মুশফিক নন মিঠুন হলেন উইকেটরক্ষক
ক্রীড়া প্রতিবেদক, কলকাতা থেকে | ২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০
টেস্টে মোহাম্মদ মিঠুনের প্রথমবার উইকেটকিপিংয়ের সুযোগ এলো আচমকা। দলে থাকলেও লিটন কুমার দাসের জায়গায় গতকাল ভারতের বিপক্ষে গোলাপি টেস্টে উইকেট রক্ষার দায়িত্ব নেননি মুশফিক। মোহাম্মদ শামির বল মাথায় লাগায় সতর্কতা হিসেবে গতকাল ইডেন গার্ডেনসে প্রথম দিনে প্রথম ইনিংসের মাঝপথে মাঠ ছাড়তে হয় উইকেটকিপার-ব্যাটসম্যান লিটনকে। তার বদলে কনকাশন সাব হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ।
উইকেটকিপিংয়ে সবসময় মুশফিকের দুর্বলতা ছিল। কিন্তু এই সফরের আগে টেস্টে উইকেটের পেছনে আর না দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ৬৯ ম্যাচ খেলা মুশফিক এ নিয়ে ১৪ টেস্টে কিপিং করছেন না। ২০০৫ সালে টিনএজে তার টেস্ট অভিষেক হয়েছিল শুধু ব্যাটসম্যান হিসেবে। প্রথম দুই ম্যাচ খেলার পর কিপার-ব্যাটসম্যান হিসেবে শুরু করেন।
ক্যারিয়ারের মাত্র সপ্তম টেস্ট খেলছেন মিঠুন। আগের ৬ টেস্ট পুরোপুরি ব্যাটসম্যান হিসেবে খেলেছেন। ইন্দোরের প্রথম টেস্টেও তাই। ইডেনে গতকাল প্রথম সেশন শেষ হয় লিটনের কনকাশন শঙ্কায় মাঠ ছাড়ার পর। পরে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করা মিঠুন ২ বল খেলে ০ রানে বিদায় নিয়েছিলেন।
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক, কলকাতা থেকে | ২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০

টেস্টে মোহাম্মদ মিঠুনের প্রথমবার উইকেটকিপিংয়ের সুযোগ এলো আচমকা। দলে থাকলেও লিটন কুমার দাসের জায়গায় গতকাল ভারতের বিপক্ষে গোলাপি টেস্টে উইকেট রক্ষার দায়িত্ব নেননি মুশফিক। মোহাম্মদ শামির বল মাথায় লাগায় সতর্কতা হিসেবে গতকাল ইডেন গার্ডেনসে প্রথম দিনে প্রথম ইনিংসের মাঝপথে মাঠ ছাড়তে হয় উইকেটকিপার-ব্যাটসম্যান লিটনকে। তার বদলে কনকাশন সাব হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ।
উইকেটকিপিংয়ে সবসময় মুশফিকের দুর্বলতা ছিল। কিন্তু এই সফরের আগে টেস্টে উইকেটের পেছনে আর না দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ৬৯ ম্যাচ খেলা মুশফিক এ নিয়ে ১৪ টেস্টে কিপিং করছেন না। ২০০৫ সালে টিনএজে তার টেস্ট অভিষেক হয়েছিল শুধু ব্যাটসম্যান হিসেবে। প্রথম দুই ম্যাচ খেলার পর কিপার-ব্যাটসম্যান হিসেবে শুরু করেন।
ক্যারিয়ারের মাত্র সপ্তম টেস্ট খেলছেন মিঠুন। আগের ৬ টেস্ট পুরোপুরি ব্যাটসম্যান হিসেবে খেলেছেন। ইন্দোরের প্রথম টেস্টেও তাই। ইডেনে গতকাল প্রথম সেশন শেষ হয় লিটনের কনকাশন শঙ্কায় মাঠ ছাড়ার পর। পরে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করা মিঠুন ২ বল খেলে ০ রানে বিদায় নিয়েছিলেন।