আর্জেন্টিনার জয় ব্রাজিলের ড্র
ক্রীড়া ডেস্ক | ১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০
আগের প্রীতি ম্যাচে জার্মানির সঙ্গে ২-২ গোলে ড্র করলেও আর্জেন্টিনা এবার হেসেখেলে হারিয়েছে ইকুয়েডরকে। প্রতিপক্ষের মাঠে ৬-১ গোলের জয় পেয়েছে তারা। অন্যদিকে ব্রাজিল এবারও ড্র করেছে। সিঙ্গাপুরে গতকাল নাইজেরিয়ার বিপক্ষে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ১-১ গোলে ম্যাচ শেষ করে তারা। নেইমার হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ম্যাচের ১২ মিনিটের মাথায় মাঠ ছাড়তে বাধ্য হন। প্রথমার্ধের ৩৫ মিনিটে জো আরিবোর গোলে এগিয়ে গিয়েছিল নাইজেরিয়া। শুরুতে নেইমার যে অল্প সময় খেলেছিলেন তাতে দুটি সুযোগ তৈরি করেছিলেন তিনি। কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হন রবের্তো ফিরমিনিও এবং গ্যাব্রিয়েল জেসুস। প্রাথমিক ধাক্কা কাটিয়ে প্রথমার্ধের ৩৫ মিনিটের মাথায় মোসে সিমনের বাড়িয়ে দেওয়া পাস থেকে অ্যারিবোর গোলে এগিয়ে যায় নাইজেরিয়া। এরপর গোল পরিশোধের আপ্রাণ চেষ্টা শুরু করে ব্রাজিল। তবে সিঙ্গাপুরে গতকালের ম্যাচে নেইমারের বদলি হিসেবে ফিলিপ কুতিনহো বেশি প্রভাব রাখতে পারেননি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ক্যাসিমিরোর গোলে সমতায় ফেরে ব্রাজিল। ৪৮ মিনিটে গোল করেন তিনি। সমতায় ফেরার পর আরও কয়েকটি সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু কাজে লাগাতে পারেনি তারা। ফলে সমতা নিয়ে মাঠ ছাড়তে হয় ল্যাতিন আমেরিকার ফুটবল পরাশক্তিদের।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০

আগের প্রীতি ম্যাচে জার্মানির সঙ্গে ২-২ গোলে ড্র করলেও আর্জেন্টিনা এবার হেসেখেলে হারিয়েছে ইকুয়েডরকে। প্রতিপক্ষের মাঠে ৬-১ গোলের জয় পেয়েছে তারা। অন্যদিকে ব্রাজিল এবারও ড্র করেছে। সিঙ্গাপুরে গতকাল নাইজেরিয়ার বিপক্ষে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ১-১ গোলে ম্যাচ শেষ করে তারা। নেইমার হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ম্যাচের ১২ মিনিটের মাথায় মাঠ ছাড়তে বাধ্য হন। প্রথমার্ধের ৩৫ মিনিটে জো আরিবোর গোলে এগিয়ে গিয়েছিল নাইজেরিয়া। শুরুতে নেইমার যে অল্প সময় খেলেছিলেন তাতে দুটি সুযোগ তৈরি করেছিলেন তিনি। কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হন রবের্তো ফিরমিনিও এবং গ্যাব্রিয়েল জেসুস। প্রাথমিক ধাক্কা কাটিয়ে প্রথমার্ধের ৩৫ মিনিটের মাথায় মোসে সিমনের বাড়িয়ে দেওয়া পাস থেকে অ্যারিবোর গোলে এগিয়ে যায় নাইজেরিয়া। এরপর গোল পরিশোধের আপ্রাণ চেষ্টা শুরু করে ব্রাজিল। তবে সিঙ্গাপুরে গতকালের ম্যাচে নেইমারের বদলি হিসেবে ফিলিপ কুতিনহো বেশি প্রভাব রাখতে পারেননি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ক্যাসিমিরোর গোলে সমতায় ফেরে ব্রাজিল। ৪৮ মিনিটে গোল করেন তিনি। সমতায় ফেরার পর আরও কয়েকটি সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু কাজে লাগাতে পারেনি তারা। ফলে সমতা নিয়ে মাঠ ছাড়তে হয় ল্যাতিন আমেরিকার ফুটবল পরাশক্তিদের।