মেয়েদের বিগ ব্যাশে রেকর্ড
ক্রীড়া ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
মেয়েদের বিগ ব্যাশে রেকর্ড রান তাড়া করে সিডনি থান্ডারের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে পার্থ স্কচার্স। গতকাল পার্থে তারা ১৮০ রান তাড়া করে এক বল বাকি থাকতে জয় তুলে নেয়। এই টুর্নামেন্টে এই প্রথম কোনো দল ১৭০ প্লাস রান তাড়া করে জিতল। তাতে টানা পাঁচ ম্যাচ জেতার পর হারল থান্ডার।
আগে ব্যাট করে থান্ডাররা ৫ উইকেটে তোলে ১৭৯ রান। থান্ডারের অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান র্যাচেল হেন্স করেন ৫০ রান। রেকর্ড রান তাড়া করতে নেমে ওপেনিংয়ে দুই অস্ট্রেলিয়ান মেগ ল্যানিং ও এলিস ভিলানি ৯৩ রানের জুটি গড়েন। ল্যানিং ৪০ বলে ৭৬ করে আউট হলেও ৬৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ভিলানি।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

মেয়েদের বিগ ব্যাশে রেকর্ড রান তাড়া করে সিডনি থান্ডারের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে পার্থ স্কচার্স। গতকাল পার্থে তারা ১৮০ রান তাড়া করে এক বল বাকি থাকতে জয় তুলে নেয়। এই টুর্নামেন্টে এই প্রথম কোনো দল ১৭০ প্লাস রান তাড়া করে জিতল। তাতে টানা পাঁচ ম্যাচ জেতার পর হারল থান্ডার।
আগে ব্যাট করে থান্ডাররা ৫ উইকেটে তোলে ১৭৯ রান। থান্ডারের অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান র্যাচেল হেন্স করেন ৫০ রান। রেকর্ড রান তাড়া করতে নেমে ওপেনিংয়ে দুই অস্ট্রেলিয়ান মেগ ল্যানিং ও এলিস ভিলানি ৯৩ রানের জুটি গড়েন। ল্যানিং ৪০ বলে ৭৬ করে আউট হলেও ৬৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ভিলানি।
শেয়ার করুন