মিলানে ইব্রা
| ৯ নভেম্বর, ২০১৯ ০০:০০
১৮ মাস যুক্তরাষ্ট্রের ফুটবলে কাটিয়ে আবারও ইউরোপে ফিরছেন জ্বলাতান ইব্রাহিমোভিচ। সুইডেন তারকাকে তার সাবেক ক্লাব এসি মিলানে দেখা যাবে বলে জানিয়েছেন মেজর লিগ সকার প্রধান ডন গারবার। মেজর লিগের লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির হয়ে দারুণ সময় কাটিয়েছেন এই তারকা। ক্লাবটিতে যোগ দেওয়ার আগে সর্বশেষ খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। গ্যালাক্সির সঙ্গে নির্ধারিত চুক্তি শেষ হওয়ায় তাকে পাওয়ার চেষ্টা করছিল বেশ কয়েকটি ইউরোপিয়ান ক্লাব। অবশেষে ইব্রার সাবেক ক্লাব এসি মিলানই তাকে পেতে যাচ্ছে। এসি মিলানে ২০১০ থেকে ২০১২ দুই মৌসুম খেলেছিলেন ইব্রা। সে সময় দলটির হয়ে একবার সিরি আ জিতেছিলেন। ক্যারিয়ারের শেষদিকে আবারও ডুবন্ত মিলানকে তোলার দায়িত্ব ইব্রার কাঁধে।
শেয়ার করুন
| ৯ নভেম্বর, ২০১৯ ০০:০০

১৮ মাস যুক্তরাষ্ট্রের ফুটবলে কাটিয়ে আবারও ইউরোপে ফিরছেন জ্বলাতান ইব্রাহিমোভিচ। সুইডেন তারকাকে তার সাবেক ক্লাব এসি মিলানে দেখা যাবে বলে জানিয়েছেন মেজর লিগ সকার প্রধান ডন গারবার। মেজর লিগের লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির হয়ে দারুণ সময় কাটিয়েছেন এই তারকা। ক্লাবটিতে যোগ দেওয়ার আগে সর্বশেষ খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। গ্যালাক্সির সঙ্গে নির্ধারিত চুক্তি শেষ হওয়ায় তাকে পাওয়ার চেষ্টা করছিল বেশ কয়েকটি ইউরোপিয়ান ক্লাব। অবশেষে ইব্রার সাবেক ক্লাব এসি মিলানই তাকে পেতে যাচ্ছে। এসি মিলানে ২০১০ থেকে ২০১২ দুই মৌসুম খেলেছিলেন ইব্রা। সে সময় দলটির হয়ে একবার সিরি আ জিতেছিলেন। ক্যারিয়ারের শেষদিকে আবারও ডুবন্ত মিলানকে তোলার দায়িত্ব ইব্রার কাঁধে।
শেয়ার করুন