ভারতের পেস আক্রমণ এখন বিশ্বের সেরা
ক্রীড়া ডেস্ক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইনের বিশ্বাস, ভারতের পেস আক্রমণ এখন বিশ্বের সেরা। গতকাল রবিবার মেলবোর্নে তৃতীয় টেস্টে ভারতের কাছে ১৩৭ রানে হেরে সিরিজে ২-১-এ পিছিয়ে গেল স্বাগতিকরা। চলমান চার ম্যাচের সিরিজে ভারতীয় পেসারদের দাপট দেখে পেইন ওই কথা বলেছেন।
নিজের পারফরম্যান্সকে বলছেন ‘হতাশার’। তাতে বোর্ডার-গাভাস্কার ট্রফি ভারতের হাতে তুলে দেওয়ার মতো অবস্থা। এক টেস্ট বাকি। তবে শেষ ম্যাচের পর পেইনের কথা শুনে ভারতীয়দের আকাশ ছোঁয়ার কথা, ‘আমরা সম্ভবত এই মুহূর্তে বিশ্বের সেরা পেস আক্রমণের বিপক্ষেই খেলছি। আমাদের শীর্ষ ছয় অবশ্য বেশ অনভিজ্ঞ। ইতিবাচক কিছু খুঁজে আমাদের এগিয়ে যেতে হবে।’বরাবর পেস আক্রমণে সমস্যা ছিল ভারতের। তাদের ইতিহাস স্পিনের। কিন্তু আধুনিক যুগে ফাস্ট বোলার পাচ্ছে তারা। এমনকি তাদের রেকর্ড গড়ে চলা অধিনায়ক বিরাট কোহলি তো এই টেস্টে পেসার জাসপ্রিত বুমরাহতে মুগ্ধ। এই ম্যাচের পর বলেছেন, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের মতো তিনিও ভিন্ন অ্যাকশনের পেসার বুমরাহকে সামলাতে হলে ভয় পেতেন।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইনের বিশ্বাস, ভারতের পেস আক্রমণ এখন বিশ্বের সেরা। গতকাল রবিবার মেলবোর্নে তৃতীয় টেস্টে ভারতের কাছে ১৩৭ রানে হেরে সিরিজে ২-১-এ পিছিয়ে গেল স্বাগতিকরা। চলমান চার ম্যাচের সিরিজে ভারতীয় পেসারদের দাপট দেখে পেইন ওই কথা বলেছেন।
নিজের পারফরম্যান্সকে বলছেন ‘হতাশার’। তাতে বোর্ডার-গাভাস্কার ট্রফি ভারতের হাতে তুলে দেওয়ার মতো অবস্থা। এক টেস্ট বাকি। তবে শেষ ম্যাচের পর পেইনের কথা শুনে ভারতীয়দের আকাশ ছোঁয়ার কথা, ‘আমরা সম্ভবত এই মুহূর্তে বিশ্বের সেরা পেস আক্রমণের বিপক্ষেই খেলছি। আমাদের শীর্ষ ছয় অবশ্য বেশ অনভিজ্ঞ। ইতিবাচক কিছু খুঁজে আমাদের এগিয়ে যেতে হবে।’বরাবর পেস আক্রমণে সমস্যা ছিল ভারতের। তাদের ইতিহাস স্পিনের। কিন্তু আধুনিক যুগে ফাস্ট বোলার পাচ্ছে তারা। এমনকি তাদের রেকর্ড গড়ে চলা অধিনায়ক বিরাট কোহলি তো এই টেস্টে পেসার জাসপ্রিত বুমরাহতে মুগ্ধ। এই ম্যাচের পর বলেছেন, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের মতো তিনিও ভিন্ন অ্যাকশনের পেসার বুমরাহকে সামলাতে হলে ভয় পেতেন।