কাতারেই কাতার বিদ্রোহীরা
ক্রীড়া ডেস্ক | ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০
কাতারের সঙ্গে বাকি আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক ভালো নয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিসর রাজনৈতিক ও কূটনৈতিক ভাবে দোহাকে বয়কট করেছে। কিন্তু সেই কাতারেই আরব কাপ খেলতে রাজি হয়েছে দলগুলো। ২০২১ ডিসেম্বরের এই টুর্নামেন্ট দিয়ে ২০২২ বিশ্বকাপের ড্রেস রিহার্সেল করতে চায় কাতার। তাদের আমন্ত্রণে সাড়া দিয়েছে কাতার বিদ্রোহীরা।
আগামী বছর ১ থেকে ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই আরব কাপ। ২২ দল নিয়ে এই আসর আয়োজন করতে চায় কাতার। ২২ দলই আরব ঘরানার। কাতারের এই উদ্যোগকে সমর্থন দিয়েছে ফিফাও। প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো বলেছেন, ‘এই টুর্নামেন্টের জন্য আনন্দের ব্যাপার হলো আরব অংশের ২২ দলই খেলতে রাজি হয়েছে। আমরা চাই মধ্যপ্রাচ্যের এই টুর্নামেন্টটি সেরা আয়োজন হোক।’
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০

কাতারের সঙ্গে বাকি আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক ভালো নয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিসর রাজনৈতিক ও কূটনৈতিক ভাবে দোহাকে বয়কট করেছে। কিন্তু সেই কাতারেই আরব কাপ খেলতে রাজি হয়েছে দলগুলো। ২০২১ ডিসেম্বরের এই টুর্নামেন্ট দিয়ে ২০২২ বিশ্বকাপের ড্রেস রিহার্সেল করতে চায় কাতার। তাদের আমন্ত্রণে সাড়া দিয়েছে কাতার বিদ্রোহীরা।
আগামী বছর ১ থেকে ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই আরব কাপ। ২২ দল নিয়ে এই আসর আয়োজন করতে চায় কাতার। ২২ দলই আরব ঘরানার। কাতারের এই উদ্যোগকে সমর্থন দিয়েছে ফিফাও। প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো বলেছেন, ‘এই টুর্নামেন্টের জন্য আনন্দের ব্যাপার হলো আরব অংশের ২২ দলই খেলতে রাজি হয়েছে। আমরা চাই মধ্যপ্রাচ্যের এই টুর্নামেন্টটি সেরা আয়োজন হোক।’
শেয়ার করুন