আসেনসিওকে দিয়ে সালাহ!
| ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
লিভারপুল তারকা মোহামেদ সালাহর দিকে আরো আগেই নজর ছিল রিয়াল মাদ্রিদের। বিশ্বকাপের পর ক্রিশ্চিয়ানো রোনালদো দল ছেড়ে দেওয়ায় মিসর তারকার প্রতি আগ্রহ আরো বাড়ে স্প্যানিশ জায়ান্টদের। কিন্তু লিভারপুল তাদের সেরা সম্পদকে নিয়ে বেশ সতর্ক। অল রেডদের হয়ে সালাহ যেমনটা পারফর্ম করে চলেছেন তাতে এ ফরোয়ার্ডকে ছাড়ার কথা ভাবতেই পারে না ইংলিশ জায়ান্টরা।
এদিকে ফ্লোরেন্তিনো পেরেজ বসে থাকার পাত্র নন। ২০১৯ সালে দলকে আরো ধারালো করতে ইউরোপের সেরাদের চাই রিয়াল প্রেসিডেন্টের। শুরুতেই হাত বাড়িয়েছেন সালাহর দিকে। রোনালদোর অভাব পূরণে জানুয়ারির দলবদলে মিসরের ‘মেসি’কে যেকোনো মূল্যে চান পেরেজ। কোনো চুক্তিতেই দ্বিধা নেই। লিভারপুল চাইলে ওই চুক্তির সঙ্গে স্প্যানিশ স্ট্রাইকার মার্কো আসেনসিওকেও দিতে রাজি তিনি। স্প্যানিশ সংবাদ মাধ্যম এল গোল ডিজিটাল প্রকাশ করেছে এমন খবর।
এই মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে ১৫ গোল করা সালাহ আরেকটি সেরা সময় কাটাচ্ছেন। এদিকে লিগে ১৬ ম্যাচে মাত্র এক গোল আসেনসিওর। গতবারের সাফল্যের পুনরাবৃত্তি হচ্ছে না। দেখার বিষয়, লিভারপুল টাকাকড়ি ও ফর্মহীন একজনের বদলে ইনফর্ম ফরোয়ার্ডকে আদৌ ছাড়ে কি না।
শেয়ার করুন
| ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

লিভারপুল তারকা মোহামেদ সালাহর দিকে আরো আগেই নজর ছিল রিয়াল মাদ্রিদের। বিশ্বকাপের পর ক্রিশ্চিয়ানো রোনালদো দল ছেড়ে দেওয়ায় মিসর তারকার প্রতি আগ্রহ আরো বাড়ে স্প্যানিশ জায়ান্টদের। কিন্তু লিভারপুল তাদের সেরা সম্পদকে নিয়ে বেশ সতর্ক। অল রেডদের হয়ে সালাহ যেমনটা পারফর্ম করে চলেছেন তাতে এ ফরোয়ার্ডকে ছাড়ার কথা ভাবতেই পারে না ইংলিশ জায়ান্টরা।
এদিকে ফ্লোরেন্তিনো পেরেজ বসে থাকার পাত্র নন। ২০১৯ সালে দলকে আরো ধারালো করতে ইউরোপের সেরাদের চাই রিয়াল প্রেসিডেন্টের। শুরুতেই হাত বাড়িয়েছেন সালাহর দিকে। রোনালদোর অভাব পূরণে জানুয়ারির দলবদলে মিসরের ‘মেসি’কে যেকোনো মূল্যে চান পেরেজ। কোনো চুক্তিতেই দ্বিধা নেই। লিভারপুল চাইলে ওই চুক্তির সঙ্গে স্প্যানিশ স্ট্রাইকার মার্কো আসেনসিওকেও দিতে রাজি তিনি। স্প্যানিশ সংবাদ মাধ্যম এল গোল ডিজিটাল প্রকাশ করেছে এমন খবর।
এই মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে ১৫ গোল করা সালাহ আরেকটি সেরা সময় কাটাচ্ছেন। এদিকে লিগে ১৬ ম্যাচে মাত্র এক গোল আসেনসিওর। গতবারের সাফল্যের পুনরাবৃত্তি হচ্ছে না। দেখার বিষয়, লিভারপুল টাকাকড়ি ও ফর্মহীন একজনের বদলে ইনফর্ম ফরোয়ার্ডকে আদৌ ছাড়ে কি না।