বোলার মুশফিকের সামনে ব্যাটসম্যান তাসকিন
ক্রীড়া প্রতিবেদক | ২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০
মুশফিকুর রহিম হয়ে যান বোলার। তাসকিন আহমেদ ব্যাটসম্যান। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বায়ো-বাবল পরিবেশে বাংলাদেশ দলের ১৬ ক্রিকেটারের নেট অনুশীলনের একটা অংশ ছিল এমন। একেবারে ভিন্ন। টেলএন্ডারদের ব্যাটিংয়ের দিন ছিল। সেই সূত্রে মুশফিকের মতো উইকেটকিপার-ব্যাটসম্যানেরও বোলার হয়ে ওঠা! এমন সেশন অবশ্য খুব উপভোগ করেছেন তাসকিনসহ বাকি নিয়মিত বোলাররা। তারাও তো দলের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিংয়ের নিচের দিক থেকে কিছু না কিছু করতে চান। যদিও তা হয়ে ওঠে খুব কম।
মুমিনুল-তামিমরা মিলে যে ১৬ জন হোটেলে আছেন, করছেন আবাসিক ক্যাম্প তারা জৈব সুরক্ষা পরিবেশে বেশ মানিয়ে নিয়েছেন। বাকি ১১’র এখনো সেখানে প্রবেশ বাকি। এখনো অবশ্য শ্রীলঙ্কা জানায়নি কিছু। ৩ টেস্টের সিরিজের জন্য সফর নিয়ে অনিশ্চয়তা আছে ঢের। তবু প্রস্তুতি পরিকল্পনা মাফিক চলছে বাংলাদেশ দলের। ২৭ ক্রিকেটারের তৃতীয় দফা করোনা টেস্ট হয়ে গেল কাল। যে ১১ জন আইসোলেশনে আছেন তারা এই টেস্ট ঠিকঠাক উতরালে যোগ দেবেন বাকিদের সঙ্গে। বাবলের মধ্যে ঢুকে পড়বেন।
আইসোলেশনে অ্যাকাডেমি ভবনে যাদের সময় কাটছে, তাদের কেউ কেউ অ্যাকাডেমিরই মাঠে নেমে পড়ছেন। ওটা জৈব সুরক্ষার বাইরে। আবার স্বাস্থ্যবিধির মধ্যে। সেখানে ফাস্ট বোলার খালেদ আহমেদকে নেটে অনেকক্ষণ ধরে সামলে চলেন অলরাউন্ডার সাইফউদ্দিন। পাশেই শেরেবাংলার ভেতরে সেন্টার উইকেটের নেটগুলোতে টেলএন্ডারদের ব্যাটিং দীক্ষা চলে খুব গুরুত্বের সঙ্গে।
এবার তাসকিনের কাছে দলে আসাটা অন্যরকম। বছরখানেক ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু জাতীয় দলে ঢুকলেও মাঠে আর নামা হচ্ছে না। করোনা পরিস্থিতি কিছুটা সামলে ওঠার পর থেকে ২৫ বছরের ডানহাতি ফাস্ট বোলার নিজের ফিটনেসকে ভিন্ন পর্যায়ে নিয়ে যেতে প্রাণপণ পরিশ্রম করে যাচ্ছেন।
‘আগের থেকে ভালো ছন্দ এসেছে। ভালোও লাগছে। পেস বা সিম পজিশন নিয়ে কাজ করছি কোচদের সঙ্গে। আগের থেকে উন্নতি হয়েছে।’ গতকাল অনুশীলনের পর তাসকিন বলছিলেন, ‘আল্লাহ যদি সুস্থ রাখেন তাহলে সামনে আরও ভালো ছন্দ হবে। অ্যাকুরেসি, পেস, সিম পজিশন এগুলো আরও ভালো হবে আশা করছি।’
একক অনুশীলনের শুরুর দিক থেকে মাঠে তাসকিনের উপস্থিতি। নিজেকে তৈরি করার ও প্রস্তুত রাখার কোনো সুযোগ এই দফা মিস করছেন না। প্রথম কথা ফিট থাকতে হবে। ‘ফিটনেস আগের থেকে উন্নতি হয়েছে।’ এটা বললেও সঙ্গে আরও যোগ করে দিচ্ছেন, ‘তবে উন্নতির কোনো শেষ নেই। বিশ্বমানের হতে হলে, ধারাবাহিক হতে হলে আরও কঠোর পরিশ্রম করে যেতে হবে।’ আত্মতুষ্টি কীভাবে অনেক সাজানো জিনিস এলেমেলো করে দেয় তাসকিনের চেয়ে তা আর বেশি কে জানে। তবে তিনি এখন খুব সতর্ক। প্রত্যাশাও অনেক বেশি। মানসিকতাও পরিষ্কার। ‘সামনে আরও ভালো কিছু হবে আশা করছি। আমি আমার ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব। ভবিষ্যতে যেন আরও উন্নতি হয় সেই চেষ্টাই করব।’
মূল কাজ বোলিং। ব্যাটিংয়ে খুব দরকার কখনো তাকে পড়েনি। ব্যাটিং তার খুব আসেও না। কিন্তু দলের জন্য ওটাও যে দরকার! গতকাল নিচের দিকের ব্যাটসম্যান সেজে ব্যাটিং সেশনটা তাই গুরুত্বের সঙ্গেই করেছেন, ‘আজকে (মঙ্গলবার) আমাদের সব বোলারের ব্যাটিং সেশন ছিল। তো উপভোগ করেছি। যদিও নেটে আমাদের টাফ টাইম দিচ্ছিল থ্রোয়ার এবং বোলাররা। তো এই চ্যালেঞ্জগুলো নিতে শিখতে হবে। কারণ ব্যাটসম্যানদের সাপোর্ট দিতে হলে আমাদের টেলএন্ডারদের শিখতেই হবে। আমরাও চেষ্টা করছি। আগের থেকে উন্নতি হচ্ছে। আশা করছি সামনে আমাদের টেলএন্ডাররা আরও ভালো করবে।’
এটা আসলে সফরের জন্য বাংলাদেশ দলের প্রথম টেস্ট। কারণ, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বাংলাদেশ বোর্ডকে সফরে আসার আগে দুটি টেস্ট করিয়ে আসতে বলেছে। আরেকটি টেস্ট হবে ২৫ সেপ্টেম্বর। ২৭ সেপ্টেম্বর দলের শ্রীলঙ্কা উড়ে যাওয়ার কথা।
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০

মুশফিকুর রহিম হয়ে যান বোলার। তাসকিন আহমেদ ব্যাটসম্যান। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বায়ো-বাবল পরিবেশে বাংলাদেশ দলের ১৬ ক্রিকেটারের নেট অনুশীলনের একটা অংশ ছিল এমন। একেবারে ভিন্ন। টেলএন্ডারদের ব্যাটিংয়ের দিন ছিল। সেই সূত্রে মুশফিকের মতো উইকেটকিপার-ব্যাটসম্যানেরও বোলার হয়ে ওঠা! এমন সেশন অবশ্য খুব উপভোগ করেছেন তাসকিনসহ বাকি নিয়মিত বোলাররা। তারাও তো দলের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিংয়ের নিচের দিক থেকে কিছু না কিছু করতে চান। যদিও তা হয়ে ওঠে খুব কম।
মুমিনুল-তামিমরা মিলে যে ১৬ জন হোটেলে আছেন, করছেন আবাসিক ক্যাম্প তারা জৈব সুরক্ষা পরিবেশে বেশ মানিয়ে নিয়েছেন। বাকি ১১’র এখনো সেখানে প্রবেশ বাকি। এখনো অবশ্য শ্রীলঙ্কা জানায়নি কিছু। ৩ টেস্টের সিরিজের জন্য সফর নিয়ে অনিশ্চয়তা আছে ঢের। তবু প্রস্তুতি পরিকল্পনা মাফিক চলছে বাংলাদেশ দলের। ২৭ ক্রিকেটারের তৃতীয় দফা করোনা টেস্ট হয়ে গেল কাল। যে ১১ জন আইসোলেশনে আছেন তারা এই টেস্ট ঠিকঠাক উতরালে যোগ দেবেন বাকিদের সঙ্গে। বাবলের মধ্যে ঢুকে পড়বেন।
আইসোলেশনে অ্যাকাডেমি ভবনে যাদের সময় কাটছে, তাদের কেউ কেউ অ্যাকাডেমিরই মাঠে নেমে পড়ছেন। ওটা জৈব সুরক্ষার বাইরে। আবার স্বাস্থ্যবিধির মধ্যে। সেখানে ফাস্ট বোলার খালেদ আহমেদকে নেটে অনেকক্ষণ ধরে সামলে চলেন অলরাউন্ডার সাইফউদ্দিন। পাশেই শেরেবাংলার ভেতরে সেন্টার উইকেটের নেটগুলোতে টেলএন্ডারদের ব্যাটিং দীক্ষা চলে খুব গুরুত্বের সঙ্গে।
এবার তাসকিনের কাছে দলে আসাটা অন্যরকম। বছরখানেক ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু জাতীয় দলে ঢুকলেও মাঠে আর নামা হচ্ছে না। করোনা পরিস্থিতি কিছুটা সামলে ওঠার পর থেকে ২৫ বছরের ডানহাতি ফাস্ট বোলার নিজের ফিটনেসকে ভিন্ন পর্যায়ে নিয়ে যেতে প্রাণপণ পরিশ্রম করে যাচ্ছেন।
‘আগের থেকে ভালো ছন্দ এসেছে। ভালোও লাগছে। পেস বা সিম পজিশন নিয়ে কাজ করছি কোচদের সঙ্গে। আগের থেকে উন্নতি হয়েছে।’ গতকাল অনুশীলনের পর তাসকিন বলছিলেন, ‘আল্লাহ যদি সুস্থ রাখেন তাহলে সামনে আরও ভালো ছন্দ হবে। অ্যাকুরেসি, পেস, সিম পজিশন এগুলো আরও ভালো হবে আশা করছি।’
একক অনুশীলনের শুরুর দিক থেকে মাঠে তাসকিনের উপস্থিতি। নিজেকে তৈরি করার ও প্রস্তুত রাখার কোনো সুযোগ এই দফা মিস করছেন না। প্রথম কথা ফিট থাকতে হবে। ‘ফিটনেস আগের থেকে উন্নতি হয়েছে।’ এটা বললেও সঙ্গে আরও যোগ করে দিচ্ছেন, ‘তবে উন্নতির কোনো শেষ নেই। বিশ্বমানের হতে হলে, ধারাবাহিক হতে হলে আরও কঠোর পরিশ্রম করে যেতে হবে।’ আত্মতুষ্টি কীভাবে অনেক সাজানো জিনিস এলেমেলো করে দেয় তাসকিনের চেয়ে তা আর বেশি কে জানে। তবে তিনি এখন খুব সতর্ক। প্রত্যাশাও অনেক বেশি। মানসিকতাও পরিষ্কার। ‘সামনে আরও ভালো কিছু হবে আশা করছি। আমি আমার ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব। ভবিষ্যতে যেন আরও উন্নতি হয় সেই চেষ্টাই করব।’
মূল কাজ বোলিং। ব্যাটিংয়ে খুব দরকার কখনো তাকে পড়েনি। ব্যাটিং তার খুব আসেও না। কিন্তু দলের জন্য ওটাও যে দরকার! গতকাল নিচের দিকের ব্যাটসম্যান সেজে ব্যাটিং সেশনটা তাই গুরুত্বের সঙ্গেই করেছেন, ‘আজকে (মঙ্গলবার) আমাদের সব বোলারের ব্যাটিং সেশন ছিল। তো উপভোগ করেছি। যদিও নেটে আমাদের টাফ টাইম দিচ্ছিল থ্রোয়ার এবং বোলাররা। তো এই চ্যালেঞ্জগুলো নিতে শিখতে হবে। কারণ ব্যাটসম্যানদের সাপোর্ট দিতে হলে আমাদের টেলএন্ডারদের শিখতেই হবে। আমরাও চেষ্টা করছি। আগের থেকে উন্নতি হচ্ছে। আশা করছি সামনে আমাদের টেলএন্ডাররা আরও ভালো করবে।’
এটা আসলে সফরের জন্য বাংলাদেশ দলের প্রথম টেস্ট। কারণ, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বাংলাদেশ বোর্ডকে সফরে আসার আগে দুটি টেস্ট করিয়ে আসতে বলেছে। আরেকটি টেস্ট হবে ২৫ সেপ্টেম্বর। ২৭ সেপ্টেম্বর দলের শ্রীলঙ্কা উড়ে যাওয়ার কথা।