টেস্টের প্রস্তুতিতে এ মাসেই বিসিএল
ক্রীড়া প্রতিবেদক | ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০
ফেব্রুয়ারির শুরুতেই টেস্টের জন্য আবার পাকিস্তান সফর করবে বাংলাদেশ। ৭ থেকে ১১ ফেব্রুয়ারি দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ওই ম্যাচের প্রস্তুতি নিতে ৩১ জানুয়ারি থেকে বিসিএল খেলবে ক্রিকেটাররা। এই টুর্নামেন্ট দিয়ে অনেকদিন লাল বল থেকে ক্রিকেটারদের দূরে থাকার ঘাটতি পোষানোর চেষ্টা বিসিবির। গতকাল এ ব্যাপারে সিদ্ধান্ত জানান বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান খালেদ মাহমুদ সুজন।
২৭ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলে ফিরে আসবে বাংলাদেশ। এরপর কোনো ব্যস্ততা নেই ক্রিকেটারদের। আবার ফেব্রুয়ারিতে পাকিস্তান সফর। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ। সেখানেও আছে একটি টেস্ট। পরে এপ্রিলের শুরুতে আবার দ্বিতীয় টেস্ট খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ। এর মাঝে লম্বা ফরম্যাটে প্রস্তুতি নেওয়ার মতো কোনো সুযোগ নেই ক্রিকেটারদের। তাই ৩১ জানুয়ারি থেকে বিসিএল করার কথা ভাবছে বিসিবি। সুজন জানান, ‘আসলে সবদিক চিন্তা করে পাকিস্তান সফর নিয়ে আমাদের যেহেতু একটু ঝামেলা হয়েছে। আমরা তিন ভাগে যাচ্ছি। টেস্টের আগে তো আমাদের কোনো প্রস্তুতি নেই। মাত্রই টি-টোয়েন্টি ফরম্যাট খেললাম। আবার যদি ৫০ ওভারের ক্রিকেটও খেলি তাও টেস্টের প্রস্তুতি হচ্ছে না। ছেলেরা যদি এই সংস্করণে (বিসিএলে) খেলতে পারে তাহলে ছোট হলেও টেস্টের আগে ম্যাচ অনুশীলনটা হয়ে যাবে।’
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০

ফেব্রুয়ারির শুরুতেই টেস্টের জন্য আবার পাকিস্তান সফর করবে বাংলাদেশ। ৭ থেকে ১১ ফেব্রুয়ারি দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ওই ম্যাচের প্রস্তুতি নিতে ৩১ জানুয়ারি থেকে বিসিএল খেলবে ক্রিকেটাররা। এই টুর্নামেন্ট দিয়ে অনেকদিন লাল বল থেকে ক্রিকেটারদের দূরে থাকার ঘাটতি পোষানোর চেষ্টা বিসিবির। গতকাল এ ব্যাপারে সিদ্ধান্ত জানান বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান খালেদ মাহমুদ সুজন।
২৭ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলে ফিরে আসবে বাংলাদেশ। এরপর কোনো ব্যস্ততা নেই ক্রিকেটারদের। আবার ফেব্রুয়ারিতে পাকিস্তান সফর। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ। সেখানেও আছে একটি টেস্ট। পরে এপ্রিলের শুরুতে আবার দ্বিতীয় টেস্ট খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ। এর মাঝে লম্বা ফরম্যাটে প্রস্তুতি নেওয়ার মতো কোনো সুযোগ নেই ক্রিকেটারদের। তাই ৩১ জানুয়ারি থেকে বিসিএল করার কথা ভাবছে বিসিবি। সুজন জানান, ‘আসলে সবদিক চিন্তা করে পাকিস্তান সফর নিয়ে আমাদের যেহেতু একটু ঝামেলা হয়েছে। আমরা তিন ভাগে যাচ্ছি। টেস্টের আগে তো আমাদের কোনো প্রস্তুতি নেই। মাত্রই টি-টোয়েন্টি ফরম্যাট খেললাম। আবার যদি ৫০ ওভারের ক্রিকেটও খেলি তাও টেস্টের প্রস্তুতি হচ্ছে না। ছেলেরা যদি এই সংস্করণে (বিসিএলে) খেলতে পারে তাহলে ছোট হলেও টেস্টের আগে ম্যাচ অনুশীলনটা হয়ে যাবে।’