সহজ গ্রুপে চ্যাম্পিয়ন আবাহনী
ক্রীড়া প্রতিবেদক | ১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০
১৮ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে আগামী ফুটবল মৌসুম। ফেডারেশন কাপের মধ্য দিয়ে ১৩টি দল শুরু করবে আগামী বছরের শ্রেষ্ঠত্বের লড়াই। তার আগে গতকাল হয়ে গেল ফেডারেশন কাপের ড্র এবং লোগো উন্মোচন অনুষ্ঠান। ড্রয়ে মোটামুটি সহজ গ্রুপে পড়েছে ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী আরামবাগ ক্রীড়া সংঘ এবং নবাগত বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। ১৩টি দল চার গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে মৌসুম সূচনা করা এই আসর। প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। এরপর দুই সেমিফাইনালের পর ফাইনাল হবে ৪ জানুয়ারি। যদিও গতকাল পর্যন্ত ঠিক হয়নি সূচি। তবে প্রথম দিন একটি ম্যাচ হওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন ও এই আসরের রানার্সআপ বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী এবং ব্রাদার্স ইউনিয়নকে নিয়ে গড়া হয়েছে ‘বি’ গ্রুপ। শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, সাইফ স্পোর্টিং ক্লাব, রহমগঞ্জকে নিয়ে ‘সি’ গ্রুপ এবং শেখ রাসেল ক্রীড়া চক্র, মুক্তিযোদ্ধা সংসদ, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শীর্ষ লিগে ফেরা উত্তর বারিধারা রয়েছে ‘ডি’ গ্রুপে।
আসরের ড্রয়ের পাশাপাশি লোগো উন্মোচন অনুষ্ঠানও হয়েছে কাল। এবারের আসরের টাইটেল স্পন্সর টিভিএস। এই অনুষ্ঠানে উপস্থিত বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী জানান, গতবারের মতো এবারও আসরের শিরোপাজয়ী পাবে ৫ লাখ টাকা ও ট্রফি। এছাড়া রানার্সআপ পাবে ৩ লাখ টাকা।
ফেডারেশন কাপের গ্রুপিং
‘এ’ গ্রুপ : আবাহনী, আরামবাগ, পুলিশ এফসি।
‘বি’ গ্রুপ : বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী, ব্রাদার্স।
‘সি’ গ্রুপ : সাইফ এসসি, শেখ জামাল, রহমতগঞ্জ এমএফএস।
‘ডি’ গ্রুপ : শেখ রাসেল, মুক্তিযোদ্ধা, মোহামেডান, উত্তর বারিধারা।
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০

১৮ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে আগামী ফুটবল মৌসুম। ফেডারেশন কাপের মধ্য দিয়ে ১৩টি দল শুরু করবে আগামী বছরের শ্রেষ্ঠত্বের লড়াই। তার আগে গতকাল হয়ে গেল ফেডারেশন কাপের ড্র এবং লোগো উন্মোচন অনুষ্ঠান। ড্রয়ে মোটামুটি সহজ গ্রুপে পড়েছে ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী আরামবাগ ক্রীড়া সংঘ এবং নবাগত বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। ১৩টি দল চার গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে মৌসুম সূচনা করা এই আসর। প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। এরপর দুই সেমিফাইনালের পর ফাইনাল হবে ৪ জানুয়ারি। যদিও গতকাল পর্যন্ত ঠিক হয়নি সূচি। তবে প্রথম দিন একটি ম্যাচ হওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন ও এই আসরের রানার্সআপ বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী এবং ব্রাদার্স ইউনিয়নকে নিয়ে গড়া হয়েছে ‘বি’ গ্রুপ। শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, সাইফ স্পোর্টিং ক্লাব, রহমগঞ্জকে নিয়ে ‘সি’ গ্রুপ এবং শেখ রাসেল ক্রীড়া চক্র, মুক্তিযোদ্ধা সংসদ, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শীর্ষ লিগে ফেরা উত্তর বারিধারা রয়েছে ‘ডি’ গ্রুপে।
আসরের ড্রয়ের পাশাপাশি লোগো উন্মোচন অনুষ্ঠানও হয়েছে কাল। এবারের আসরের টাইটেল স্পন্সর টিভিএস। এই অনুষ্ঠানে উপস্থিত বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী জানান, গতবারের মতো এবারও আসরের শিরোপাজয়ী পাবে ৫ লাখ টাকা ও ট্রফি। এছাড়া রানার্সআপ পাবে ৩ লাখ টাকা।
ফেডারেশন কাপের গ্রুপিং
‘এ’ গ্রুপ : আবাহনী, আরামবাগ, পুলিশ এফসি।
‘বি’ গ্রুপ : বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী, ব্রাদার্স।
‘সি’ গ্রুপ : সাইফ এসসি, শেখ জামাল, রহমতগঞ্জ এমএফএস।
‘ডি’ গ্রুপ : শেখ রাসেল, মুক্তিযোদ্ধা, মোহামেডান, উত্তর বারিধারা।