নকআউটে ম্যান ইউনাইটেড
ক্রীড়া ডেস্ক | ৯ নভেম্বর, ২০১৯ ০০:০০
ইউরোপা লিগে বৃহস্পতিবার রাতে গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-০ গোলে হারিয়েছে পার্টিজান বেলগ্রেডকে। এই জয়ে দুই ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করল রেড ডেভিলরা। গোল ৩টি করেন ম্যাসন গ্রিনউড, অ্যান্থনি মার্সিয়াল ও মার্কাস রাশফোর্ড। এদিন ম্যান ইউনাইটেডের সঙ্গে শেষ ৩২-এর খেলা নিশ্চিত করেছে সেভিয়া, এস্পানিওল, বাসেল ও সেল্টিক।
ওল্ড ট্র্যাফোর্ডে আরও বড় জয় পেতে পারত ওলে গানার সোলসকায়েরের দল। ফিনিশিংয়ের অভাবে বড় জয় থেকে বঞ্চিত হয় ২০১৭ সালের চ্যাম্পিয়নরা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান ইউনাইটেড বিবর্ণ থাকলেও ইউরোপা লিগের পারফরম্যান্স দারুণ। প্রতিযোগিতায় চলতি মৌসুমে একমাত্র দল হিসেবে এখনো কোনো গোল হজম করেনি। ম্যাচের ২১ মিনিটে প্রথম গোলটি করেন ম্যাসন গ্রিনউড। ৩৩ মিনিটে অ্যান্থনি করেন দ্বিতীয় গোলটি। ৪৯ মিনিটে তৃতীয় গোলটি করেন রাশফোর্ড।
সোলসকায়ের বলেন, ‘আমাদের জয় দরকার ছিল। আরও দরকার ছিল ভালো পারফরম্যান্স। ছেলেরা একের বেশি গোল করতে চেয়েছিল। আরও হতে পারত (গোল) তবে এটা সন্তোষজনক। পার্টিজানের প্রতি সম্মান রেখেই বলছি ঘরের মাঠে এমন ম্যাচ জিততেই চাইব।’
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ৯ নভেম্বর, ২০১৯ ০০:০০

ইউরোপা লিগে বৃহস্পতিবার রাতে গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-০ গোলে হারিয়েছে পার্টিজান বেলগ্রেডকে। এই জয়ে দুই ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করল রেড ডেভিলরা। গোল ৩টি করেন ম্যাসন গ্রিনউড, অ্যান্থনি মার্সিয়াল ও মার্কাস রাশফোর্ড। এদিন ম্যান ইউনাইটেডের সঙ্গে শেষ ৩২-এর খেলা নিশ্চিত করেছে সেভিয়া, এস্পানিওল, বাসেল ও সেল্টিক।
ওল্ড ট্র্যাফোর্ডে আরও বড় জয় পেতে পারত ওলে গানার সোলসকায়েরের দল। ফিনিশিংয়ের অভাবে বড় জয় থেকে বঞ্চিত হয় ২০১৭ সালের চ্যাম্পিয়নরা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান ইউনাইটেড বিবর্ণ থাকলেও ইউরোপা লিগের পারফরম্যান্স দারুণ। প্রতিযোগিতায় চলতি মৌসুমে একমাত্র দল হিসেবে এখনো কোনো গোল হজম করেনি। ম্যাচের ২১ মিনিটে প্রথম গোলটি করেন ম্যাসন গ্রিনউড। ৩৩ মিনিটে অ্যান্থনি করেন দ্বিতীয় গোলটি। ৪৯ মিনিটে তৃতীয় গোলটি করেন রাশফোর্ড।
সোলসকায়ের বলেন, ‘আমাদের জয় দরকার ছিল। আরও দরকার ছিল ভালো পারফরম্যান্স। ছেলেরা একের বেশি গোল করতে চেয়েছিল। আরও হতে পারত (গোল) তবে এটা সন্তোষজনক। পার্টিজানের প্রতি সম্মান রেখেই বলছি ঘরের মাঠে এমন ম্যাচ জিততেই চাইব।’