হ্যামস্ট্রিং ইনজুরিতে ম্যাথিউস
ক্রীড়া ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ইনজুরিতে পড়েছেন। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। ইনজুরির অবস্থা জানতে স্ক্যানের জন্য হাসপাতালে পাঠানো হয় তাকে। ম্যাথিউসের ইনজুরি কতটা গুরুতর এবং শেষ দিনে ব্যাট করতে পারবেন কি না তা জানা যাবে স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর।
নিউজিল্যান্ডের দেওয়া ৬৬০ রানের বিশাল টার্গেটে ব্যাট করছিলেন ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল। ৩৮ বলে ১৪ রান নিয়ে ক্রিজে ছিলেন লঙ্কান সাবেক অধিনায়ক। ট্রেন্ট বোল্টের বল মিড অফে ঠেলে দিয়ে ২ রান নেওয়ার জন্য দৌড় দেন তিনি। প্রথম রান শেষ করে দ্বিতীয় রান নেওয়ার সময় তার বাম পায়ে টান পড়ে। ডান পায়ে ভর দিয়ে খোঁড়াতে খোঁড়াতে দ্রুত পপিং ক্রিজে পৌঁছান। এরপর মাঠে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফের ব্যাটিং শুরু করেন তিনি। দ্বিতীয় সেশনের শেষ ওভারে বাম পায়ে আর প্রেসার দিতে পারছিলেন না মিডল অর্ডার ব্যাটসম্যান ম্যাথিউস। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে তিনি ৫৪ বলে ২২ রান করেন।
নিউজিল্যান্ড সফরে এখন পর্যন্ত সেরা পারফরমার ম্যাথিউস। প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৮৩ এবং দ্বিতীয় ইনিংসে ৩২৩ বলে অপরাজিত ১২০ রানের ইনিংস খেলেন তিনি। ম্যাথিউস ও কুশল মেন্ডিসের লড়াকু ইনিংসে প্রথম টেস্ট ড্র করেছিল শ্রীলঙ্কা।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ইনজুরিতে পড়েছেন। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। ইনজুরির অবস্থা জানতে স্ক্যানের জন্য হাসপাতালে পাঠানো হয় তাকে। ম্যাথিউসের ইনজুরি কতটা গুরুতর এবং শেষ দিনে ব্যাট করতে পারবেন কি না তা জানা যাবে স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর।
নিউজিল্যান্ডের দেওয়া ৬৬০ রানের বিশাল টার্গেটে ব্যাট করছিলেন ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল। ৩৮ বলে ১৪ রান নিয়ে ক্রিজে ছিলেন লঙ্কান সাবেক অধিনায়ক। ট্রেন্ট বোল্টের বল মিড অফে ঠেলে দিয়ে ২ রান নেওয়ার জন্য দৌড় দেন তিনি। প্রথম রান শেষ করে দ্বিতীয় রান নেওয়ার সময় তার বাম পায়ে টান পড়ে। ডান পায়ে ভর দিয়ে খোঁড়াতে খোঁড়াতে দ্রুত পপিং ক্রিজে পৌঁছান। এরপর মাঠে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফের ব্যাটিং শুরু করেন তিনি। দ্বিতীয় সেশনের শেষ ওভারে বাম পায়ে আর প্রেসার দিতে পারছিলেন না মিডল অর্ডার ব্যাটসম্যান ম্যাথিউস। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে তিনি ৫৪ বলে ২২ রান করেন।
নিউজিল্যান্ড সফরে এখন পর্যন্ত সেরা পারফরমার ম্যাথিউস। প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৮৩ এবং দ্বিতীয় ইনিংসে ৩২৩ বলে অপরাজিত ১২০ রানের ইনিংস খেলেন তিনি। ম্যাথিউস ও কুশল মেন্ডিসের লড়াকু ইনিংসে প্রথম টেস্ট ড্র করেছিল শ্রীলঙ্কা।