‘সাকিবের কাছে দুর্দান্ত ২০২১ মৌসুম চাই’
ক্রীড়া প্রতিবেদক | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০
দেশের ইতিহাসের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ফেরার পর সময় দিতে বললেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। নিষেধাজ্ঞার কারণে এক বছর মাঠের বাইরে সাকিব। ২৯ অক্টোবর সেই নিষেধাজ্ঞা উঠবে। নভেম্বরে ৫ দলের টি-টোয়েন্টি আসরে তিনি খেলবেন বলে জানা গেছে। এখন আমেরিকায় থাকা সাকিবের সঙ্গে বুধবারও কথা হয়েছে জানিয়ে গতকাল ডমিঙ্গো বললেন, ‘ফিটনেস নিয়ে ও খুব খাটছে। অন্য অনেক খেলোয়াড়ের মতোই সাকিবের বেশি খেলা দরকার। তাই সে সোজা এসে ঢুকে পড়বে এবং বিরাট অলৌকিক পারফর্ম করবে ভাবলে বলব তাকে নিয়ে আপনার ধৈর্য ধরা দরকার।’
যুক্তি টেনে ডমিঙ্গো জানান, ‘বছরখানেক হলো সে ক্রিকেট খেলে না। খেলতে মুখিয়ে আছে। বিশ্বের সেরা অলরাউন্ডার ও। কিন্তু তাকেও তার পথ খুঁজে নিতে হবে। থ্রোডাউন বা বোলিং মেশিনে বল সামলানো আর চাপের মধ্যে ১৪০ কিলোমিটার গতির বোলারকে সামলানো আলাদা ব্যাপার।’ কিন্তু সাকিবের কাছে সামনের সময়ে তার বড় চাওয়া, ‘আমরা জানি সে উঁচুমানের খেলোয়াড়। তাই বাংলাদেশের জন্য তার কাছ থেকে দুর্দান্ত ২০২১ মৌসুম চাই।’
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০

দেশের ইতিহাসের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ফেরার পর সময় দিতে বললেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। নিষেধাজ্ঞার কারণে এক বছর মাঠের বাইরে সাকিব। ২৯ অক্টোবর সেই নিষেধাজ্ঞা উঠবে। নভেম্বরে ৫ দলের টি-টোয়েন্টি আসরে তিনি খেলবেন বলে জানা গেছে। এখন আমেরিকায় থাকা সাকিবের সঙ্গে বুধবারও কথা হয়েছে জানিয়ে গতকাল ডমিঙ্গো বললেন, ‘ফিটনেস নিয়ে ও খুব খাটছে। অন্য অনেক খেলোয়াড়ের মতোই সাকিবের বেশি খেলা দরকার। তাই সে সোজা এসে ঢুকে পড়বে এবং বিরাট অলৌকিক পারফর্ম করবে ভাবলে বলব তাকে নিয়ে আপনার ধৈর্য ধরা দরকার।’
যুক্তি টেনে ডমিঙ্গো জানান, ‘বছরখানেক হলো সে ক্রিকেট খেলে না। খেলতে মুখিয়ে আছে। বিশ্বের সেরা অলরাউন্ডার ও। কিন্তু তাকেও তার পথ খুঁজে নিতে হবে। থ্রোডাউন বা বোলিং মেশিনে বল সামলানো আর চাপের মধ্যে ১৪০ কিলোমিটার গতির বোলারকে সামলানো আলাদা ব্যাপার।’ কিন্তু সাকিবের কাছে সামনের সময়ে তার বড় চাওয়া, ‘আমরা জানি সে উঁচুমানের খেলোয়াড়। তাই বাংলাদেশের জন্য তার কাছ থেকে দুর্দান্ত ২০২১ মৌসুম চাই।’