কন্যা চাই
| ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
ফাইল ছবি
লিওনেল মেসির এখন চাই একটা ফুটফুটে কন্যাসন্তান। এক সাক্ষাৎকারে সম্প্রতি তাই জানিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। প্রশ্ন ছিল, তিন সন্তানই কি যথেষ্ট না আরো চান? মেসির জবাব, ‘চিরো কেবল দাঁড়াতে শিখছে। আন্তোনেলা (রোকুজ্জো) আর আমার একটা মেয়ে হলে মন্দ হয় না। দেখা যাক কী হয়।’ তাদের তিন ছেলে। থিয়াগো ৬ বছরের, মাতেও ৩। ৯ মাস চিরোর। পরিবার ও সন্তানদের নিয়ে ওখানে অনেক কথাই বলেছেন মেসি। এখন তার কাছে ফুটবল না পরিবার কোনটা বেশি গুরুত্বপূর্ণ এমন প্রশ্নে বার্সেলোনা তারকার অকপট স্বীকারোক্তি, ‘বাবা হওয়ার পর থেকে পরিবারই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি ফুটবল ভালোবাসি। এটা নিয়েই থাকি। কিন্তু পরিবার সবার ওপরে।’ এখন নাকি ম্যাচ হারলে থিয়াগো আর মাতেওর কাছে রীতিমতো জবাবদিহি করতে হয় মেসিকে! ঘরে দেখি খুদে সমালোচক
শেয়ার করুন
| ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

ফাইল ছবি
লিওনেল মেসির এখন চাই একটা ফুটফুটে কন্যাসন্তান। এক সাক্ষাৎকারে সম্প্রতি তাই জানিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। প্রশ্ন ছিল, তিন সন্তানই কি যথেষ্ট না আরো চান? মেসির জবাব, ‘চিরো কেবল দাঁড়াতে শিখছে। আন্তোনেলা (রোকুজ্জো) আর আমার একটা মেয়ে হলে মন্দ হয় না। দেখা যাক কী হয়।’ তাদের তিন ছেলে। থিয়াগো ৬ বছরের, মাতেও ৩। ৯ মাস চিরোর। পরিবার ও সন্তানদের নিয়ে ওখানে অনেক কথাই বলেছেন মেসি। এখন তার কাছে ফুটবল না পরিবার কোনটা বেশি গুরুত্বপূর্ণ এমন প্রশ্নে বার্সেলোনা তারকার অকপট স্বীকারোক্তি, ‘বাবা হওয়ার পর থেকে পরিবারই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি ফুটবল ভালোবাসি। এটা নিয়েই থাকি। কিন্তু পরিবার সবার ওপরে।’ এখন নাকি ম্যাচ হারলে থিয়াগো আর মাতেওর কাছে রীতিমতো জবাবদিহি করতে হয় মেসিকে! ঘরে দেখি খুদে সমালোচক
শেয়ার করুন