ইব্রাহিমোভিচের বয়স কমছে
ক্রীড়া ডেস্ক | ২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০
জ্লাতান ইব্রাহিমোভিচের বয়স ৩৮। কিন্তু তার পারফরম্যান্স দেখে মনে হবে এ যেন ‘দ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন’ সিনেমার গল্প। সেই সিনেমাতে হঠাৎ করেই যেন ঘড়ির কাঁটা উল্টোদিকে ঘুরতে থাকে (নায়ক) ব্র্যাড পিটের। বয়স দিন দিন কমতে শুরু করে তার। ইব্রাকে দেখলেও তেমনই মনে হবে। সোমবার সিরি আ’তে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে এসি মিলান ২-০ গোলে হারিয়েছে বোলোনাকে। দুটি গোলই করেছেন ইব্রাহিমোভিচ।
৩৫ মিনিটে হেডে এবং ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইব্রাহিমোভিচ। ম্যাচ শেষে টুইটারে একটি ছবি পোস্ট করে ইব্রা লেখেন, ‘বেঞ্জামিন বাটন’। আর সাংবাদিকদের কাছে বলেন, ‘যদি আমার বয়স ২০ বছর হতো আরও দুই গোল করতাম। আমি বেঞ্জামিন বাটনের মতো। আমি বুড়ো হয়ে জন্মেছিলাম, মরব তরুণ হয়ে।’ নিজের বয়স নিয়ে কথা বলতে পছন্দ করেন না এই সুইডিশ তারকা। আগামী মাসে ৩৯-এ পা দিতে যাওয়া ইব্রা বলেন, ‘আমি চাই না মানুষ আমার বয়স নিয়ে কথা বলুক। আমি চাই সবাই আমার খেলা যে লেভেলে আছে সেটা দেখে বিবেচনা করুক। আমি চাই না আমার বয়স ৩৮ বলে আমাকে কেউ অনুগ্রহ করুক।’ জানুয়ারিতে এসি মিলানে আসার পর থেকে ২২ ম্যাচে ১৪ গোল করেছেন ইব্রা। আর এসি মিলান সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৫ ম্যাচে অপরাজিত থাকল।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০

জ্লাতান ইব্রাহিমোভিচের বয়স ৩৮। কিন্তু তার পারফরম্যান্স দেখে মনে হবে এ যেন ‘দ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন’ সিনেমার গল্প। সেই সিনেমাতে হঠাৎ করেই যেন ঘড়ির কাঁটা উল্টোদিকে ঘুরতে থাকে (নায়ক) ব্র্যাড পিটের। বয়স দিন দিন কমতে শুরু করে তার। ইব্রাকে দেখলেও তেমনই মনে হবে। সোমবার সিরি আ’তে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে এসি মিলান ২-০ গোলে হারিয়েছে বোলোনাকে। দুটি গোলই করেছেন ইব্রাহিমোভিচ।
৩৫ মিনিটে হেডে এবং ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইব্রাহিমোভিচ। ম্যাচ শেষে টুইটারে একটি ছবি পোস্ট করে ইব্রা লেখেন, ‘বেঞ্জামিন বাটন’। আর সাংবাদিকদের কাছে বলেন, ‘যদি আমার বয়স ২০ বছর হতো আরও দুই গোল করতাম। আমি বেঞ্জামিন বাটনের মতো। আমি বুড়ো হয়ে জন্মেছিলাম, মরব তরুণ হয়ে।’ নিজের বয়স নিয়ে কথা বলতে পছন্দ করেন না এই সুইডিশ তারকা। আগামী মাসে ৩৯-এ পা দিতে যাওয়া ইব্রা বলেন, ‘আমি চাই না মানুষ আমার বয়স নিয়ে কথা বলুক। আমি চাই সবাই আমার খেলা যে লেভেলে আছে সেটা দেখে বিবেচনা করুক। আমি চাই না আমার বয়স ৩৮ বলে আমাকে কেউ অনুগ্রহ করুক।’ জানুয়ারিতে এসি মিলানে আসার পর থেকে ২২ ম্যাচে ১৪ গোল করেছেন ইব্রা। আর এসি মিলান সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৫ ম্যাচে অপরাজিত থাকল।