বৈরী আবহাওয়ায় ফাইনাল পেছাল রবিবারে
ক্রীড়া প্রতিবেদক | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০
বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে বৃষ্টিপাত আরও দুই-তিন দিন চলতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। সবচেয়ে ভরসা করার মতো আবহাওয়ার সাইটে রাজধানীর ওপর দেখা যাচ্ছে কেবল ঝড়-বৃষ্টির ভবিষ্যদ্বাণী। দু’দিন ধরে চলছে। গতকাল বেড়েছে। সূর্যের দেখা নাকি ২৪ তারিখ নাও মিলতে পারে। এটুকু পড়ে আপনার আবহাওয়ার সংবাদ মনে হতে পারে। কিন্তু আসল কথা ক্রিকেট নিয়েই। আবহাওয়ার এই পূর্বাভাসে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্টস কাপ ফাইনালের সূচি নতুন করে নির্ধারণ করেছে। আজ নির্ধারিত ম্যাচটি পিছিয়ে নেওয়া হয়েছে ২৫ অক্টোবর, রবিবার।
রবিবার সেই ফাইনালে খেলবে নাজমুল ও মাহমুদউল্লাহ একাদশ। টুর্নামেন্টের অপর দল তামিম একাদশ বাদ পড়েছে লিগ পর্বের শেষ ম্যাচ হেরে। সব ম্যাচের জন্য রিজার্ভ ডে ছিল। এমনকি শুক্রবারের ফাইনালের রিজার্ভ ডে ছিল শনিবার। আর এই আসরের প্লেয়িং কন্ডিশনে বলা হয়েছিল, রিজার্ভ ডেতেও খেলার মীমাংসা না হলে ফাইনালিস্টদের যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। প্রাইজ মানিও সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। এটা লিস্ট ‘এ’ আসর নয়। যদিও ওয়ানডে টুর্নামেন্ট। বিসিবির তাই সবকিছু নিজেদের মতো করে করার স্বাধীনতা আছে। পরের দিন ফাইনাল ধরে নিয়ে দুই অধিনায়ক নাজমুল হাসান শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদের ভিডিও বার্তা পাঠিয়ে দিয়েছিল দুপুরে। কিন্তু সন্ধ্যানাগাদ ফাইনাল রবিবার নিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা এক বিজ্ঞপ্তিতে।
করোনার কারণে সাত মাস পর ক্রিকেট ফিরেছে মাঠে এই টুর্নামেন্ট দিয়ে। ডাবল লিগের ৬ ম্যাচে খুব বেশি উত্তেজনার দেখা মেলেনি। বুধবারের শেষ ম্যাচটা কেবল হয়েছে টানটান। নাজমুলদের কাছে হেরে গিয়ে তামিম একাদশ নেয় বিদায়। ৪ ম্যাচে মোটে ১ জয় তাদের। তাতে মাহমুদউল্লাহ একাদশ ২ জয় নিয়ে নাজমুলদের সঙ্গে ফাইনাল নিশ্চিত করে। নাজমুলদের তরুণ দল ৩ খেলায় জিতে দাপটে পৌঁছেছে শিরোপার কাছাকাছি।
আজ ফাইনাল ধরে নিয়ে নাজমুল গতকাল বলছিলেন, ‘অবশ্যই খুব ভালো লাগছে এ রকম একটা টুর্নামেন্টের ফাইনালে খেলছি বলে। আশা করছি ফাইনালে ভালো কিছুই হবে।’ তামিমরা লিগের শেষ ম্যাচে নাজমুলদের হারিয়ে দিলে মাহমুদউল্লাহরা ফাইনালে উঠতে পারতেন না। সেটা বিবেচনা করেই মাহমুদউল্লাহ বলছিলেন, ‘সৌভাগ্যবশত আমরা ফাইনালে খেলছি। আমরা সবাই মুখিয়ে আছি যাতে ভালো একটা ফাইনাল খেলতে পারি।’ আর বুধবার ১৬৪ রানের টার্গেট পেয়েও ব্যর্থ তামিম ইকবাল বলেছেন, ‘পুরো টুর্নামেন্টে আমরা যেভাবে ব্যাটিং করেছি, আমার মনে হয় আমরা ফাইনালে খেলার যোগ্যতা রাখি না। তিন ম্যাচেই আমরা দল হিসেবে ভালো ব্যাটিং করতে পারিনি।’
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে বৃষ্টিপাত আরও দুই-তিন দিন চলতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। সবচেয়ে ভরসা করার মতো আবহাওয়ার সাইটে রাজধানীর ওপর দেখা যাচ্ছে কেবল ঝড়-বৃষ্টির ভবিষ্যদ্বাণী। দু’দিন ধরে চলছে। গতকাল বেড়েছে। সূর্যের দেখা নাকি ২৪ তারিখ নাও মিলতে পারে। এটুকু পড়ে আপনার আবহাওয়ার সংবাদ মনে হতে পারে। কিন্তু আসল কথা ক্রিকেট নিয়েই। আবহাওয়ার এই পূর্বাভাসে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্টস কাপ ফাইনালের সূচি নতুন করে নির্ধারণ করেছে। আজ নির্ধারিত ম্যাচটি পিছিয়ে নেওয়া হয়েছে ২৫ অক্টোবর, রবিবার।
রবিবার সেই ফাইনালে খেলবে নাজমুল ও মাহমুদউল্লাহ একাদশ। টুর্নামেন্টের অপর দল তামিম একাদশ বাদ পড়েছে লিগ পর্বের শেষ ম্যাচ হেরে। সব ম্যাচের জন্য রিজার্ভ ডে ছিল। এমনকি শুক্রবারের ফাইনালের রিজার্ভ ডে ছিল শনিবার। আর এই আসরের প্লেয়িং কন্ডিশনে বলা হয়েছিল, রিজার্ভ ডেতেও খেলার মীমাংসা না হলে ফাইনালিস্টদের যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। প্রাইজ মানিও সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। এটা লিস্ট ‘এ’ আসর নয়। যদিও ওয়ানডে টুর্নামেন্ট। বিসিবির তাই সবকিছু নিজেদের মতো করে করার স্বাধীনতা আছে। পরের দিন ফাইনাল ধরে নিয়ে দুই অধিনায়ক নাজমুল হাসান শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদের ভিডিও বার্তা পাঠিয়ে দিয়েছিল দুপুরে। কিন্তু সন্ধ্যানাগাদ ফাইনাল রবিবার নিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা এক বিজ্ঞপ্তিতে।
করোনার কারণে সাত মাস পর ক্রিকেট ফিরেছে মাঠে এই টুর্নামেন্ট দিয়ে। ডাবল লিগের ৬ ম্যাচে খুব বেশি উত্তেজনার দেখা মেলেনি। বুধবারের শেষ ম্যাচটা কেবল হয়েছে টানটান। নাজমুলদের কাছে হেরে গিয়ে তামিম একাদশ নেয় বিদায়। ৪ ম্যাচে মোটে ১ জয় তাদের। তাতে মাহমুদউল্লাহ একাদশ ২ জয় নিয়ে নাজমুলদের সঙ্গে ফাইনাল নিশ্চিত করে। নাজমুলদের তরুণ দল ৩ খেলায় জিতে দাপটে পৌঁছেছে শিরোপার কাছাকাছি।
আজ ফাইনাল ধরে নিয়ে নাজমুল গতকাল বলছিলেন, ‘অবশ্যই খুব ভালো লাগছে এ রকম একটা টুর্নামেন্টের ফাইনালে খেলছি বলে। আশা করছি ফাইনালে ভালো কিছুই হবে।’ তামিমরা লিগের শেষ ম্যাচে নাজমুলদের হারিয়ে দিলে মাহমুদউল্লাহরা ফাইনালে উঠতে পারতেন না। সেটা বিবেচনা করেই মাহমুদউল্লাহ বলছিলেন, ‘সৌভাগ্যবশত আমরা ফাইনালে খেলছি। আমরা সবাই মুখিয়ে আছি যাতে ভালো একটা ফাইনাল খেলতে পারি।’ আর বুধবার ১৬৪ রানের টার্গেট পেয়েও ব্যর্থ তামিম ইকবাল বলেছেন, ‘পুরো টুর্নামেন্টে আমরা যেভাবে ব্যাটিং করেছি, আমার মনে হয় আমরা ফাইনালে খেলার যোগ্যতা রাখি না। তিন ম্যাচেই আমরা দল হিসেবে ভালো ব্যাটিং করতে পারিনি।’