আর্সেনালে ব্রাত্য ওজিল
ক্রীড়া ডেস্ক | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০
তিনি বিশ্বকাপজয়ী তারকা। খেলেছেন রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে। আর্সেনালকেও জিতিয়েছেন বহু ম্যাচ। সেই মেসুত ওজিল এখন আর্সেনালে ব্রাত্য। চলতি মৌসুমে লিগের ২৫ জনের স্কোয়াডেও নেই। রাখা হয়নি ইউরোপা লিগের স্কোয়াডেও। গানারদের এমন আচরণে হতাশ ওজিল। কোচ মিকেল আর্তেতা অবশ্য বলছেন, ওজিলকে না খেলানোর সিদ্ধান্ত তারই এবং তা ফুটবলীয় কারণে। ক্লাবে সবচেয়ে বেশি বেতন পান ওজিল। প্রতি সপ্তাহে ৩ লাখ ৫০ হাজার পাউন্ড পাওয়া তুর্কি বংশোদ্ভূত এই জার্মানকে গত ৭ মার্চের পর এক মিনিটের জন্যও মাঠে নামানো হয়নি। ওজিলের চুক্তি আছে আগামী জুন পর্যন্ত। সেই ওজিলকে বাদ দেওয়া প্রসঙ্গে আর্তেতা বলেছেন, ‘ব্যাপারটার পুরো দায়িত্ব আমার। খেলোয়াড়দের সেরাটা আমাকেই বের করে আনতে হবে। এই সিদ্ধান্ত আচরণগত কোনো কারণে বা যেমনটা অনেকে বলছে বেতন কাটার সময় ক্লাবের সঙ্গে একমত না হওয়ার কারণে নেওয়া হয়নি।’
তার আগে নিজের বাদ পড়া নিয়ে ওজিল বলেন, ‘আর্সেনাল সমর্থকদের কাছে এমন বার্তা দেওয়াটা আমার জন্য খুব কঠিন। আমি দলের জন্য বেশ কয়েক বছর ধরে খেলছি। এই মৌসুমে আমাকে সুযোগ দেওয়া হয়নি, যা খ্বুই দুঃখজনক। ২০১৮ সালের হওয়া নতুন চুক্তি অনুযায়ী আমি আমার সেরাটাই দিচ্ছিলাম। বারবার প্রমাণ করেছি দলকে আমি কতটা ভালোবাসি। তবে দুঃখজনক হলেও সত্য, আনুগত্যের প্রতিদান হিসেবে আমাকে দল থেকেই বাদ দেওয়া হয়েছে। আমি মনে করি বর্তমান সময়ে বিশ্বস্ততা একটি দু®প্রাপ্য বিষয়।’
আর্সেনালের জার্সিতে ওজিলের পরিসংখ্যান বেশ সমৃদ্ধ। ২৫৪ ম্যাচে ৪৪ গোলের পাশাপাশি ৭৭টি অ্যাসিস্ট রয়েছে তার। এমনকি প্রিমিয়ার লিগে গানারদের হয়ে ১৮৪ ম্যাচে ৩৩ গোলের সঙ্গে ৫৮টি অ্যাসিস্ট এই জার্মান তারকার। ইন্টারনেট।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০

তিনি বিশ্বকাপজয়ী তারকা। খেলেছেন রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে। আর্সেনালকেও জিতিয়েছেন বহু ম্যাচ। সেই মেসুত ওজিল এখন আর্সেনালে ব্রাত্য। চলতি মৌসুমে লিগের ২৫ জনের স্কোয়াডেও নেই। রাখা হয়নি ইউরোপা লিগের স্কোয়াডেও। গানারদের এমন আচরণে হতাশ ওজিল। কোচ মিকেল আর্তেতা অবশ্য বলছেন, ওজিলকে না খেলানোর সিদ্ধান্ত তারই এবং তা ফুটবলীয় কারণে। ক্লাবে সবচেয়ে বেশি বেতন পান ওজিল। প্রতি সপ্তাহে ৩ লাখ ৫০ হাজার পাউন্ড পাওয়া তুর্কি বংশোদ্ভূত এই জার্মানকে গত ৭ মার্চের পর এক মিনিটের জন্যও মাঠে নামানো হয়নি। ওজিলের চুক্তি আছে আগামী জুন পর্যন্ত। সেই ওজিলকে বাদ দেওয়া প্রসঙ্গে আর্তেতা বলেছেন, ‘ব্যাপারটার পুরো দায়িত্ব আমার। খেলোয়াড়দের সেরাটা আমাকেই বের করে আনতে হবে। এই সিদ্ধান্ত আচরণগত কোনো কারণে বা যেমনটা অনেকে বলছে বেতন কাটার সময় ক্লাবের সঙ্গে একমত না হওয়ার কারণে নেওয়া হয়নি।’
তার আগে নিজের বাদ পড়া নিয়ে ওজিল বলেন, ‘আর্সেনাল সমর্থকদের কাছে এমন বার্তা দেওয়াটা আমার জন্য খুব কঠিন। আমি দলের জন্য বেশ কয়েক বছর ধরে খেলছি। এই মৌসুমে আমাকে সুযোগ দেওয়া হয়নি, যা খ্বুই দুঃখজনক। ২০১৮ সালের হওয়া নতুন চুক্তি অনুযায়ী আমি আমার সেরাটাই দিচ্ছিলাম। বারবার প্রমাণ করেছি দলকে আমি কতটা ভালোবাসি। তবে দুঃখজনক হলেও সত্য, আনুগত্যের প্রতিদান হিসেবে আমাকে দল থেকেই বাদ দেওয়া হয়েছে। আমি মনে করি বর্তমান সময়ে বিশ্বস্ততা একটি দু®প্রাপ্য বিষয়।’
আর্সেনালের জার্সিতে ওজিলের পরিসংখ্যান বেশ সমৃদ্ধ। ২৫৪ ম্যাচে ৪৪ গোলের পাশাপাশি ৭৭টি অ্যাসিস্ট রয়েছে তার। এমনকি প্রিমিয়ার লিগে গানারদের হয়ে ১৮৪ ম্যাচে ৩৩ গোলের সঙ্গে ৫৮টি অ্যাসিস্ট এই জার্মান তারকার। ইন্টারনেট।