ইংলিশ প্রিমিয়ার লিগ
রূপান্তর ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০
দুর্দান্তগতিতে ছুটছে লিভারপুল। ১৯৯২ সালে নতুন নামে শুরু হয় ইংলিশ প্রিমিয়ার লিগ। এরপর এ নিয়ে চতুর্থবার পয়েন্ট তালিকার শীর্ষে থেকে বছর শেষ করল অল রেডরা। আগে তিনবার শীর্ষে থেকে নতুন বছর শুরু করেও শিরোপা স্বপ্ন সত্যি হয়নি লিভারপুলের। এবার চিত্র ভিন্ন। মৌসুমে একমাত্র অজেয় দল হিসেবে ইয়ুর্গেন ক্লপের দল যেভাবে ছুটছে তাতে তাদের পিছলে পড়ার সম্ভাবনা কম। এছাড়া শীর্ষে থেকে বছর শুরু করা দলের প্রিমিয়ার লিগ জেতার উদাহরণও আত্মবিশ্বাসী করছে তাদের। নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ৭ পয়েন্ট দূরে। হঠাৎ ছন্দপতনে এতটা পিছিয়ে পেপ গার্দিওলার দল। টটেনহ্যাম ও চেলসি লিভারপুলের কাছাকাছি থাকায় শিরোপা নিয়ে ভাবছে তারাও। পরের দুই দল আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড শীর্ষ চারে নজর রেখেছে। এর মধ্যে অবিস্মরণীয় পারফর্ম করেছে ম্যানইউ। হোসে মরিনহোর বিদায়ের পর নতুন কোচ সোলসকায়েরের অধীনে বছরের শেষ তিনটি ম্যাচ জিতে শীর্ষ চারে ওঠার সম্ভাবনা জাগিয়েছে তারা।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০

দুর্দান্তগতিতে ছুটছে লিভারপুল। ১৯৯২ সালে নতুন নামে শুরু হয় ইংলিশ প্রিমিয়ার লিগ। এরপর এ নিয়ে চতুর্থবার পয়েন্ট তালিকার শীর্ষে থেকে বছর শেষ করল অল রেডরা। আগে তিনবার শীর্ষে থেকে নতুন বছর শুরু করেও শিরোপা স্বপ্ন সত্যি হয়নি লিভারপুলের। এবার চিত্র ভিন্ন। মৌসুমে একমাত্র অজেয় দল হিসেবে ইয়ুর্গেন ক্লপের দল যেভাবে ছুটছে তাতে তাদের পিছলে পড়ার সম্ভাবনা কম। এছাড়া শীর্ষে থেকে বছর শুরু করা দলের প্রিমিয়ার লিগ জেতার উদাহরণও আত্মবিশ্বাসী করছে তাদের। নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ৭ পয়েন্ট দূরে। হঠাৎ ছন্দপতনে এতটা পিছিয়ে পেপ গার্দিওলার দল। টটেনহ্যাম ও চেলসি লিভারপুলের কাছাকাছি থাকায় শিরোপা নিয়ে ভাবছে তারাও। পরের দুই দল আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড শীর্ষ চারে নজর রেখেছে। এর মধ্যে অবিস্মরণীয় পারফর্ম করেছে ম্যানইউ। হোসে মরিনহোর বিদায়ের পর নতুন কোচ সোলসকায়েরের অধীনে বছরের শেষ তিনটি ম্যাচ জিতে শীর্ষ চারে ওঠার সম্ভাবনা জাগিয়েছে তারা।