বাবার মৃত্যুর পরের দিনই মাঠে রশিদ খান
ক্রীড়া ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০
রশিদ খানের বাবা রবিবার মারা গেছেন। এক টুইটে সেই সন্ধ্যায় শোক সংবাদটি জানান আফগানিস্তানের লেগ স্পিনার। লিখেছিলেন ‘জীবনের সবচেয়ে মূল্যবান মানুষকে হারিয়েছি। বাবা জীবনের মোমবাতি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ বাবার সম্মানেই ঠিক পরের দিন মানে গতকাল সোমবার মাঠে নেমেছেন রশিদ। খেলেছেন বিগ ব্যাশের ম্যাচ।
অ্যাডিলেড স্ট্রাইকার্স কর্র্তৃপক্ষ জানায়, রশিদ নিজেই এই শোকের মধ্যেও মাঠে নামার সিদ্ধান্ত নেন। বর্তমান চ্যাম্পিয়ন দলকে এই অবস্থাতেও ভালো সার্ভিস দিয়েছেন ২০ বছর বয়সী এ বোলার। চার ওভারে ৩৪ রানে নিয়েছেন ২ উইকেট। ২০ রানে জিতেছে অ্যাডিলেড।
অ্যাডিলেডে টস জিতে ৪ উইকেটে ১৭৫ রান তোলে রশিদের দল। দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রাম করেন ৭৫ রান। জবাবে ৬ উইকেটে ১৫৫ রানে থামে সিডনি থান্ডার।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০

রশিদ খানের বাবা রবিবার মারা গেছেন। এক টুইটে সেই সন্ধ্যায় শোক সংবাদটি জানান আফগানিস্তানের লেগ স্পিনার। লিখেছিলেন ‘জীবনের সবচেয়ে মূল্যবান মানুষকে হারিয়েছি। বাবা জীবনের মোমবাতি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ বাবার সম্মানেই ঠিক পরের দিন মানে গতকাল সোমবার মাঠে নেমেছেন রশিদ। খেলেছেন বিগ ব্যাশের ম্যাচ।
অ্যাডিলেড স্ট্রাইকার্স কর্র্তৃপক্ষ জানায়, রশিদ নিজেই এই শোকের মধ্যেও মাঠে নামার সিদ্ধান্ত নেন। বর্তমান চ্যাম্পিয়ন দলকে এই অবস্থাতেও ভালো সার্ভিস দিয়েছেন ২০ বছর বয়সী এ বোলার। চার ওভারে ৩৪ রানে নিয়েছেন ২ উইকেট। ২০ রানে জিতেছে অ্যাডিলেড।
অ্যাডিলেডে টস জিতে ৪ উইকেটে ১৭৫ রান তোলে রশিদের দল। দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রাম করেন ৭৫ রান। জবাবে ৬ উইকেটে ১৫৫ রানে থামে সিডনি থান্ডার।
শেয়ার করুন