টেম্পোরারি ক্যাপটেন
রূপান্তর ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হবে আর সেøজিং হবে না তা কি হয়? তবে এ ক্ষেত্রে অজি অধিনায়ক টিম পেইনকে সেøজিংয়ে প্রত্যুত্তর দিয়েছেন ঋষভ পান্ত। কী বলেছেন? ‘টেম্পোরারি ক্যাপটেন’। কেন বলেছেন? কারণ মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে পান্ত যখন ব্যাট করছিলেন তখন উইকেটের পেছনে দাঁড়িয়ে একনাগাড়ে সেøজিং করেছিলেন পেইন। বলেছিলেন, ‘তুমি কি বাচ্চাদের দেখাশোনা করতে পারবে? আমার ছেলেকে সামলাতে পারলে বউকে নিয়ে আমি সিনেমায় যেতে পারি।’ সেই সময় সেøজিংয়ের কোনো উত্তর দেননি পান্ত। তবে গতকাল যখন উইকেটে ছিলেন পেইন তখন ঠিকই জবাবটা দিয়েছেন। স্ট্যাম্প মাইকে শোনাও গেছে তা। পাশে দাঁড়ানো মায়াঙ্ক আগারওয়ালকে উদ্দেশ্য করে ভারতীয় উইকেটকিপার বলেছেন, ‘তুমি কি টেম্পোরারি ক্যাপটেন নামে কোনো কিছু শুনেছ মায়াঙ্ক?’ শুধু এটুকু বলেই থামেননি। রীতিমতো অবজ্ঞার স্বরে বলেছেন, ‘ওকে আউট করার দরকার নেই। ও কেবল কথা বলতেই ভালোবাসে। আর ওটাই ও পারে শুধু।’ পরে উইকেটের পেছনে রবীন্দ্র জাদেজার বলে পেইনের ক্যাচটি নেন পান্ত।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হবে আর সেøজিং হবে না তা কি হয়? তবে এ ক্ষেত্রে অজি অধিনায়ক টিম পেইনকে সেøজিংয়ে প্রত্যুত্তর দিয়েছেন ঋষভ পান্ত। কী বলেছেন? ‘টেম্পোরারি ক্যাপটেন’। কেন বলেছেন? কারণ মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে পান্ত যখন ব্যাট করছিলেন তখন উইকেটের পেছনে দাঁড়িয়ে একনাগাড়ে সেøজিং করেছিলেন পেইন। বলেছিলেন, ‘তুমি কি বাচ্চাদের দেখাশোনা করতে পারবে? আমার ছেলেকে সামলাতে পারলে বউকে নিয়ে আমি সিনেমায় যেতে পারি।’ সেই সময় সেøজিংয়ের কোনো উত্তর দেননি পান্ত। তবে গতকাল যখন উইকেটে ছিলেন পেইন তখন ঠিকই জবাবটা দিয়েছেন। স্ট্যাম্প মাইকে শোনাও গেছে তা। পাশে দাঁড়ানো মায়াঙ্ক আগারওয়ালকে উদ্দেশ্য করে ভারতীয় উইকেটকিপার বলেছেন, ‘তুমি কি টেম্পোরারি ক্যাপটেন নামে কোনো কিছু শুনেছ মায়াঙ্ক?’ শুধু এটুকু বলেই থামেননি। রীতিমতো অবজ্ঞার স্বরে বলেছেন, ‘ওকে আউট করার দরকার নেই। ও কেবল কথা বলতেই ভালোবাসে। আর ওটাই ও পারে শুধু।’ পরে উইকেটের পেছনে রবীন্দ্র জাদেজার বলে পেইনের ক্যাচটি নেন পান্ত।