সেঞ্চুরি আক্ষেপ স্টোকসের
ক্রীড়া ডেস্ক | ২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০
ধীরে ধীরে ইংল্যান্ডের ‘একক হিরো’ হতে চলেছেন বেন স্টোকস। বরাবরই তার ব্যাটে রক্ষা হয়, ঘুরে দাঁড়ায় বা ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। নিউজিল্যান্ডে আরও একবার সুবিধাজনক অবস্থানে নিয়ে গেলেন বেন স্টোকস। তবে সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন। শতরান থেকে মাত্র ৯ রান দূরে ফিরতে হয় তাকে। তবে স্টোকসের ৯১ রানে প্রথম ইনিংসে ৩৫৩ রান তুলেছে ইংল্যান্ড। জবাবে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৪৪ রান করে দ্বিতীয় দিন শেষ করে।
প্রথম দিন ৬৭ রানে অপরাজিত ছিলেন স্টোকস। দিনটি শুরু করেন সেঞ্চুরির স্বপ্ন নিয়ে। সেদিকেই এগোচ্ছিলেন। কিন্তু নিজের নবম সেঞ্চুরি করতে পারেননি। নিচের দিকে বাটলার ৪৩ করেন। নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি ৪ উইকেট ও নিল ওয়াগনার ৩ উইকেট নেন।
ইংল্যান্ডের সাড়ে তিনশো রানের প্রথম ইনিংসের বিপরীতে নেমে বিপদে পড়ে স্বাগতিকরা। টপ অর্ডারের মধ্যে মাত্র অধিনায়ক কেন উইলিয়ামসন ৫১ রান করেন। এছাড়া টেইলর ২৫। দিন শেষে নিকোলস ২৬ রানে অপরাজিত আছেন।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০

ধীরে ধীরে ইংল্যান্ডের ‘একক হিরো’ হতে চলেছেন বেন স্টোকস। বরাবরই তার ব্যাটে রক্ষা হয়, ঘুরে দাঁড়ায় বা ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। নিউজিল্যান্ডে আরও একবার সুবিধাজনক অবস্থানে নিয়ে গেলেন বেন স্টোকস। তবে সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন। শতরান থেকে মাত্র ৯ রান দূরে ফিরতে হয় তাকে। তবে স্টোকসের ৯১ রানে প্রথম ইনিংসে ৩৫৩ রান তুলেছে ইংল্যান্ড। জবাবে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৪৪ রান করে দ্বিতীয় দিন শেষ করে।
প্রথম দিন ৬৭ রানে অপরাজিত ছিলেন স্টোকস। দিনটি শুরু করেন সেঞ্চুরির স্বপ্ন নিয়ে। সেদিকেই এগোচ্ছিলেন। কিন্তু নিজের নবম সেঞ্চুরি করতে পারেননি। নিচের দিকে বাটলার ৪৩ করেন। নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি ৪ উইকেট ও নিল ওয়াগনার ৩ উইকেট নেন।
ইংল্যান্ডের সাড়ে তিনশো রানের প্রথম ইনিংসের বিপরীতে নেমে বিপদে পড়ে স্বাগতিকরা। টপ অর্ডারের মধ্যে মাত্র অধিনায়ক কেন উইলিয়ামসন ৫১ রান করেন। এছাড়া টেইলর ২৫। দিন শেষে নিকোলস ২৬ রানে অপরাজিত আছেন।