্প মাইকে খুব স্পষ্টই শোনা গেছে কথাটা। অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন পাশে দাঁড়ানো অ্যারন ফিঞ্চকে বলছেন, ‘আইপিএলে রাজস্থান রয়ালস আর মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে কাকে সমর্থন করব তাই নিয়ে দ্বিধায় থাকি। রোহিত একটা ছক্কা মারলে আমি মুম্বাইকে সমর্থন করব।’ রোহিত শর্মা অবশ্য পেইনের কথায় প্রলুব্ধ হয়ে ছক্কা মারেননি। শুধু হেসেছেন। তখন বল করছিলেন নাথান লায়ন। সিরিজের প্রথম দুই টেস্টে ভারতের বিপক্ষে দারুণ সফল ছিলেন এই অফ স্পিনার। মেলবোর্নে তাকে তাই সাবধানে খেলছিলেন রোহিত। পা বাড়িয়ে রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলতে দেখেই তাকে কথায় লোভ দেখানোর চেষ্টা পেইনের। তারপরও আগের মতো পা বাড়িয়ে ডিফেন্স। ইনিংস ঘোষণার আগে ১১৪ বলে ৬৪ রানে অপরাজিত ছিলেন ভারতীয় এ ব্যাটসম্যান। ইনিংসে ৫টি বাউন্ডারি মারলেও কোনো ছক্কার চেষ্টা ছিল না। অথচ তুলে তুলে ছক্কা মারার জন্য কি সুনামটাই না আছে রোহিতের!
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

স্টাম্প মাইকে খুব স্পষ্টই শোনা গেছে কথাটা। অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন পাশে দাঁড়ানো অ্যারন ফিঞ্চকে বলছেন, ‘আইপিএলে রাজস্থান রয়ালস আর মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে কাকে সমর্থন করব তাই নিয়ে দ্বিধায় থাকি। রোহিত একটা ছক্কা মারলে আমি মুম্বাইকে সমর্থন করব।’ রোহিত শর্মা অবশ্য পেইনের কথায় প্রলুব্ধ হয়ে ছক্কা মারেননি। শুধু হেসেছেন। তখন বল করছিলেন নাথান লায়ন। সিরিজের প্রথম দুই টেস্টে ভারতের বিপক্ষে দারুণ সফল ছিলেন এই অফ স্পিনার। মেলবোর্নে তাকে তাই সাবধানে খেলছিলেন রোহিত। পা বাড়িয়ে রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলতে দেখেই তাকে কথায় লোভ দেখানোর চেষ্টা পেইনের। তারপরও আগের মতো পা বাড়িয়ে ডিফেন্স। ইনিংস ঘোষণার আগে ১১৪ বলে ৬৪ রানে অপরাজিত ছিলেন ভারতীয় এ ব্যাটসম্যান। ইনিংসে ৫টি বাউন্ডারি মারলেও কোনো ছক্কার চেষ্টা ছিল না। অথচ তুলে তুলে ছক্কা মারার জন্য কি সুনামটাই না আছে রোহিতের!