চ্যাম্পিয়ন বার্বাডোজ
ক্রীড়া ডেস্ক | ২৬ মার্চ, ২০২০ ০০:০০
উইন্ডিজের ঘরোয়া ফার্স্টক্লাস প্রতিযোগিতার শেষ দুই রাউন্ড বাতিল করেছে ক্রিকেট ক্যারিবীয় কর্র্তৃপক্ষ। বারবাডোজ প্রাইডকে বুধবার চ্যাম্পিয়ন ঘোষণা করেছে ক্রিকেট উইন্ডিজ। গত মঙ্গলবার বিকেলে টেলিকনফারেন্স করে এই সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেট উইন্ডিজের পরিচালকরা। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত। চার দিনের ম্যাচের এই প্রতিযোগিতায় ১৩৪.৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে বারবাডোজ। এরপর যথাক্রমে আছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (৯৪.৬), গায়ানা (৯১.৮), জ্যামাইকা (৯১.৮), উইন্ডওয়ার্ড আইল্যান্ডস (৭৮) ও লিওয়ার্ড আইল্যান্ডস (৫২.৮)। ইন্টারনেট।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ২৬ মার্চ, ২০২০ ০০:০০

উইন্ডিজের ঘরোয়া ফার্স্টক্লাস প্রতিযোগিতার শেষ দুই রাউন্ড বাতিল করেছে ক্রিকেট ক্যারিবীয় কর্র্তৃপক্ষ। বারবাডোজ প্রাইডকে বুধবার চ্যাম্পিয়ন ঘোষণা করেছে ক্রিকেট উইন্ডিজ। গত মঙ্গলবার বিকেলে টেলিকনফারেন্স করে এই সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেট উইন্ডিজের পরিচালকরা। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত। চার দিনের ম্যাচের এই প্রতিযোগিতায় ১৩৪.৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে বারবাডোজ। এরপর যথাক্রমে আছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (৯৪.৬), গায়ানা (৯১.৮), জ্যামাইকা (৯১.৮), উইন্ডওয়ার্ড আইল্যান্ডস (৭৮) ও লিওয়ার্ড আইল্যান্ডস (৫২.৮)। ইন্টারনেট।
শেয়ার করুন