এখন পগবাকে ছাড়তেই নারাজ ম্যানইউ!
ক্রীড়া ডেস্ক | ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
এখন পগবাকে ছাড়তেই নারাজ ম্যানইউ!
জুভেন্তাসে ফিরে যাওয়া একপ্রকার ঠিক হয়ে গিয়েছিল পল পগবার। মনে হচ্ছিল, জানুয়ারির দলবদলে বা সামনের গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে হবে। কিন্তু এক সপ্তাহের মধ্যে পাল্টে গেল সব! ম্যানইউ জানিয়ে দিয়েছে,কোথাও যাবে না পগবা। ওল্ড ট্র্যাফোর্ডেই থাকছেন। বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডারকে ঘিরেই সোনালি সময়ে ফেরার ছক কষবে রেড ডেভিলরা।
পগবাকে তুরিনে ফেরাতে ১২৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দেওয়ার প্রস্তুতি সেরেছিল জুভেন্তাস। শুধু এই ইতালিয়ান জায়ান্টই নয়, তরুণ এ তুর্কিকে পেতে দীর্ঘদিন অপেক্ষায় ছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনাও। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) নামও আসে আগ্রহীদের তালিকায়। হোসে মরিনহো ম্যানইউর কোচ থাকার সময়ে বিষয়টা এমন দাঁড়িয়েছিল যে, ম্যানইউ ছাড়ছেনই পগবা।
তবে কোন দলবদলে সেটাই ছিল আলোচনার বিষয়। এখন ক্লাবগুলোর হতাশ হওয়ার পালা। ম্যানইউর নির্বাহী ভাইস চেয়ারম্যান সাফ জানিয়ে দিয়েছেন, পগবা ক্লাবের সব ধরনের পরিকল্পনায় রয়েছে, মাঠে বা মাঠের বাইরে।
শেষ দুই ম্যাচে দলকে জেতানোয় দারুণ ভূমিকা পগবার। অন্তর্বর্তীকালীন কোচ ওলে গানার সোলসকায়েরও ২৫ বছর বয়সী তারকার প্রশংসায় মুখর, ‘পল সেরা এবং সেরা ফুটবলার। তাকে একাডেমিতে যেমন দেখেছিলাম এখনো তেমন খেলছে। আক্রমণে এমনিতেই সে ভালো, এর সঙ্গে তার উচ্চতা হেডের জন্য খুব কার্যকর। প্রতি ম্যাচ শেষে সবাই ক্লান্ত থাকে। ওকে দেখছি তখনো চনমনে। আমরা এমন পগবাকেই চেয়েছি। এখন ওকে ঘিরেই আমাদের পরিকল্পনা তৈরি হবে।’
২০১৬ সালে ট্রান্সফারের বিশ্বরেকর্ড গড়ে ফরাসি তারকা এসেছিলেন ম্যানইউতে। ছেড়েছিলেন জুভেন্তাস। এখন বিশ্ব ফুটবল ট্রান্সফারের ইতিহাসে পাঁচ নম্বর জায়গায় তিনি। পুরোনো চেহারায় পগবাকে কেন্দ্র করেই স্বর্ণসময় ফেরানোর ইচ্ছে তার ক্লাবের।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

জুভেন্তাসে ফিরে যাওয়া একপ্রকার ঠিক হয়ে গিয়েছিল পল পগবার। মনে হচ্ছিল, জানুয়ারির দলবদলে বা সামনের গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে হবে। কিন্তু এক সপ্তাহের মধ্যে পাল্টে গেল সব! ম্যানইউ জানিয়ে দিয়েছে,কোথাও যাবে না পগবা। ওল্ড ট্র্যাফোর্ডেই থাকছেন। বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডারকে ঘিরেই সোনালি সময়ে ফেরার ছক কষবে রেড ডেভিলরা।
পগবাকে তুরিনে ফেরাতে ১২৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দেওয়ার প্রস্তুতি সেরেছিল জুভেন্তাস। শুধু এই ইতালিয়ান জায়ান্টই নয়, তরুণ এ তুর্কিকে পেতে দীর্ঘদিন অপেক্ষায় ছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনাও। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) নামও আসে আগ্রহীদের তালিকায়। হোসে মরিনহো ম্যানইউর কোচ থাকার সময়ে বিষয়টা এমন দাঁড়িয়েছিল যে, ম্যানইউ ছাড়ছেনই পগবা।
তবে কোন দলবদলে সেটাই ছিল আলোচনার বিষয়। এখন ক্লাবগুলোর হতাশ হওয়ার পালা। ম্যানইউর নির্বাহী ভাইস চেয়ারম্যান সাফ জানিয়ে দিয়েছেন, পগবা ক্লাবের সব ধরনের পরিকল্পনায় রয়েছে, মাঠে বা মাঠের বাইরে।
শেষ দুই ম্যাচে দলকে জেতানোয় দারুণ ভূমিকা পগবার। অন্তর্বর্তীকালীন কোচ ওলে গানার সোলসকায়েরও ২৫ বছর বয়সী তারকার প্রশংসায় মুখর, ‘পল সেরা এবং সেরা ফুটবলার। তাকে একাডেমিতে যেমন দেখেছিলাম এখনো তেমন খেলছে। আক্রমণে এমনিতেই সে ভালো, এর সঙ্গে তার উচ্চতা হেডের জন্য খুব কার্যকর। প্রতি ম্যাচ শেষে সবাই ক্লান্ত থাকে। ওকে দেখছি তখনো চনমনে। আমরা এমন পগবাকেই চেয়েছি। এখন ওকে ঘিরেই আমাদের পরিকল্পনা তৈরি হবে।’
২০১৬ সালে ট্রান্সফারের বিশ্বরেকর্ড গড়ে ফরাসি তারকা এসেছিলেন ম্যানইউতে। ছেড়েছিলেন জুভেন্তাস। এখন বিশ্ব ফুটবল ট্রান্সফারের ইতিহাসে পাঁচ নম্বর জায়গায় তিনি। পুরোনো চেহারায় পগবাকে কেন্দ্র করেই স্বর্ণসময় ফেরানোর ইচ্ছে তার ক্লাবের।