রিয়ালকে মদ্রিচের ‘না’
ক্রীড়া ডেস্ক | ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
রিয়াল মাদ্রিদের টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় ভূমিকা ছিল ক্রোয়েশিয়ান প্লেমেকার লুকা মদ্রিচের। এরপর বিশ্বকাপে ক্রোয়েশিয়ার হয়ে দ্যুতি ছড়ালেন। টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়ে জিতেছেন গোল্ডেন বল। বিশ্বকাপের পর থেকেই বছরটি দারুণ কাটছে তার। জিতেছেন ফিফার দ্য বেস্ট পুরস্কার। পরে এক দশকের ঐতিহ্য ভেঙে ব্যালন ডি’অরও উঠল মদ্রিচের হাতে।২০০৭-এর পর গত ১০ বছরে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোই জিতেছিলেন উয়েফার বর্ষসেরা পুরস্কারটি। এতসব কিছুতে মদ্রিচের দাম বাড়াই স্বাভাবিক। আর তাই নতুন চুক্তি নিয়ে হাজির তার ক্লাব রিয়াল মাদ্রিদ। এ বছরের সেরা তারকাকে দলেই রেখে দিতে চায় ক্লাবটি। তবে বিধিবাম, মদ্রিচ নাকি ফিরিয়ে দিয়েছেন রিয়ালের প্রস্তাব।
বর্তমান চুক্তি অনুযায়ী ২০২০ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন মদ্রিচ। কিন্তু বিশ্বকাপের পর থেকে রব উঠেছে ইন্তার মিলানে চলে যেতে পারেন এ ক্রোয়াট। কিন্তু এখনকার সেরা তারকাকে ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। তবে টেলি মাদ্রিদের বরাত দিয়ে এএস বলছে, রিয়ালের নতুন চুক্তি প্রত্যাখ্যান করেছেন মদ্রিচ। মাদ্রিদ কর্র্তৃপক্ষ বেতন-ভাতা বাড়িয়ে তার জন্য নতুন আরো একটি চুক্তি তৈরি করেছে।
এদিকে বিশ্বকাপ রানার্সআপ ক্রোয়েশিয়ার অধিনায়ককে পেতে মরিয়া ইন্তার মিলান। আগামী গ্রীষ্মের দলবদলে মদ্রিচকে পেতে ফের চেষ্টা করবে ইতালিয়ান জায়ান্টরা।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

রিয়াল মাদ্রিদের টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় ভূমিকা ছিল ক্রোয়েশিয়ান প্লেমেকার লুকা মদ্রিচের। এরপর বিশ্বকাপে ক্রোয়েশিয়ার হয়ে দ্যুতি ছড়ালেন। টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়ে জিতেছেন গোল্ডেন বল। বিশ্বকাপের পর থেকেই বছরটি দারুণ কাটছে তার। জিতেছেন ফিফার দ্য বেস্ট পুরস্কার। পরে এক দশকের ঐতিহ্য ভেঙে ব্যালন ডি’অরও উঠল মদ্রিচের হাতে।২০০৭-এর পর গত ১০ বছরে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোই জিতেছিলেন উয়েফার বর্ষসেরা পুরস্কারটি। এতসব কিছুতে মদ্রিচের দাম বাড়াই স্বাভাবিক। আর তাই নতুন চুক্তি নিয়ে হাজির তার ক্লাব রিয়াল মাদ্রিদ। এ বছরের সেরা তারকাকে দলেই রেখে দিতে চায় ক্লাবটি। তবে বিধিবাম, মদ্রিচ নাকি ফিরিয়ে দিয়েছেন রিয়ালের প্রস্তাব।
বর্তমান চুক্তি অনুযায়ী ২০২০ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন মদ্রিচ। কিন্তু বিশ্বকাপের পর থেকে রব উঠেছে ইন্তার মিলানে চলে যেতে পারেন এ ক্রোয়াট। কিন্তু এখনকার সেরা তারকাকে ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। তবে টেলি মাদ্রিদের বরাত দিয়ে এএস বলছে, রিয়ালের নতুন চুক্তি প্রত্যাখ্যান করেছেন মদ্রিচ। মাদ্রিদ কর্র্তৃপক্ষ বেতন-ভাতা বাড়িয়ে তার জন্য নতুন আরো একটি চুক্তি তৈরি করেছে।
এদিকে বিশ্বকাপ রানার্সআপ ক্রোয়েশিয়ার অধিনায়ককে পেতে মরিয়া ইন্তার মিলান। আগামী গ্রীষ্মের দলবদলে মদ্রিচকে পেতে ফের চেষ্টা করবে ইতালিয়ান জায়ান্টরা।