১ নম্বরে থেকেই শেষ করলেন সাকিব
ক্রীড়া ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০
বছর শেষের আইসিসি টেস্ট র্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় এগিয়েছেন সাকিব আল হাসান। যদিও তিনি প্রথম কুড়ির মধ্যে ঢুকতে পারেননি। আছেন ২৩তম স্থানে। অবশ্য বিশ্বের এক নম্বর টেস্ট অলরাউন্ডার হিসেবেই বছর শেষ করেছেন। ইনজুরির কারণে এ বছর দেশের আট টেস্টের চারটি মিস করেছেন তিনি।
গতকাল প্রকাশিত র্যাংকিং বলছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো করলেও মুমিনুল হকের অবনমন হয়েছে। তিনি ব্যাটসম্যানদের র্যাংকিংয়ের ২৮তম স্থানে। যথারীতি এক নম্বর ভারত অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় স্থানে কেন উইলিয়ামসন। টেস্ট বোলারদের র্যাংকিংয়ের শীর্ষে আছেন কাগিসো রাবাদা। তবে র্যাংকিংয়ে সবচেয়ে চমকপ্রদ উত্থান ঘটেছে জাসপ্রিত বুমরাহর। ২৮ থেকে এক লাফে উঠে এসেছেন ১২তম স্থানে। মেলবোর্ন টেস্টে ৮৬ রানে ৯ উইকেট নেন বুমরাহ। ম্যাচসেরাও হয়েছিলেন। একই টেস্টে ৯ উইকেট নেওয়া প্যাট কামিন্সের উত্থান হয়েছে। তিনি আছেন বোলারদের র্যাংকিংয়ের তৃতীয় স্থানে।
বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে ওপরে আছেন মেহেদী হাসান মিরাজ। ১৭তম স্থান ধরে রেখেছেন তিনি। সাকিব যথারীতি ২০তম স্থানে। তাইজুল ইসলাম এগিয়েছেন। টেস্ট বোলারদের আইসিসি র্যাংকিংয়ে তার অবস্থান ২১তম। আইসিসির টেস্ট র্যাংকিংয়ের অলরাউন্ডারদের তালিকায় সবার ওপরে জায়গা ধরে রেখেছেন সাকিব। তার পয়েন্ট ৪১৫। দ্বিতীয় স্থানে থাকা জেসন হোল্ডারের চেয়ে ৫০ পয়েন্ট এগিয়ে তিনি। তালিকার ১২তম স্থানে থাকা মিরাজের পয়েন্ট ২১৩।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০

বছর শেষের আইসিসি টেস্ট র্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় এগিয়েছেন সাকিব আল হাসান। যদিও তিনি প্রথম কুড়ির মধ্যে ঢুকতে পারেননি। আছেন ২৩তম স্থানে। অবশ্য বিশ্বের এক নম্বর টেস্ট অলরাউন্ডার হিসেবেই বছর শেষ করেছেন। ইনজুরির কারণে এ বছর দেশের আট টেস্টের চারটি মিস করেছেন তিনি।
গতকাল প্রকাশিত র্যাংকিং বলছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো করলেও মুমিনুল হকের অবনমন হয়েছে। তিনি ব্যাটসম্যানদের র্যাংকিংয়ের ২৮তম স্থানে। যথারীতি এক নম্বর ভারত অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় স্থানে কেন উইলিয়ামসন। টেস্ট বোলারদের র্যাংকিংয়ের শীর্ষে আছেন কাগিসো রাবাদা। তবে র্যাংকিংয়ে সবচেয়ে চমকপ্রদ উত্থান ঘটেছে জাসপ্রিত বুমরাহর। ২৮ থেকে এক লাফে উঠে এসেছেন ১২তম স্থানে। মেলবোর্ন টেস্টে ৮৬ রানে ৯ উইকেট নেন বুমরাহ। ম্যাচসেরাও হয়েছিলেন। একই টেস্টে ৯ উইকেট নেওয়া প্যাট কামিন্সের উত্থান হয়েছে। তিনি আছেন বোলারদের র্যাংকিংয়ের তৃতীয় স্থানে।
বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে ওপরে আছেন মেহেদী হাসান মিরাজ। ১৭তম স্থান ধরে রেখেছেন তিনি। সাকিব যথারীতি ২০তম স্থানে। তাইজুল ইসলাম এগিয়েছেন। টেস্ট বোলারদের আইসিসি র্যাংকিংয়ে তার অবস্থান ২১তম। আইসিসির টেস্ট র্যাংকিংয়ের অলরাউন্ডারদের তালিকায় সবার ওপরে জায়গা ধরে রেখেছেন সাকিব। তার পয়েন্ট ৪১৫। দ্বিতীয় স্থানে থাকা জেসন হোল্ডারের চেয়ে ৫০ পয়েন্ট এগিয়ে তিনি। তালিকার ১২তম স্থানে থাকা মিরাজের পয়েন্ট ২১৩।