চার দিনে চার
ক্রীড়া ডেস্ক | ১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০
যেন হ্যাটট্রিকের বান ডেকেছে। মাত্র চার দিনে চারটি হ্যাটট্রিক দেখে ফেললেন ক্রিকেট দর্শকরা। শুরুটা করেছিলেন দিপক চাহার। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টানা তিন বলে তিন উইকেট নেওয়ার পর মঙ্গলবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিদর্ভের বিরুদ্ধেও হ্যাটট্রিক করেছিলেন। একই দিন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে উত্তরাখণ্ডের ময়াঙ্ক মিশ্রও হ্যাটট্রিক করেন। আর গতকাল শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেন কুইন্সল্যান্ডের লেগ স্পিনার সোয়েপসন। ফলে চার দিনে ক্রিকেট মাঠে হ্যাট্রিকের সংখ্যা হলো চারটি। সোয়েপসন ১১০ তম ওভারের শেষ বলে উইল সাদারল্যান্ডকে আউট করেন। এরপর বল হাতে নিয়ে প্রথম দুই বলে জেমস প্যাটিনসন ও পিটার সিডলকে আউট করে হ্যাটট্রিক পূরণ করেন এই লেগ স্পিনার।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০

যেন হ্যাটট্রিকের বান ডেকেছে। মাত্র চার দিনে চারটি হ্যাটট্রিক দেখে ফেললেন ক্রিকেট দর্শকরা। শুরুটা করেছিলেন দিপক চাহার। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টানা তিন বলে তিন উইকেট নেওয়ার পর মঙ্গলবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিদর্ভের বিরুদ্ধেও হ্যাটট্রিক করেছিলেন। একই দিন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে উত্তরাখণ্ডের ময়াঙ্ক মিশ্রও হ্যাটট্রিক করেন। আর গতকাল শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেন কুইন্সল্যান্ডের লেগ স্পিনার সোয়েপসন। ফলে চার দিনে ক্রিকেট মাঠে হ্যাট্রিকের সংখ্যা হলো চারটি। সোয়েপসন ১১০ তম ওভারের শেষ বলে উইল সাদারল্যান্ডকে আউট করেন। এরপর বল হাতে নিয়ে প্রথম দুই বলে জেমস প্যাটিনসন ও পিটার সিডলকে আউট করে হ্যাটট্রিক পূরণ করেন এই লেগ স্পিনার।
শেয়ার করুন