হকি ক্যাম্পের একজনের করোনা
| ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০
১১-১৯ মার্চ ঢাকায় অনুষ্ঠেয় ৬ জাতির এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন। ক্যাম্প শুরুর আগে ৩১ হকি খেলোয়াড়ের কভিড-১৯ পরীক্ষা করানো হয়। এর মধ্যে একজন বাদে বাকি ৩০ জনের ফল নেগেটিভ এসেছে। কভিড আক্রান্ত হয়েছেন প্রথমবারে মতো ডাক পাওয়া স্ট্রাইকার দেবাশীষ কুমার রায়। তাকে সঙ্গে সঙ্গে বিমান বাহিনীর তত্ত্বাবধানে আইসোলেশনে রাখা হয়েছে। জাতীয় দলকে এই আসরের জন্য প্রস্তুত করার দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ কোচ মাহবুব হারুনকে। প্রাথমিকভাবে মোট ৩২ জন খেলোয়াড়কে ডাকা হয়েছিল। দেবাশীষ ছাড়াও পারিবারিক ব্যস্ততার কারণে যোগ দেননি গোলকিপার আবু সাঈদ নিপ্পন। আসরটির আয়োজক হওয়ায় প্রথমবার খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া।
শেয়ার করুন
| ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০

১১-১৯ মার্চ ঢাকায় অনুষ্ঠেয় ৬ জাতির এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন। ক্যাম্প শুরুর আগে ৩১ হকি খেলোয়াড়ের কভিড-১৯ পরীক্ষা করানো হয়। এর মধ্যে একজন বাদে বাকি ৩০ জনের ফল নেগেটিভ এসেছে। কভিড আক্রান্ত হয়েছেন প্রথমবারে মতো ডাক পাওয়া স্ট্রাইকার দেবাশীষ কুমার রায়। তাকে সঙ্গে সঙ্গে বিমান বাহিনীর তত্ত্বাবধানে আইসোলেশনে রাখা হয়েছে। জাতীয় দলকে এই আসরের জন্য প্রস্তুত করার দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ কোচ মাহবুব হারুনকে। প্রাথমিকভাবে মোট ৩২ জন খেলোয়াড়কে ডাকা হয়েছিল। দেবাশীষ ছাড়াও পারিবারিক ব্যস্ততার কারণে যোগ দেননি গোলকিপার আবু সাঈদ নিপ্পন। আসরটির আয়োজক হওয়ায় প্রথমবার খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া।
শেয়ার করুন