বর্ষসেরা টি-টোয়েন্টি দলে রুমানা
ক্রীড়া ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০
আইসিসির মেয়েদের বর্ষসেরা টি-টোয়েন্টি দলে আছেন রুমানা আহমেদ। প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে আইসিসির স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি। রুমানা ২০১৮ সালে ২৪টি টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৩০ উইকেট। যার ফলে বছরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ২০১৮ মেয়েদের এশিয়া কাপ ফাইনালে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন এ অলরাউন্ডার। নিউজিল্যান্ডের সুজি বেটসকে ওয়ানডে এবং ভারতের হারমানপ্রিত কৌরকে টি-টোয়েন্টি অধিনায়ক করে দল ঘোষণা করেছে আইসিসি।
বর্ষসেরা টি-টোয়েন্টি দল : হারমানপ্রিত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্দানা (ভারত), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া), সুজি বেটস (নিউজিল্যান্ড), নাটালি সিভের (ইংল্যান্ড), এলিস পেরি (অস্ট্রেলিয়া), অ্যাশলিগ গার্ডনার (অস্ট্রেলিয়া), লেইগ ক্যাসপেরেক (নিউজিল্যান্ড), মেগান সুট (অস্ট্রেলিয়া), রুমানা আহমেদ (বাংলাদেশ), পুনম যাদব (ভারত)।
বর্ষসেরা ওয়ানডে দল : সুজি বেটস (অধিনায়ক), স্মৃতি মান্দানা (ভারত), ট্যামি বেমন্ট (ইংল্যান্ড), ড্যান ভ্যান নিকার্ক (দক্ষিণ আফ্রিকা), সোফি ডিভাইন (নিউজিল্যান্ড), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া), মারিজানে কাপ (দক্ষিণ আফ্রিকা), ডেন্ড্রা ডটিন (উইন্ডিজ), সানা মির (পাকিস্তান), সোফি এক্লেস্টোন (ইংল্যান্ড), পুনম যাদব (ভারত)।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০

আইসিসির মেয়েদের বর্ষসেরা টি-টোয়েন্টি দলে আছেন রুমানা আহমেদ। প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে আইসিসির স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি। রুমানা ২০১৮ সালে ২৪টি টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৩০ উইকেট। যার ফলে বছরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ২০১৮ মেয়েদের এশিয়া কাপ ফাইনালে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন এ অলরাউন্ডার। নিউজিল্যান্ডের সুজি বেটসকে ওয়ানডে এবং ভারতের হারমানপ্রিত কৌরকে টি-টোয়েন্টি অধিনায়ক করে দল ঘোষণা করেছে আইসিসি।
বর্ষসেরা টি-টোয়েন্টি দল : হারমানপ্রিত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্দানা (ভারত), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া), সুজি বেটস (নিউজিল্যান্ড), নাটালি সিভের (ইংল্যান্ড), এলিস পেরি (অস্ট্রেলিয়া), অ্যাশলিগ গার্ডনার (অস্ট্রেলিয়া), লেইগ ক্যাসপেরেক (নিউজিল্যান্ড), মেগান সুট (অস্ট্রেলিয়া), রুমানা আহমেদ (বাংলাদেশ), পুনম যাদব (ভারত)।
বর্ষসেরা ওয়ানডে দল : সুজি বেটস (অধিনায়ক), স্মৃতি মান্দানা (ভারত), ট্যামি বেমন্ট (ইংল্যান্ড), ড্যান ভ্যান নিকার্ক (দক্ষিণ আফ্রিকা), সোফি ডিভাইন (নিউজিল্যান্ড), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া), মারিজানে কাপ (দক্ষিণ আফ্রিকা), ডেন্ড্রা ডটিন (উইন্ডিজ), সানা মির (পাকিস্তান), সোফি এক্লেস্টোন (ইংল্যান্ড), পুনম যাদব (ভারত)।