লা লিগা
| ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০
ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর স্প্যানিশ প্রিমেরা লিগের জৌলুস কিছুটা হলেও কমেছে। আগের মতো রোনালদো-লিওনেল মেসির দ্বৈরথ যে দেখার সুযোগ নেই। এদিক থেকে লিগটি রোমাঞ্চ হারালেও অন্যদিক দিয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে। অন্যবারের চেয়ে এবার স্প্যানিশ লিগে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে বেশ। বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের সঙ্গে সমানতালে লড়ছে সেভিয়া, আলাভেস ও রিয়াল বেতিসের মতো দল। বার্সেলোনা যথারীতি শীর্ষে থাকলেও শীর্ষ তিন দলের মধ্যে মাত্র ৫ পয়েন্টের ব্যবধান। দুই রাউন্ড আগে সেভিয়াই শীর্ষে ছিল। মৌসুমে পাঁচ হার নিয়ে রিয়ালের অবস্থা ছিল শোচনীয়। এর মধ্যে কোচ বদলের ধকলও গেছে মাদ্রিদ জায়ান্টদের ওপর। তবে গত দুই মাসে লিগ ম্যাচগুলো জিতে ক্ষতি কিছুটা পূরণ করে চতুর্থ স্থানে উঠে এসেছে দলটি। তবু বিপদমুক্ত নয় তারা। মাত্র ১ পয়েন্টে পিছিয়ে থাকা আলাভেস ঘাড়ে গরম নিঃশ্বাস ফেলছে। তাই লা লিগায় তারকাদের লড়াই জমে না উঠলেও দলীয় লড়াই দারুণ হচ্ছে।
শেয়ার করুন
| ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০

ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর স্প্যানিশ প্রিমেরা লিগের জৌলুস কিছুটা হলেও কমেছে। আগের মতো রোনালদো-লিওনেল মেসির দ্বৈরথ যে দেখার সুযোগ নেই। এদিক থেকে লিগটি রোমাঞ্চ হারালেও অন্যদিক দিয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে। অন্যবারের চেয়ে এবার স্প্যানিশ লিগে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে বেশ। বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের সঙ্গে সমানতালে লড়ছে সেভিয়া, আলাভেস ও রিয়াল বেতিসের মতো দল। বার্সেলোনা যথারীতি শীর্ষে থাকলেও শীর্ষ তিন দলের মধ্যে মাত্র ৫ পয়েন্টের ব্যবধান। দুই রাউন্ড আগে সেভিয়াই শীর্ষে ছিল। মৌসুমে পাঁচ হার নিয়ে রিয়ালের অবস্থা ছিল শোচনীয়। এর মধ্যে কোচ বদলের ধকলও গেছে মাদ্রিদ জায়ান্টদের ওপর। তবে গত দুই মাসে লিগ ম্যাচগুলো জিতে ক্ষতি কিছুটা পূরণ করে চতুর্থ স্থানে উঠে এসেছে দলটি। তবু বিপদমুক্ত নয় তারা। মাত্র ১ পয়েন্টে পিছিয়ে থাকা আলাভেস ঘাড়ে গরম নিঃশ্বাস ফেলছে। তাই লা লিগায় তারকাদের লড়াই জমে না উঠলেও দলীয় লড়াই দারুণ হচ্ছে।