সালাহকে নিয়ে ভুল ভেঙেছে
ক্রীড়া ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
মোহামেদ সালাহকে কেনার সুযোগ ছিল উনাই এমেরির। কিন্তু মিসর তারকাকে বিশেষ কিছু মনে হয়নি তার। তাই ২০১৫-১৬ মৌসুমে সালাহর এজেন্ট নিজ থেকে এগিয়ে এলেও ফিরিয়ে দেন এমেরি। চুক্তিটি হয়ে গেলে সালাহ এখন লিভারপুলে নয়, খেলতেন পিএসজিতে। কারণ ওই সময় এমেরি ফরাসি জায়ান্টদের কোচ ছিলেন। দুই মৌসুম পর সেই সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে নিজের ভুল স্বীকার করলেন বর্তমান আর্সেনাল কোচ। সেই সঙ্গে সালাহ যে বিশ্বমানের ফুটবলার তাও একবাক্যে মেনে নিয়েছেন।
লিভারপুল তারকা সালাহকে পেতে এক শর্তে রাজি যেকোনো কোচ। তবে দুই মৌসুম আগে পরিস্থিতি এমন ছিল না। ২০১৫-১৬-তে অবিশ্বাস্য সাফল্য না থাকলেও এএস রোমার হয়ে দারুণ খেলছিলেন এ ফরোয়ার্ড। এ কারণে তখন বেশি অর্থ খরচ করা পিএসজিতে কথা বলেন সালাহর এজেন্ট। কিন্তু পিএসজির তখনকার কোচ এমেরি ফিরিয়ে দিয়েছিলেন সালাহকে। সুযোগ থাকতেও নেননি। এ ব্যাপারে বর্তমান গানার কোচ জানান, ‘রোমাতে খেলার সময় পিএসজিতে সালাহর যোগ দেওয়া নিয়ে কথা উঠেছিল। কিন্তু আমাদের কিছু বিষয়ে দ্বিমত ছিল। যার কারণে ওকে নেওয়া হয়নি। এরপরের মৌসুমেই সে লিভারপুলে যোগ দেয়। এখন আমি বুঝতে পেরেছি যে আমাদের দ্বিমতগুলো ভিত্তিহীন। এখন যদি কেউ আমাকে বিশ্বের সেরা পাঁচ ফুটবলারের নাম জিজ্ঞাসা করে, সে তালিকায় অবশ্যই সালাহ থাকবে।’
একদিক থেকে চেলসিও সালাহকে পাওয়ার সুযোগ হাতছাড়া করেছে। ২০১৪ থেকে ’১৬Ñ দুই বছরের জন্য সুইজারল্যান্ড ক্লাব এফসি বাসেলে থাকা সালাহর সঙ্গে চুক্তি করেছিল অল ব্লুজরা। কিন্তু ২০১৫ সালে তাকে ধারে ফিওরেন্তিনা ও পরে রোমার কাছে ছেড়ে দেওয়া হয়। সে সময় চেলসি মিসর তারকাকে রেখে দিলে এখন নীল জার্সিতেই দেখা যেত সালাহকে।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

মোহামেদ সালাহকে কেনার সুযোগ ছিল উনাই এমেরির। কিন্তু মিসর তারকাকে বিশেষ কিছু মনে হয়নি তার। তাই ২০১৫-১৬ মৌসুমে সালাহর এজেন্ট নিজ থেকে এগিয়ে এলেও ফিরিয়ে দেন এমেরি। চুক্তিটি হয়ে গেলে সালাহ এখন লিভারপুলে নয়, খেলতেন পিএসজিতে। কারণ ওই সময় এমেরি ফরাসি জায়ান্টদের কোচ ছিলেন। দুই মৌসুম পর সেই সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে নিজের ভুল স্বীকার করলেন বর্তমান আর্সেনাল কোচ। সেই সঙ্গে সালাহ যে বিশ্বমানের ফুটবলার তাও একবাক্যে মেনে নিয়েছেন।
লিভারপুল তারকা সালাহকে পেতে এক শর্তে রাজি যেকোনো কোচ। তবে দুই মৌসুম আগে পরিস্থিতি এমন ছিল না। ২০১৫-১৬-তে অবিশ্বাস্য সাফল্য না থাকলেও এএস রোমার হয়ে দারুণ খেলছিলেন এ ফরোয়ার্ড। এ কারণে তখন বেশি অর্থ খরচ করা পিএসজিতে কথা বলেন সালাহর এজেন্ট। কিন্তু পিএসজির তখনকার কোচ এমেরি ফিরিয়ে দিয়েছিলেন সালাহকে। সুযোগ থাকতেও নেননি। এ ব্যাপারে বর্তমান গানার কোচ জানান, ‘রোমাতে খেলার সময় পিএসজিতে সালাহর যোগ দেওয়া নিয়ে কথা উঠেছিল। কিন্তু আমাদের কিছু বিষয়ে দ্বিমত ছিল। যার কারণে ওকে নেওয়া হয়নি। এরপরের মৌসুমেই সে লিভারপুলে যোগ দেয়। এখন আমি বুঝতে পেরেছি যে আমাদের দ্বিমতগুলো ভিত্তিহীন। এখন যদি কেউ আমাকে বিশ্বের সেরা পাঁচ ফুটবলারের নাম জিজ্ঞাসা করে, সে তালিকায় অবশ্যই সালাহ থাকবে।’
একদিক থেকে চেলসিও সালাহকে পাওয়ার সুযোগ হাতছাড়া করেছে। ২০১৪ থেকে ’১৬Ñ দুই বছরের জন্য সুইজারল্যান্ড ক্লাব এফসি বাসেলে থাকা সালাহর সঙ্গে চুক্তি করেছিল অল ব্লুজরা। কিন্তু ২০১৫ সালে তাকে ধারে ফিওরেন্তিনা ও পরে রোমার কাছে ছেড়ে দেওয়া হয়। সে সময় চেলসি মিসর তারকাকে রেখে দিলে এখন নীল জার্সিতেই দেখা যেত সালাহকে।