স্পেনের দৈনিকে বাংলাদেশের ফুটবল
ক্রীড়া প্রতিবেদক | ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০
স্প্যানিশ ক্রীড়া দৈনিকগুলোতে লিওনেল মেসি, সার্জিও রামোসদের নাম থাকাটাই স্বাভাবিক। স্প্যানিশ লিগ ছাড়া ইউরোপের বাকি লিগগুলোর খবরই বেশি থাকে দেশটির ক্রীড়া দৈনিকগুলোতে। সে সবের ভিড়ে বাংলাদেশের ফুটবলের খবরও জায়গা করে নিয়েছে সেখানে। আর সেটি হচ্ছে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের কল্যাণে। তার অধীনে এখন পর্যন্ত চারটি শিরোপা জিতেছে বসুন্ধরা। সেই খবর ফলাও করে প্রচার করেছে স্পেনের জনপ্রিয় দুই গণমাধ্যম মার্কা ও এএস। মার্কা বলছে, ব্রুজন বাংলাদেশ ফুটবলের রাজা। ২০১৮ সালে কোচ হিসেবে বসুন্ধরা কিংসের দায়িত্ব নেন ব্রুজন। সবশেষ ফেডারেশন কাপে সাইফ স্পোর্টিংকে ১-০ গোলে হারিয়ে বসুন্ধরা জিতেছে ফেডারেশন কাপে টানা দ্বিতীয় শিরোপা। সেই খবর প্রচার করে ব্রুজনকে নিয়ে মার্কা শিরোনাম করেছে ‘বাংলাদেশের রাজা অস্কার ব্রুজন। বসুন্ধরা কিংসকে চারটি শিরোপা জিতিয়েছেন।’ এএস লিখেছে ‘ব্রুজন বাংলাদেশ ফুটবলে তার রাজত্ব চালিয়ে যাচ্ছেন।’
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০

স্প্যানিশ ক্রীড়া দৈনিকগুলোতে লিওনেল মেসি, সার্জিও রামোসদের নাম থাকাটাই স্বাভাবিক। স্প্যানিশ লিগ ছাড়া ইউরোপের বাকি লিগগুলোর খবরই বেশি থাকে দেশটির ক্রীড়া দৈনিকগুলোতে। সে সবের ভিড়ে বাংলাদেশের ফুটবলের খবরও জায়গা করে নিয়েছে সেখানে। আর সেটি হচ্ছে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের কল্যাণে। তার অধীনে এখন পর্যন্ত চারটি শিরোপা জিতেছে বসুন্ধরা। সেই খবর ফলাও করে প্রচার করেছে স্পেনের জনপ্রিয় দুই গণমাধ্যম মার্কা ও এএস। মার্কা বলছে, ব্রুজন বাংলাদেশ ফুটবলের রাজা। ২০১৮ সালে কোচ হিসেবে বসুন্ধরা কিংসের দায়িত্ব নেন ব্রুজন। সবশেষ ফেডারেশন কাপে সাইফ স্পোর্টিংকে ১-০ গোলে হারিয়ে বসুন্ধরা জিতেছে ফেডারেশন কাপে টানা দ্বিতীয় শিরোপা। সেই খবর প্রচার করে ব্রুজনকে নিয়ে মার্কা শিরোনাম করেছে ‘বাংলাদেশের রাজা অস্কার ব্রুজন। বসুন্ধরা কিংসকে চারটি শিরোপা জিতিয়েছেন।’ এএস লিখেছে ‘ব্রুজন বাংলাদেশ ফুটবলে তার রাজত্ব চালিয়ে যাচ্ছেন।’