ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করবে কোয়াব
ক্রীড়া প্রতিবেদক | ২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০
বাংলাদেশের ক্রিকেট ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন বা খেলোয়াড়দের সংস্থা কোয়াব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে গতকাল। সেখানে ১১ দফা দাবিতে ক্রিকেট থেকে সরে যাওয়া আন্দোলনকারী ক্রিকেটারদের ১ নম্বর দাবিতে বিস্ময় প্রকাশ করেছেন তারা। কোয়াবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টদের পদত্যাগ দাবি করেছেন খেলোয়াড়রা। তারাই নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করার ঘোষণা দিয়েছেন। ২০০৭ সালে যাত্রা শুরুর সময় থেকে কোয়াবের প্রেসিডেন্ট বিসিবির বর্তমান পরিচালক ও দেশের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। সাধারণ সম্পাদক দেব্রবত পাল। আর ২০১৫ সালে মনোনয়নের মাধ্যমে যে কমিটি হয়েছিল তাতেও ওই দুই পদে তারা। সহ-সভাপতি বোর্ডের বর্তমান পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
এই তিন সাবেক খেলোয়াড় গতকাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। দুর্জয় বলেছেন, তিনি এই দাবির কথা জেনে বিস্মিত, ‘ওদের তো আমরা কতবার দায়িত্ব নিতে বলেছি। কিন্তু দায়িত্ব নেয়নি।’ আর পদত্যাগের ব্যাপারে তিনি বলেছেন, ‘প্রত্যেক সংগঠনের একটা গঠনতন্ত্র আছে। যদিও ৬ মাস হলো আমাদের মেয়াদ ফুরিয়েছে। কিন্তু নতুন কমিটি গঠন করা হয়নি। এখন নিয়মতান্ত্রিকভাবে ছাড়া কোয়াবের কমিটি গঠন করা সম্ভব না। যা করার গঠনতন্ত্র মেনে করতে হবে।’
দুর্জয় জানান, ‘আমরা ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চাই না। খেলোয়াড়রা চাইলে নির্বাচন হবে। আমাদের চাইলে আমরা হবো নির্বাচনের মাধ্যমে নইলে তারা তাদের পছন্দের কাউকে বেছে নেবে। এটা হতেই পারে।’ কিন্তু তিনি মনে করেন না ১১ দফা আন্দোলনে দেশের সব খেলোয়াড় আছেন। এটাকে অনেকটা বিচ্ছিন্ন আন্দোলন মনে করে কোয়াব। দুর্জয় বলছিলেন, ‘কিন্তু কথা হলো ওরাই তো সব খেলোয়াড় নয়। আরও খেলোয়াড় আছে। সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে।’ সুজন জানান, খেলোয়াড়রা যেসব দাবি জানিয়েছে তার অনেকগুলো নিয়ে তারা বোর্ডের সঙ্গে আলাপ চালাচ্ছেন। এগুলো প্রক্রিয়ার মধ্যে আছে। তিনি খেলোয়াড়দের যৌক্তিক হওয়ার আহŸান জানান। কোয়াবের তিন কর্মকর্তাই জোর দিয়ে বলেন, তারা সবসময় খেলোয়াড়দের স্বার্থ রক্ষার দিকে জোর দিয়েছেন। যখন যা প্রয়োজন করেছে এই সংগঠন। অনেক কিছু বোর্ডের কাছ থেকে তারা আদায় করে দিয়েছেন। আর হঠাৎ এমনভাবে কেন সংগঠনটিকে প্রশ্নবিদ্ধ করা হলো তা নিয়ে প্রবল বিস্ময় তাদের।
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০

বাংলাদেশের ক্রিকেট ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন বা খেলোয়াড়দের সংস্থা কোয়াব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে গতকাল। সেখানে ১১ দফা দাবিতে ক্রিকেট থেকে সরে যাওয়া আন্দোলনকারী ক্রিকেটারদের ১ নম্বর দাবিতে বিস্ময় প্রকাশ করেছেন তারা। কোয়াবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টদের পদত্যাগ দাবি করেছেন খেলোয়াড়রা। তারাই নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করার ঘোষণা দিয়েছেন। ২০০৭ সালে যাত্রা শুরুর সময় থেকে কোয়াবের প্রেসিডেন্ট বিসিবির বর্তমান পরিচালক ও দেশের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। সাধারণ সম্পাদক দেব্রবত পাল। আর ২০১৫ সালে মনোনয়নের মাধ্যমে যে কমিটি হয়েছিল তাতেও ওই দুই পদে তারা। সহ-সভাপতি বোর্ডের বর্তমান পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
এই তিন সাবেক খেলোয়াড় গতকাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। দুর্জয় বলেছেন, তিনি এই দাবির কথা জেনে বিস্মিত, ‘ওদের তো আমরা কতবার দায়িত্ব নিতে বলেছি। কিন্তু দায়িত্ব নেয়নি।’ আর পদত্যাগের ব্যাপারে তিনি বলেছেন, ‘প্রত্যেক সংগঠনের একটা গঠনতন্ত্র আছে। যদিও ৬ মাস হলো আমাদের মেয়াদ ফুরিয়েছে। কিন্তু নতুন কমিটি গঠন করা হয়নি। এখন নিয়মতান্ত্রিকভাবে ছাড়া কোয়াবের কমিটি গঠন করা সম্ভব না। যা করার গঠনতন্ত্র মেনে করতে হবে।’
দুর্জয় জানান, ‘আমরা ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চাই না। খেলোয়াড়রা চাইলে নির্বাচন হবে। আমাদের চাইলে আমরা হবো নির্বাচনের মাধ্যমে নইলে তারা তাদের পছন্দের কাউকে বেছে নেবে। এটা হতেই পারে।’ কিন্তু তিনি মনে করেন না ১১ দফা আন্দোলনে দেশের সব খেলোয়াড় আছেন। এটাকে অনেকটা বিচ্ছিন্ন আন্দোলন মনে করে কোয়াব। দুর্জয় বলছিলেন, ‘কিন্তু কথা হলো ওরাই তো সব খেলোয়াড় নয়। আরও খেলোয়াড় আছে। সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে।’ সুজন জানান, খেলোয়াড়রা যেসব দাবি জানিয়েছে তার অনেকগুলো নিয়ে তারা বোর্ডের সঙ্গে আলাপ চালাচ্ছেন। এগুলো প্রক্রিয়ার মধ্যে আছে। তিনি খেলোয়াড়দের যৌক্তিক হওয়ার আহŸান জানান। কোয়াবের তিন কর্মকর্তাই জোর দিয়ে বলেন, তারা সবসময় খেলোয়াড়দের স্বার্থ রক্ষার দিকে জোর দিয়েছেন। যখন যা প্রয়োজন করেছে এই সংগঠন। অনেক কিছু বোর্ডের কাছ থেকে তারা আদায় করে দিয়েছেন। আর হঠাৎ এমনভাবে কেন সংগঠনটিকে প্রশ্নবিদ্ধ করা হলো তা নিয়ে প্রবল বিস্ময় তাদের।