২-১-এ এগিয়ে গেল ভারত
কোহলির রেকর্ড
ক্রীড়া ডেস্ক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
সকালেই বৃষ্টি নেমেছিল মেলবোর্নে। প্রথম সেশনে খেলা হয়নি। তাই মধ্যাহ্ন বিরতি এগিয়ে আনা হয়। এরপর মেঘ সরে যায়। মাঠ শুকিয়ে গেলে শুরু হয় খেলা। আর বোর্ডার-গাভাস্কার ট্রফি জয়ের পথে ভারতের এগিয়ে যেতে লাগে মাত্র ২৭ বল। মেলবোর্ন টেস্ট ১৩৭ রানে হেরেছে অস্ট্রেলিয়া। চার টেস্টের সিরিজে ২-১-এ এগিয়ে গেছে ভারত।
গতকাল চতুর্থ দিন শেষ বেলায় মেলবোর্নে একা লড়েছিলেন প্যাট কামিন্স। ৬১ রানে অপরাজিত ছিলেন তিনি। আর মাত্র ২ রান যোগ করে গতকাল জাসপ্রিত বুমরাহর বলে প্রথম সিøপে চেতেশ্বর পুজারার তালুবন্দি হন। পরের ওভারেই অস্ট্রেলিয়ার আশা শেষ। ইশান্ত শর্মাকে হুক করতে গিয়ে আউট হন নাথান লায়ন। ২৬১ রানে শেষ হয় স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস। জয়ের জন্য মেলবোর্নে অজিদের সামনে ৩৯৯ রানের টার্গেট দিয়েছিল ভারত। এই টেস্টে বুমরাহ ৮৬ রানে নিয়েছেন ৯ উইকেট। আর কোনো ভারতীয় পেসারের অস্ট্রেলিয়ার মাটিতে এর চেয়ে ভালো ফিগার নেই। কপিল দেব ও অজিত আগারকার একবার করে ৮ উইকেট নিয়েছিলেন। আগারকারের ৮ উইকেট ২০০৩ সালের অ্যাডিলেডে ৪ উইকেটে ভারতকে জিতিয়েছিল। আর ১৯৮৫ সালে কপিলের ৮ উইকেট নেওয়া অ্যাডিলেড টেস্ট ড্র হয়।
তাছাড়া এ জয়ের পর এমসিজি এখন ভারতের পয়া ভেন্যুর (অস্ট্রেলিয়ার মাটিতে) তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে।
অস্ট্রেলিয়ার মাটিতে এ পর্যন্ত সাত টেস্ট জিতেছে ভারত। যার তিনটিই আবার মেলবোর্নে। ১৯৭৭-৭৮ সালে বিষেণ সিং বেদির ভারত দুটি টেস্ট জিতেছিল অস্ট্রেলিয়ার মাটিতে। যদিও পাঁচ টেস্টের সিরিজ হেরেছিল ৩-২-এ।
এবার কিন্তু বিরাট কোহলির ভারত চার টেস্টের সিরিজে ২-১-এ এগিয়ে। অধিনায়ক তাই বলেছেন, ‘আমরা খুব খুশি। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার আমরা সিরিজে এগিয়ে গেলাম। শেষ টেস্ট নিয়ে না ভেবে এখন আমাদের একটাই চিন্তা ট্রফিটা (বোর্ডার-গাভাস্কার) ঘরে নিয়ে যাওয়া। আমাদের লক্ষ্য এখানে সিরিজ জেতা। এই চিন্তা নিয়েই আমরা এখানে এসেছি।’ বিরাট বাহিনীর স্বপ্ন পূরণ হবে কি না তার উত্তর মিলবে সিডনিতে।
কোহলির রেকর্ড
কোহলির রেকর্ড বইয়ে যুক্ত হলো আরেকটি পাতা। টানা তিন বছর এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ রান করা প্রথম ব্যাটসম্যান হলেন তিনি। এ বছর ২৬৫৩ রান করেছেন ভারত অধিনায়ক। ২০১৬ সালে তার রান ছিল ২৫৯৫, আর ২০১৭-তে করেছিলেন ২৮১৮। এছাড়া মেলবোর্নে জিতে বিদেশের মাটিতে ভারত অধিনায়ক হিসেবে সর্বোচ্চ জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছেন কোহলি। সৌরভ গাঙ্গুলির মতো তারও ১১টি জয়।
ভারত ১ম ইনিংস : ৪৪৩/৭ডি. ও ২য় ইনিংস : ১০৬/৮ডি.।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ১৫১ ও ২য় ইনিংস : ২৬১ (কামিন্স ৬৩, পেইন ২৬, শন মার্শ ৪৪, খাজা ৩৩, হেড ৩৪; ইশান্ত ২/৪০, বুমরাহ ৩/৫৩, জাদেজা ৩/৮২)।
ফল : ভারত ১৩৭ রানে জয়ী।
ম্যাচসেরা : জাসপ্রিত বুমরাহ।
সিরিজ : চার ম্যাচের সিরিজে ভারত ২-১-এ এগিয়ে।
শেয়ার করুন
কোহলির রেকর্ড
ক্রীড়া ডেস্ক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

সকালেই বৃষ্টি নেমেছিল মেলবোর্নে। প্রথম সেশনে খেলা হয়নি। তাই মধ্যাহ্ন বিরতি এগিয়ে আনা হয়। এরপর মেঘ সরে যায়। মাঠ শুকিয়ে গেলে শুরু হয় খেলা। আর বোর্ডার-গাভাস্কার ট্রফি জয়ের পথে ভারতের এগিয়ে যেতে লাগে মাত্র ২৭ বল। মেলবোর্ন টেস্ট ১৩৭ রানে হেরেছে অস্ট্রেলিয়া। চার টেস্টের সিরিজে ২-১-এ এগিয়ে গেছে ভারত।
গতকাল চতুর্থ দিন শেষ বেলায় মেলবোর্নে একা লড়েছিলেন প্যাট কামিন্স। ৬১ রানে অপরাজিত ছিলেন তিনি। আর মাত্র ২ রান যোগ করে গতকাল জাসপ্রিত বুমরাহর বলে প্রথম সিøপে চেতেশ্বর পুজারার তালুবন্দি হন। পরের ওভারেই অস্ট্রেলিয়ার আশা শেষ। ইশান্ত শর্মাকে হুক করতে গিয়ে আউট হন নাথান লায়ন। ২৬১ রানে শেষ হয় স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস। জয়ের জন্য মেলবোর্নে অজিদের সামনে ৩৯৯ রানের টার্গেট দিয়েছিল ভারত। এই টেস্টে বুমরাহ ৮৬ রানে নিয়েছেন ৯ উইকেট। আর কোনো ভারতীয় পেসারের অস্ট্রেলিয়ার মাটিতে এর চেয়ে ভালো ফিগার নেই। কপিল দেব ও অজিত আগারকার একবার করে ৮ উইকেট নিয়েছিলেন। আগারকারের ৮ উইকেট ২০০৩ সালের অ্যাডিলেডে ৪ উইকেটে ভারতকে জিতিয়েছিল। আর ১৯৮৫ সালে কপিলের ৮ উইকেট নেওয়া অ্যাডিলেড টেস্ট ড্র হয়।
তাছাড়া এ জয়ের পর এমসিজি এখন ভারতের পয়া ভেন্যুর (অস্ট্রেলিয়ার মাটিতে) তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে।
অস্ট্রেলিয়ার মাটিতে এ পর্যন্ত সাত টেস্ট জিতেছে ভারত। যার তিনটিই আবার মেলবোর্নে। ১৯৭৭-৭৮ সালে বিষেণ সিং বেদির ভারত দুটি টেস্ট জিতেছিল অস্ট্রেলিয়ার মাটিতে। যদিও পাঁচ টেস্টের সিরিজ হেরেছিল ৩-২-এ।
এবার কিন্তু বিরাট কোহলির ভারত চার টেস্টের সিরিজে ২-১-এ এগিয়ে। অধিনায়ক তাই বলেছেন, ‘আমরা খুব খুশি। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার আমরা সিরিজে এগিয়ে গেলাম। শেষ টেস্ট নিয়ে না ভেবে এখন আমাদের একটাই চিন্তা ট্রফিটা (বোর্ডার-গাভাস্কার) ঘরে নিয়ে যাওয়া। আমাদের লক্ষ্য এখানে সিরিজ জেতা। এই চিন্তা নিয়েই আমরা এখানে এসেছি।’ বিরাট বাহিনীর স্বপ্ন পূরণ হবে কি না তার উত্তর মিলবে সিডনিতে।
কোহলির রেকর্ড
কোহলির রেকর্ড বইয়ে যুক্ত হলো আরেকটি পাতা। টানা তিন বছর এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ রান করা প্রথম ব্যাটসম্যান হলেন তিনি। এ বছর ২৬৫৩ রান করেছেন ভারত অধিনায়ক। ২০১৬ সালে তার রান ছিল ২৫৯৫, আর ২০১৭-তে করেছিলেন ২৮১৮। এছাড়া মেলবোর্নে জিতে বিদেশের মাটিতে ভারত অধিনায়ক হিসেবে সর্বোচ্চ জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছেন কোহলি। সৌরভ গাঙ্গুলির মতো তারও ১১টি জয়।
ভারত ১ম ইনিংস : ৪৪৩/৭ডি. ও ২য় ইনিংস : ১০৬/৮ডি.।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ১৫১ ও ২য় ইনিংস : ২৬১ (কামিন্স ৬৩, পেইন ২৬, শন মার্শ ৪৪, খাজা ৩৩, হেড ৩৪; ইশান্ত ২/৪০, বুমরাহ ৩/৫৩, জাদেজা ৩/৮২)।
ফল : ভারত ১৩৭ রানে জয়ী। ম্যাচসেরা : জাসপ্রিত বুমরাহ। সিরিজ : চার ম্যাচের সিরিজে ভারত ২-১-এ এগিয়ে।