আমিরের বক্তব্য মনগড়া : মিসবাহ
হঠাৎ করেই কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। কারণ ব্যাখ্যা করতে গিয়ে কাঠগড়ায় তুলেছিলেন পাকিস্তানের টিম ম্যানেজমেন্টকে। আমিরের সেই বক্তব্যকে মনগড়া বলছেন কোচ মিসবাহ-উল-হক। শুধু তাই নয়, মিসবাহর মতে খারপ পারফরম্যান্সের কারণেই বাদ পড়েন আমির। মিসবাহ বলছেন, ঘরোয়া ক্রিকেট খেলে নিজেকে প্রমাণ করে দলে ফেরার দাবি রাখা উচিত ছিল বাঁহাতি এই পেসারের। মিসবাহ বলেছেন, ‘আমিরের (অবসরের) ঘটনায় ওয়াকারকে জড়িয়ে কথা উঠেছে। কিন্তু এসবের কোনো সত্যতা নেই। নির্বাচক হিসেবে ৬ জন ছিলেন, সঙ্গে আমি প্রধান নির্বাচক হিসেবে ছিলাম এবং অধিনায়ক তো ছিলেনই। তাই কেবল একজনই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রভাব রেখেছে, এটা কোনোভাবেই সম্ভব নয়।’ সঙ্গে জানান, ‘পারফরম্যান্সের ভিত্তিতে তাকে দলের জন্য বেছে নেওয়াটা কেউই সমর্থন করেনি। আমি বুঝতে পারছি না, কেন সে এসব মনগড়া বক্তব্য দিচ্ছে।’ ইন্টারনেট। এবং পুরো দৃশ্যপটকে তিল থেকে তাল বানানোর চেষ্টা করছে। (বাদ পড়ার) পরের প্রক্রিয়াটা ছিল খুব সাধারণ ঘরোয়া ক্রিকেটে নিজের ফর্ম দেখিয়ে জাতীয় দলে ফিরে আসা। এ ছাড়া বাকি সবকিছুই অপ্রাসঙ্গিক।’
শেয়ার করুন

হঠাৎ করেই কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। কারণ ব্যাখ্যা করতে গিয়ে কাঠগড়ায় তুলেছিলেন পাকিস্তানের টিম ম্যানেজমেন্টকে। আমিরের সেই বক্তব্যকে মনগড়া বলছেন কোচ মিসবাহ-উল-হক। শুধু তাই নয়, মিসবাহর মতে খারপ পারফরম্যান্সের কারণেই বাদ পড়েন আমির। মিসবাহ বলছেন, ঘরোয়া ক্রিকেট খেলে নিজেকে প্রমাণ করে দলে ফেরার দাবি রাখা উচিত ছিল বাঁহাতি এই পেসারের। মিসবাহ বলেছেন, ‘আমিরের (অবসরের) ঘটনায় ওয়াকারকে জড়িয়ে কথা উঠেছে। কিন্তু এসবের কোনো সত্যতা নেই। নির্বাচক হিসেবে ৬ জন ছিলেন, সঙ্গে আমি প্রধান নির্বাচক হিসেবে ছিলাম এবং অধিনায়ক তো ছিলেনই। তাই কেবল একজনই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রভাব রেখেছে, এটা কোনোভাবেই সম্ভব নয়।’ সঙ্গে জানান, ‘পারফরম্যান্সের ভিত্তিতে তাকে দলের জন্য বেছে নেওয়াটা কেউই সমর্থন করেনি। আমি বুঝতে পারছি না, কেন সে এসব মনগড়া বক্তব্য দিচ্ছে।’ ইন্টারনেট। এবং পুরো দৃশ্যপটকে তিল থেকে তাল বানানোর চেষ্টা করছে। (বাদ পড়ার) পরের প্রক্রিয়াটা ছিল খুব সাধারণ ঘরোয়া ক্রিকেটে নিজের ফর্ম দেখিয়ে জাতীয় দলে ফিরে আসা। এ ছাড়া বাকি সবকিছুই অপ্রাসঙ্গিক।’