‘তুমি আমার আজ ও আগামী’
ক্রীড়া ডেস্ক | ২৫ মার্চ, ২০১৯ ০০:০০
৩২ বছরে পা দিলেন সাকিব আল হাসান। গতকাল ছিল তার জন্মদিন। প্রতিবারের মতো এবারও ভক্ত, সতীর্থ এবং প্রিয়জনদের ভালোবাসায় সিক্ত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। নিজের স্বীকৃত ফেইসবুক পেজে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির লিখেছেন “তুমিই আমার আজ ও আগামী। আমাদের যখন প্রথম দেখা হয়েছিল সেটা ‘লাভ অ্যাট ফাস্ট সাইট’ ছিল না, ওটা ছিল একসঙ্গে চলার একসঙ্গে বেঁচে থাকার চিরন্তন এক প্রতিজ্ঞা। তুমি পাহাড়ের মতো অবিচল সুরক্ষায় আমাদের ঘিরে রেখেছ। শুভ জন্মদিন তোমাকে। ভালোবাসা নিও।”
গতকাল নিজের জন্মদিনে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতে নেমেছিলেন। ব্যাট হাতে মাঠে নামতে না পারলেও বল হাতে নিজের প্রথম ওভারেই উইকেট পেয়েছেন সাকিব। জন্মদিনে তিনি আউট করেন ক্রিস লিনকে। গতকাল ইডেনের বিখ্যাত ‘ফাইভ মিনিট বেল’ বাজান সাকিব। কলকাতা, ইডেন এবং কেকেআরের সঙ্গে তার স্মৃতির সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘কেকেআর এবং ইডেন, এই দুটি নাম বললেই অনেক স্মৃতি মনে পড়ে। প্রথম মৌসুম থেকে যতদিন এখানে ছিলাম সব স্মৃতিই আমার কাছে মূল্যবান। চ্যাম্পিয়ন হয়েছি। লোকের মন জিতেছি। তাছাড়া ঢাকা-কলকাতা কাছে হওয়ায় আমার খেলা দেখতে বন্ধুবান্ধব এবং আত্মীয়রা আসত। ইডেনের দর্শকরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে যা কোনোদিন ভুলব না।’ সানরাইজার্স হায়দ্রাবাদ নিজেদের ফেইসবুক পেজে সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেÑ ‘জন্মদিনে অনেক শুভেচ্ছা সাকিবকে। উদযাপনের জন্য কী অসাধারণ দিন।’
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ২৫ মার্চ, ২০১৯ ০০:০০

৩২ বছরে পা দিলেন সাকিব আল হাসান। গতকাল ছিল তার জন্মদিন। প্রতিবারের মতো এবারও ভক্ত, সতীর্থ এবং প্রিয়জনদের ভালোবাসায় সিক্ত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। নিজের স্বীকৃত ফেইসবুক পেজে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির লিখেছেন “তুমিই আমার আজ ও আগামী। আমাদের যখন প্রথম দেখা হয়েছিল সেটা ‘লাভ অ্যাট ফাস্ট সাইট’ ছিল না, ওটা ছিল একসঙ্গে চলার একসঙ্গে বেঁচে থাকার চিরন্তন এক প্রতিজ্ঞা। তুমি পাহাড়ের মতো অবিচল সুরক্ষায় আমাদের ঘিরে রেখেছ। শুভ জন্মদিন তোমাকে। ভালোবাসা নিও।”
গতকাল নিজের জন্মদিনে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতে নেমেছিলেন। ব্যাট হাতে মাঠে নামতে না পারলেও বল হাতে নিজের প্রথম ওভারেই উইকেট পেয়েছেন সাকিব। জন্মদিনে তিনি আউট করেন ক্রিস লিনকে। গতকাল ইডেনের বিখ্যাত ‘ফাইভ মিনিট বেল’ বাজান সাকিব। কলকাতা, ইডেন এবং কেকেআরের সঙ্গে তার স্মৃতির সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘কেকেআর এবং ইডেন, এই দুটি নাম বললেই অনেক স্মৃতি মনে পড়ে। প্রথম মৌসুম থেকে যতদিন এখানে ছিলাম সব স্মৃতিই আমার কাছে মূল্যবান। চ্যাম্পিয়ন হয়েছি। লোকের মন জিতেছি। তাছাড়া ঢাকা-কলকাতা কাছে হওয়ায় আমার খেলা দেখতে বন্ধুবান্ধব এবং আত্মীয়রা আসত। ইডেনের দর্শকরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে যা কোনোদিন ভুলব না।’ সানরাইজার্স হায়দ্রাবাদ নিজেদের ফেইসবুক পেজে সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেÑ ‘জন্মদিনে অনেক শুভেচ্ছা সাকিবকে। উদযাপনের জন্য কী অসাধারণ দিন।’