হার বাঁচাতে পারল না জিম্বাবুয়ে
| ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০
শুরু থেকেই হারারে টেস্ট বাঁচাতে অনেক মন্থর ব্যাটিং করেছিল জিম্বাবুয়ে। কিন্তু শেষ রক্ষা হয়নি। শ্রীলঙ্কা পঞ্চম দিনে এসে ১০ উইকেটে জয় তুলে নিয়েছে। দুই টেস্টের সিরিজে ১-০ তে এগিয়েও গেছে। এটা সম্ভব হয়েছে অ্যাঞ্জেলা ম্যাথুজের ডাবল সেঞ্চুরি আর সুরঙ্গা লাকমল এবং লাহিরু কুমারার বোলিংয়ের কারণে। দ্বিতীয় ইনিংসে ৯২ ওভার ব্যাটিং করে ১৭০ রানে অল আউট হয় জিম্বাবুয়ে। ফলে জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে টার্গেট দাঁড়ায় মাত্র ১৪ রানের। কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছায় শ্রীলঙ্কা।
প্রথম ইনিংসে ১৪৮ ওভার ব্যাটিং করেছিল জিম্বাবুয়ে। তুলেছিল ৩৫৮ রান। জবাবে শ্রীলঙ্কাও তাড়াহুড়ো করেনি। ১৭৬.২ ওভারে ৯ উইকেট ৫১৫ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। ডাবল সেঞ্চুরি করে লঙ্কাকে ১৫৭ রানের লিড এনে দেন ম্যাথুজ। দ্বিতীয় ইনিংসের শুরুতে বিপর্যয়ে পরে জিম্বাবুয়ে। মাত্র ৪১ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। পরে ছোট দুই-একটা জুটি হলেও ম্যাচ বাঁচানোর মতো কিছু করতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটসমানরা। ২৭ রানের বিনিময়ে ৪ উইকেট নেন লাকমল। তিন উইকেট নিয়ে জয়ে ভূমিকা রেখেছেন লহিরু। দুটি উইকেট নেন লাসিথ এমবুলডেনিয়া। ইন্টারনেট।
শেয়ার করুন
| ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০

শুরু থেকেই হারারে টেস্ট বাঁচাতে অনেক মন্থর ব্যাটিং করেছিল জিম্বাবুয়ে। কিন্তু শেষ রক্ষা হয়নি। শ্রীলঙ্কা পঞ্চম দিনে এসে ১০ উইকেটে জয় তুলে নিয়েছে। দুই টেস্টের সিরিজে ১-০ তে এগিয়েও গেছে। এটা সম্ভব হয়েছে অ্যাঞ্জেলা ম্যাথুজের ডাবল সেঞ্চুরি আর সুরঙ্গা লাকমল এবং লাহিরু কুমারার বোলিংয়ের কারণে। দ্বিতীয় ইনিংসে ৯২ ওভার ব্যাটিং করে ১৭০ রানে অল আউট হয় জিম্বাবুয়ে। ফলে জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে টার্গেট দাঁড়ায় মাত্র ১৪ রানের। কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছায় শ্রীলঙ্কা।
প্রথম ইনিংসে ১৪৮ ওভার ব্যাটিং করেছিল জিম্বাবুয়ে। তুলেছিল ৩৫৮ রান। জবাবে শ্রীলঙ্কাও তাড়াহুড়ো করেনি। ১৭৬.২ ওভারে ৯ উইকেট ৫১৫ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। ডাবল সেঞ্চুরি করে লঙ্কাকে ১৫৭ রানের লিড এনে দেন ম্যাথুজ। দ্বিতীয় ইনিংসের শুরুতে বিপর্যয়ে পরে জিম্বাবুয়ে। মাত্র ৪১ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। পরে ছোট দুই-একটা জুটি হলেও ম্যাচ বাঁচানোর মতো কিছু করতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটসমানরা। ২৭ রানের বিনিময়ে ৪ উইকেট নেন লাকমল। তিন উইকেট নিয়ে জয়ে ভূমিকা রেখেছেন লহিরু। দুটি উইকেট নেন লাসিথ এমবুলডেনিয়া। ইন্টারনেট।