কিংসকে আজ হারানোর পণ আবাহনীর
ক্রীড়া প্রতিবেদক | ১৯ মে, ২০১৯ ০০:০০
ছয়বারের শিরোপাধারী তারা। গত এক যুগে শীর্ষ ফুটবলে সবচেয়ে সফল দল হিসেবেও মিলেছে প্রতিষ্ঠা। অথচ সেই আবাহনীই কীনা নবাগত একটি দলের কাছে লিগ শিরোপা হারানোর শঙ্কায়। অভিষেকেই অভীষ্ট লক্ষ্যে এগিয়ে চলা বসুন্ধরা কিংস আবাহনীর চেয়ে স্পষ্ট ব্যবধানে (৪ পয়েন্ট) এগিয়ে। প্রথম ও দ্বিতীয় পর্ব মিলিয়ে খেলা ১৩ ম্যাচের একটিতেও হারেনি কিংস। অন্যদিকে প্রথম পর্বের দুটি হারে পিছিয়ে পড়েছে আবাহনী। সেই ব্যবধানটা ঘোচানোর মোক্ষম সুযোগ আজ আকাশিদের সামনে। ফিরতি পর্বে ঢাকায় কিংসকে হারালেই ব্যবধান নেমে আসবে ১ পয়েন্টে। লম্বা লিগে তখন শিরোপা লড়াইটা হয়ে যাবে উন্মুক্ত।
মৌসুমের শুরু থেকেই সেরার লড়াইটা হচ্ছে এই দুটি ক্লাবের মধ্যে। কিংসকে হারিয়েই মৌসুম শুরুর ফেডারেশন কাপ জিতে নিয়েছিল আবাহনী। স্বাধীনতা কাপের নাটকীয় সেমিফাইনালে আবাহনীকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠে আসে কিংস। এরপর শেখ রাসেলকে হারিয়ে প্রথম কোনো শিরোপা ঘরে তোলে তারা। লিগের প্রথম পর্বে নীলফামারীতে আবাহনীকে রীতিমতো নাস্তানাবুদ করে কিংস। ৩-০ জয়ে সেই যে এগিয়ে যাওয়া, সেটা অটুট আছে এখনো। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ৩৭। আবাহনীর ৩৩। আজ জিতলে প্রথম শিরোপার পথে অনেকটাই এগিয়ে যাবে কিংস।
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ১৯ মে, ২০১৯ ০০:০০

ছয়বারের শিরোপাধারী তারা। গত এক যুগে শীর্ষ ফুটবলে সবচেয়ে সফল দল হিসেবেও মিলেছে প্রতিষ্ঠা। অথচ সেই আবাহনীই কীনা নবাগত একটি দলের কাছে লিগ শিরোপা হারানোর শঙ্কায়। অভিষেকেই অভীষ্ট লক্ষ্যে এগিয়ে চলা বসুন্ধরা কিংস আবাহনীর চেয়ে স্পষ্ট ব্যবধানে (৪ পয়েন্ট) এগিয়ে। প্রথম ও দ্বিতীয় পর্ব মিলিয়ে খেলা ১৩ ম্যাচের একটিতেও হারেনি কিংস। অন্যদিকে প্রথম পর্বের দুটি হারে পিছিয়ে পড়েছে আবাহনী। সেই ব্যবধানটা ঘোচানোর মোক্ষম সুযোগ আজ আকাশিদের সামনে। ফিরতি পর্বে ঢাকায় কিংসকে হারালেই ব্যবধান নেমে আসবে ১ পয়েন্টে। লম্বা লিগে তখন শিরোপা লড়াইটা হয়ে যাবে উন্মুক্ত।
মৌসুমের শুরু থেকেই সেরার লড়াইটা হচ্ছে এই দুটি ক্লাবের মধ্যে। কিংসকে হারিয়েই মৌসুম শুরুর ফেডারেশন কাপ জিতে নিয়েছিল আবাহনী। স্বাধীনতা কাপের নাটকীয় সেমিফাইনালে আবাহনীকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠে আসে কিংস। এরপর শেখ রাসেলকে হারিয়ে প্রথম কোনো শিরোপা ঘরে তোলে তারা। লিগের প্রথম পর্বে নীলফামারীতে আবাহনীকে রীতিমতো নাস্তানাবুদ করে কিংস। ৩-০ জয়ে সেই যে এগিয়ে যাওয়া, সেটা অটুট আছে এখনো। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ৩৭। আবাহনীর ৩৩। আজ জিতলে প্রথম শিরোপার পথে অনেকটাই এগিয়ে যাবে কিংস।