বার্সা ১৫ মিলিয়নেই নেইমারকে পাবে!
ক্রীড়া ডেস্ক | ২৬ মার্চ, ২০২০ ০০:০০
নেইমারকে নিয়ে বার্সেলোনা ও পিএসজির টানাটানি তো হলো বিস্তর। অর্থের অঙ্কে বনিবনা না হওয়ায় গত বছর বার্সেলোনায় চলে এসেও আসতে পারেননি ব্রাজিল তারকা। তবে এবার হয়তো অর্থ নিয়ে আর বিত-ায় যেতে হবে না দুই ক্লাবকে। কারণ ফিফার দলবদলের নিয়মানুযায়ী খুব সহজে এবং কম মূল্যে নেইমারকে দলে টানতে পারবে বার্সেলোনা। ইএসপিএন ও স্প্যানিশ দৈনিক স্পোর্ত জানিয়েছে, এই মৌসুম শেষে মাত্র ১৫ মিলিয়ন পাউন্ডেই নেইমারকে দলে টানতে পারবে বার্সেলোনা। ফিফার খেলোয়াড় দলবদল আইনের একটি ধারা এই সুযোগ করে দিয়েছে। দুই সংবাদ মাধ্যম ফিফার ওই নিয়মের ১৭ নম্বর ধারাকে সামনে এনেছেন। তাতে বলা আছে কোনো ফুটবলার যদি কোনো ক্লাবের সঙ্গে ২৭ বছরের আগেই চুক্তি করেন এবং ওই বয়সে পা রাখার আগেই চুক্তি শেষ করে অন্য ক্লাবে যান। তবে ২৭ বছর পার হওয়ার পর ওই ক্লাব তাকে অন্য ক্লাব থেকে বাই আউট ক্লজে দলে টানতে পারবে। এজন্য অবশ্য ভিন্ন ক্লাবে একটানা তিন বছর থাকতে হবে ওই খেলোয়াড়কে। এদিক থেকে নেইমার বার্সেলোনায় নাম লিখিয়েছিলেন ২৭ বছরের আগেই। ২৭ বছরের আগেই যোগ দেন পিএসজিতে। আর এ বছর ২৮ এ পা রাখা ব্রাজিল তারকা পিএসজিতে গত তিন বছর কাটিয়েছেন। সেই হিসাবে আসন্ন দলবদলে নেইমারকে চাইলেই কিনতে পারবে বার্সেলোনা। সেক্ষেত্রে পিএসজি কিছুই করতে পারবে না। ২২২ মিলিয়ন বাইআউট ক্লস এখানে কোনো বাধা সৃষ্টি করতে পারছে না। স্প্যানিশ দৈনিক স্পোর্ত বলছে মাত্র ১৫ মিলিয়নেই নেইমারকে কিনতে পারবে বার্সেলোনা।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ২৬ মার্চ, ২০২০ ০০:০০

নেইমারকে নিয়ে বার্সেলোনা ও পিএসজির টানাটানি তো হলো বিস্তর। অর্থের অঙ্কে বনিবনা না হওয়ায় গত বছর বার্সেলোনায় চলে এসেও আসতে পারেননি ব্রাজিল তারকা। তবে এবার হয়তো অর্থ নিয়ে আর বিত-ায় যেতে হবে না দুই ক্লাবকে। কারণ ফিফার দলবদলের নিয়মানুযায়ী খুব সহজে এবং কম মূল্যে নেইমারকে দলে টানতে পারবে বার্সেলোনা। ইএসপিএন ও স্প্যানিশ দৈনিক স্পোর্ত জানিয়েছে, এই মৌসুম শেষে মাত্র ১৫ মিলিয়ন পাউন্ডেই নেইমারকে দলে টানতে পারবে বার্সেলোনা। ফিফার খেলোয়াড় দলবদল আইনের একটি ধারা এই সুযোগ করে দিয়েছে। দুই সংবাদ মাধ্যম ফিফার ওই নিয়মের ১৭ নম্বর ধারাকে সামনে এনেছেন। তাতে বলা আছে কোনো ফুটবলার যদি কোনো ক্লাবের সঙ্গে ২৭ বছরের আগেই চুক্তি করেন এবং ওই বয়সে পা রাখার আগেই চুক্তি শেষ করে অন্য ক্লাবে যান। তবে ২৭ বছর পার হওয়ার পর ওই ক্লাব তাকে অন্য ক্লাব থেকে বাই আউট ক্লজে দলে টানতে পারবে। এজন্য অবশ্য ভিন্ন ক্লাবে একটানা তিন বছর থাকতে হবে ওই খেলোয়াড়কে। এদিক থেকে নেইমার বার্সেলোনায় নাম লিখিয়েছিলেন ২৭ বছরের আগেই। ২৭ বছরের আগেই যোগ দেন পিএসজিতে। আর এ বছর ২৮ এ পা রাখা ব্রাজিল তারকা পিএসজিতে গত তিন বছর কাটিয়েছেন। সেই হিসাবে আসন্ন দলবদলে নেইমারকে চাইলেই কিনতে পারবে বার্সেলোনা। সেক্ষেত্রে পিএসজি কিছুই করতে পারবে না। ২২২ মিলিয়ন বাইআউট ক্লস এখানে কোনো বাধা সৃষ্টি করতে পারছে না। স্প্যানিশ দৈনিক স্পোর্ত বলছে মাত্র ১৫ মিলিয়নেই নেইমারকে কিনতে পারবে বার্সেলোনা।