এল ক্লাসিকোর চিন্তায় জিদান
ক্রীড়া ডেস্ক | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০
শনিবার লা লিগায় কাদিজের কাছে হারের পর বুধবার শাখতার দোনেৎস্কের কাছে হারের রাতে ঘুম হয়নি জিনেদিন জিদানের। এখন তার ভাবনায় শনিবারের এল ক্লাসিকো। সেই ম্যাচে আর যেন দোনেৎস্কের বিপক্ষে হারের ভুল ফিরে না আসে তা নিশ্চিত করতে হবে তাকে। সেই প্রত্যয় ব্যক্ত করে ফরাসি কিংবদন্তি বলেন, ‘আমি এখন কিছু বলতে চাই না। কারণ যা বলব সবই আমাদের জন্য নেতিবাচক। আমি শুধু শনিবারের ম্যাচের জন্য প্রস্তুত হতে চাই। আমাকে নিশ্চিত করতে হবে যেন ওই ম্যাচে আমরা ভালোভাবে ফিরে আসতে পারি। এই দলের জন্য খারাপ লাগছে, ওরা আমাকে অনেক কিছু জিতিয়েছে। ওদের এমন হার প্রাপ্য নয়। তবে ফুটবলে এমন হয়। আমরা হাল ছেড়ে দিতে চাই না, যা বিরুদ্ধে তার সবই ভুলে ফিরতে হবে। আমরা অবশ্যই সমাধান খুঁজে পাব। আমরা জানি আমাদের কী করতে হবে। এর আগেও আমরা এমন পরিস্থিতিতে পড়েছি এবং ফিরেও এসেছি। আমি বিশ্বাস রাখছি এই দলের ওপর। আমরা অবশ্যই পরের ম্যাচে ভালো অবস্থানে ফিরব।’
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০

শনিবার লা লিগায় কাদিজের কাছে হারের পর বুধবার শাখতার দোনেৎস্কের কাছে হারের রাতে ঘুম হয়নি জিনেদিন জিদানের। এখন তার ভাবনায় শনিবারের এল ক্লাসিকো। সেই ম্যাচে আর যেন দোনেৎস্কের বিপক্ষে হারের ভুল ফিরে না আসে তা নিশ্চিত করতে হবে তাকে। সেই প্রত্যয় ব্যক্ত করে ফরাসি কিংবদন্তি বলেন, ‘আমি এখন কিছু বলতে চাই না। কারণ যা বলব সবই আমাদের জন্য নেতিবাচক। আমি শুধু শনিবারের ম্যাচের জন্য প্রস্তুত হতে চাই। আমাকে নিশ্চিত করতে হবে যেন ওই ম্যাচে আমরা ভালোভাবে ফিরে আসতে পারি। এই দলের জন্য খারাপ লাগছে, ওরা আমাকে অনেক কিছু জিতিয়েছে। ওদের এমন হার প্রাপ্য নয়। তবে ফুটবলে এমন হয়। আমরা হাল ছেড়ে দিতে চাই না, যা বিরুদ্ধে তার সবই ভুলে ফিরতে হবে। আমরা অবশ্যই সমাধান খুঁজে পাব। আমরা জানি আমাদের কী করতে হবে। এর আগেও আমরা এমন পরিস্থিতিতে পড়েছি এবং ফিরেও এসেছি। আমি বিশ্বাস রাখছি এই দলের ওপর। আমরা অবশ্যই পরের ম্যাচে ভালো অবস্থানে ফিরব।’